বাংলাদেশ কওমী মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Fulbaria
  • বাংলাদেশ কওমী মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদ

বাংলাদেশ কওমী মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদ কওমীর স্বকীয়তা রক্ষা, ফিকরে দেওবান্দের আলোকে কওমী ছাত্রদের গঠণে বদ্ধ পরিকর৷

ঈদ মোবারাক
31/03/2025

ঈদ মোবারাক

01/12/2024

রাজনীতিতে শক্তি অর্জন বিকল্প নেই। শক্তি ছাড়া কিছুই মিলবে না।

13/11/2024
উপদেষ্টা নাহিদের বক্তব্য ও প্রথম আলো নিয়ে সাংবাদিক ইলয়াস হোসাইনের আজকের ভিডিও দেখুন https://youtu.be/uFZ_5aQuecc?si=el73...
30/10/2024

উপদেষ্টা নাহিদের বক্তব্য ও প্রথম আলো নিয়ে সাংবাদিক ইলয়াস হোসাইনের আজকের ভিডিও দেখুন

https://youtu.be/uFZ_5aQuecc?si=el73XjKNnfPQoM05

মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’পালন করুন,বিপদের মুহূর্তে মানুষের পাশে  দাঁড়ানো দাঁড়াতে পা...
12/10/2024

মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’পালন করুন,বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো দাঁড়াতে পারেন।……...............জনাব সাজ্জাদুর রহমান
যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক সিলেট

সিলেট শহরের অন্তর্গত ৪ নং ওয়ার্ড হাউজিং এস্টেট এলাকায় উম্মুল কুরা একাডেমিতে চেতনা যুব পরিষদের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন হয়েছে।

আজ শনিবার 14 অক্টোবর সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।

এসময় প্রায় ২ শতাধিক ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে, শিক্ষার্থী অভিভাবক শিক্ষক ও সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়।
চেতবা যুব পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদের পরিচালনায় এই ব্লাড গ্রুপ নির্ণয়
অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক তেলাওয়াত করেন একাডেমি শিক্ষার্থী সমায়ুন আহমেদ।

আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সায়েফ বখত চৌধুরী বলেন, আমাদের দেশে বছরে রক্তের চাহিদা আনুমানিক ৮-১০ লাখ ব্যাগ। দেশের জনসংখ্যার তুলনায় এ চাহিদা একেবারেই নগণ্য। তবে এখনো স্বেচ্ছা রক্তদানে ঘাটতি রয়েছে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই স্বেচ্ছা রক্তদাতা বৃদ্ধি করে এ চাহিদা মেটানো সম্ভব।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল হাসিব সাহেব বলেন, নিয়মিত রক্তদানে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণেরও বেশি কমে যায়। তার পরেও রক্তদানে অনাগ্রহী বেশির ভাগ মানুষ। তবে প্রয়োজনীয় রক্তের চাহিদা আমরা এখনো মেটাতে পারছি না। অথচ রক্তদানের জন্য ইচ্ছাশক্তিই যথেষ্ট। ধর্মীয়ভাবেও রক্ত দান অত্যন্ত পুণ্যের কাজ।

উম্মুল কুরা ফাউন্ডেশনের পরিচালক আহমাদুল উমামা বলেন রক্তদানের ব্যাপারে জনসচেতনতা সর্বত্র ছড়িয়ে দেওয়া প্রয়োজন। একটি জনগোষ্ঠীর অল্প কিছু অংশ মানুষ যদি নিয়মিত রক্তদান করেন তাহলেই রক্তের অভাবে কোনো মানুষের মৃত্যু হবে না। আমাদের ছোট্ট একটু ত্যাগ স্বীকার হাসি ফোটাতে পারে লাখো মানুষের জীবনে

“মানবতার টানে সদা প্রস্তুত মোরা রক্তদানে’ এই স্লোগান ধারণ করে “চেতনা যুব পরিষদ কাজ করে যাচ্ছে। মানুষকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ মাইকিং এবং রক্ত গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্ত জোগাড় করে দেয়া, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার যুগ্ন পরিচালক জনাব সাজ্জাদুর রহমান সাহেব বলেন, যে মহৎ উদ্যোগ নিয়ে এ কর্মসূচি গ্রহণ করলাম সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
একটি মানুষও যাতে রক্তের অভাবে মারা না যান সে বিষয়ে সচেতনতামূলক কার্যপরিধি ক্রমান্বয়ে বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

