Sm munna

Sm munna I'm shohel vai

23/06/2024

কথা গুলোর সাথে বাস্তব টা একবারে মিলে যায়

06/06/2024

আমরা সবাই চাই নিজের মতো করে ভিডিও এডিট করতে কিন্তুু অনেকেই পারিনা। তাই আপনাদের জন্য এই এডিটিং টা দেখুন।

With Sarker Tech – I just got recognised as one of their rising fans! 🎉
05/06/2024

With Sarker Tech – I just got recognised as one of their rising fans! 🎉

জেনে রাখা ভাল।শিক্ষনীয়ঃ⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার স...
01/06/2024

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১

ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২

আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩

বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪

বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)

সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!

সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

🐄 গাভীর দুধ! 🐄 গাভীর দুধ!🐄 গাভীর দুধ!👉আপনি কি দেশি গরুর খাঁটি দুধ খুজছেন? 👉আপনি কি আপনার এবং আপনার সোনা-মনিদের সুস্বাস্থ...
01/06/2024

🐄 গাভীর দুধ! 🐄 গাভীর দুধ!🐄 গাভীর দুধ!

👉আপনি কি দেশি গরুর খাঁটি দুধ খুজছেন?
👉আপনি কি আপনার এবং আপনার সোনা-মনিদের সুস্বাস্থ্ নিয়ে চিন্তিত?
👉আপনি কি পানি, ক্যামিকেল, সাবান মুক্ত খাটি গরুর দুধ খুজছেন?
👉তবে আপনার জন্যই আমরা নিয়ে এসেছি দেশি গরুর খাটি দুধ।

আমাদের গরুর দুধের বৈশিষ্ট্য:-
👉দেশি গরুর খাটি দুধ
👉সাশ্রয়ী মূল্য,
👉১০০% ননি যুক্ত,
👉লেকটো-মিটার মেশিনে পরীক্ষিত
একবার নিলে আবার অর্ডার করবেন ইনশাআল্লাহ।

নিতে চাইলে এখনি ইনবক্স করুন অথবা কল করুন এই নাম্বারে 👉👉01312532218

বিশেষ দ্রস্টব্য: বনানী এবং গুলশান হোম ডেলিভারি দেওয়া যাবে।🚛🚛🚛

With Nadir On The Go - Bangla – I just got recognised as one of their rising fans! 🎉
30/05/2024

With Nadir On The Go - Bangla – I just got recognised as one of their rising fans! 🎉

ডেলিভারি চার্জ আগে কেন দিব ?প্রশ্নটা অনেকের মনেই জাগে, তাই না?তবে ডেলিভারি চার্জ আগে নেওয়ার পিছনে খুবই যৌক্তিক কয়েকটি ...
22/05/2024

ডেলিভারি চার্জ আগে কেন দিব ?
প্রশ্নটা অনেকের মনেই জাগে, তাই না?
তবে ডেলিভারি চার্জ আগে নেওয়ার পিছনে খুবই যৌক্তিক কয়েকটি বিষয় আছে। মন দিয়ে পড়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর থেকে এই প্রশ্ন আর কখনো থাকবে না"

★আমরা যদি ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার নেই প্রতিদিন ২০০+ ওর্ডার পাব বাট রিসিভ হবে ২০-২৫টা
কারণ ডেলিভারি চার্জ না দিলে বেশি ভাগ কাস্টমার এর দ্বায়িত্ব বলতেই কিছু থাকেনা ডেলিভারি ম্যান এর ফোন এই রিসিভ করে না। তাহলে এই ১৮০+ পার্সেলের ডেলিভারি চার্জ কে দিবে সাথে রির্টান চার্জ?
আমাদের ব্যবসা থাকবে?

পণ্য আপনি গ্রহণ করেন কিংবা না করেন, কোরিয়ার কোম্পানি আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ঠিকই কেটে নেবে।কারণ পণ্য পাঠাতে একটি খরচ আছে। অনেক কাস্টোমার ডেলিভারি পৌঁছানোর পরে পণ্য রিসিভ করেনা, এবং ডেলিভারি চার্জও দেয় না, এক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হই। (তাই আগে ডেলিভারি চার্জ নিয়ে নেওয়াটা যৌক্তিক)

★ এমন অনেক সময় হয়।ডেলিভারি ম্যান বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু কাস্টমারকে ফোনে পাওয়া যায় না। পরে সে বলে আমি ঘুমিয়ে ছিলাম, ওয়াশরুমে ছিলাম, গোসল করতে ছিলাম।ফোনে না পাওয়ার আরো নানান কারণ থাকতে পারে। কিন্তু সেটা দিয়ে আমাদের লাভ কি? ডেলিভারি ম্যান তখন তাকে ফোনে না পেয়ে রিটার্ন চলে আসে, এবং ডেলিভারি চার্জ আমাদের পকেট থেকে কাটা হয়। আমরা ক্ষতিগ্রস্ত হই।(তাই ডেলিভারি চার্জ আগে নেওয়া যোক্তিক)

★অনেকে আবেগের বসে অর্ডার করে ফেলেন।আমরা ডেলিভারি তো দিয়ে দেই।।পরদিন নক করে বলে ভাইয়া আমি টাকা খরচ করে ফেলেছি ডেলিভারি এখন নিতে পারবো না আপনি অর্ডার ক্যান্সেল করে দেন।তখন পণ্য ফেরত আসে। ক্ষতিগ্রস্ত হই আমরা (তাই ডেলিভারি চার্জ আগে নেওয়া যৌক্তিক)

★অনেকেতো ইচ্ছে হলো আর অর্ডার করে দেয়, আগে-পিছে ভাবেইনা।শুধু হয়রানি করার উদ্দেশ্যে অর্ডার করে। কারণ এরকম অনেক কাস্টমার আছে অর্ডার করার পর ডেলিভারি ম্যান এর ফোন পেয়ে ওই নাম্বারের ফোন আর জীবনেও ধরেনি। ক্ষতিগ্রস্ত আমরা হই। (তাই ডেলিভারি চার্জ আগে নেওয়া যৌক্তিক)

★আর তার থেকে বড় কথা হল আপনি যদি পণ্য নেওয়ার উদ্দেশ্যে অর্ডার করেন,তাহলে এখন হোক আর ডেলিভারির সময় হোক ডেলিভারি চার্জ তো আপনাকে দিতে হবেই"তাহলে কেন দিচ্ছেন না??

★যারা রিয়েল ব্যবসায়ী তারা কখনো আপনার ৮০-১০০
টাকা মেরে খাবেনা"তারা পরিশ্রম করে ইনকাম করে"

👉তবে প্রতারকচক্র থেকে সাবধান।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Sm munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sm munna:

Share