, এ কর্মসূচির মুখ্য উদ্দেশ্যই হলো মানবতার সেবায় নিজেকে এগিয়ে আনতে সচেতনতা তৈরি করা।

এক্ষেত্রে শিক্ষার্থীরা যে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ জন্য তিনি শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
, এ ধরণের মহতি উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সকল ধরণের সহযোগিতা নিশ্চিত করা হবে যাতে যেকোন সংকটে শিক্ষার্থীরা রক্তের যোগান নিশ্চিত করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি বছর ৯ কোটি ২০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। আর বাংলাদেশে বছরে ৮ থেকে ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন যেখানে পাওয়া যায় ৬ থেকে সাড়ে ৬ লাখ মাত্র। অতিরিক্ত রক্তের জন্য সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের উপকারিতার কথা তুলে ধরার পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।
উল্লেখ্য, বাংলাদেশে সরকারিভাবে ২২৩ টি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র (ব্লাড ব্যাংক) রয়েছে।

রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাউজিং এস্টেট সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওলায়েত হোসেন লিটন, প্রবাসী কমিউনিটি নেতা ও হার্ট ফাউন্ডেশন এর ফাউন্ডার জনাব আজাদ আলী।

উম্মুল কুরা একাডেমি শিক্ষক ইস্ট পয়েন্ট কলেজের ইংরেজি প্রভাষক হাফেজ মাওলানা সৈয়দ হোমহাম সাহেব একাডেমির শিক্ষক সুলতান আহমেদ স্যার
চেতনার সহ সাংগঠনিক সম্পাদক হাকিম আফরোজ হোসেন, বিশিষ্ট সমাজসেবী বসুন্ধরা মটরস এর পরিচালক তোফায়েল আহমেদ, আব্দুল মুকিত অপি এডভোকেট, আব্দুল সুবহান আজাদ, সহ সভাপতি চেতনা, সাইফুল করিম চৌধুরীর হায়াত, মুক্তা আহমদ, লুতফুর রহমান, আখলাকুল আম্বিয়া, প্রিন্সিপাল উম্মুল কুরা একাডেমি মাওলানা আহমদ নাজি প্রমুখ

অন্তরের অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ।  গতরাত এমন সময় তীব্র গরমে  অস্থিরতায় পোষ্ট দিয়েছিলেন।তীব্র গরমে  লোহিত আবহা...
21/09/2024

অন্তরের অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ।
গতরাত এমন সময় তীব্র গরমে অস্থিরতায় পোষ্ট দিয়েছিলেন।তীব্র গরমে লোহিত আবহাওয়ার কারণে ঘুমাতে পারিনি। গরমে অতিষ্ঠ ছিলেন সবাই। ফ্যানের নিচে বসে শরীর থেকে ঘাম ঝরছে।

আজ আল্লাহ রাব্বুল আলামীন শীতল ঠান্ডা বাতাস বৃষ্টি প্রেরণ করে করে পৃথিবীকে শান্ত শীতল করে দিয়েছেন।
আল্লাহ তায়ালা বলেন
ولو ان اهل القرى امنوا واتقوا
এই শহর নগর গ্রামবাসী প্রকৃত ঈমানদার হয় এবং সমাজের মানুষগুলো আল্লাহর ভয় অন্তরে কেঁপে ওঠে।
( পরকালে আল্লাহর আদালতে জেরায় জবাবদিহি করতে হবে এই এজন্য অপরাধ গোনাহ বর্জন করে)
لفتحنا عليهم بركات من السماء

তাহলে আমি আল্লাহ তায়ালা এই জনপদে আসমান থেকে অনেক বারাকাত দিয়ে ভরপুর করে সুখী সমৃদ্ধ একটা জনপদ বানিয়ে দিব।

তাই আমাদের উচিত সকল তন্ত্র মন্ত্র মতবাদ বাদ দিয়ে ব্যক্তি ও দুনিয়ার স্বার্থ জলাঞ্জলি দিয়ে আল্লাহর পথে ফিরে আসা
কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে জীবন পরিচালিত করা। সুখের সমৃদ্ধ শান্ত সমাজ বিনির্মাণে আল্লাহ প্রদত্ত সমাজ বিনির্মাণে আমাদের প্রকৃত ঈমানদার হতে হবে।


আল্লাহ যেভাবে এই অশান্ত পৃথিবীকে মুহূর্তের মাধ্যই ঠান্ডা বাতাস দিয়ে শান্ত করে দেন, জীবন পরিবার-পরিজন আত্মীয় সংসার সবকিছুই আল্লাহ রাব্বুল আলামীন বরকত দ্বারা ভরপুর করে দিবেন।
এই সমাজ শান্তির সমাজ হবে। যদি আমরা আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর পক্ষ থেকে বিধি বিধান আইন কানুন মেনে চলা শুরু করি আল্লাহ তায়ালা সাহায্য করেন।

আহমদুল হক
উম্মুল কুরা একাডেমি সিলেট

আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত,দুনিয়ার জীবনে মুমিন মুসলমানদেরকে দৈহিক, অর্থনৈতিক, পারিবারিক, একটু মছিবত কষ্ট  পেরেশান...
19/09/2024

আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত,দুনিয়ার জীবনে মুমিন মুসলমানদেরকে দৈহিক, অর্থনৈতিক, পারিবারিক, একটু মছিবত কষ্ট পেরেশানিতে পড়তে হয়।
আল হাদিস

গত বৃহস্পতিবার থেকে আজ এক বৃহস্পতিবার। উসমানকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম এখন আমার বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি আছি।দুটি অপারেশন হয়েছে। শরীর অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে দুটি অপারেশনের ধকল সইতে হবে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ফিরতে আবার অনন্ত পথের পথিক হতে হবে।

আলহামদুলিল্লাহ  অত্যন্ত আনন্দের সাথে  জানাচ্ছি এই প্রথম আমরা সীমিত পরিসরে একটি আয়োজন করতে যাচ্ছি। আজ  আমাদের উম্মুল কুর...
18/09/2024

আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই প্রথম আমরা সীমিত পরিসরে একটি আয়োজন করতে যাচ্ছি। আজ আমাদের উম্মুল কুরা একাডেমির শিক্ষার্থীদের হাতে নবীজির সিরাত বিষয়ক প্রতিযোগিতার জন্য ১৩১টি প্রশ্ন উত্তর সম্মিলিত শীটের প্রিন্টকপি ক্লাসে ক্লাসে পৌঁছে দিয়েছি।

আমাদের অভিভাবক বৃন্দের প্রতি বিশেষ নিবেদন, আপনারা এই শীট থেকে তাদেরকে প্রশ্ন উত্তরগুলি মনোযোগ দিয়ে পড়তে দিবেন।
সন্তানরা যেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করতে পারে। বিজয়ী হতে পারে।
পাশাপাশি জীবন চরিত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ।
নবীজির ভালোবাসা তাদের অন্তরে গেঁথে উঠবে ইনশাআল্লাহ।
এবং যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানান তাহলে আমরা, সিরাত বিষয়ক প্রশ্নোত্তর সম্বলিত পিডিএফ কপিটি আমরা আপনাদের কাছে দিয়ে দিব ইনশাআল্লাহ
আগামীতে বিশাল আকারে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয়ীদের মধ্যে উমরাহ সফর সহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

বিশিষ্ট ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে সীরাত সেমিনারের আয়োজন ও পুরস্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

সিরাত বই সংগ্রহ পাঠপ্রতিযোগিতা, সিরাত বিষয়ক সেমিনার , কুইজ প্রতিযোগিতা, সিরাত বিষয়ক মিডিয়া সেন্টার,সীরাত বিষয়ক ত্রৈমাসিক সাময়িকি, নবীজির জীবনী সীরাত বিষয়ে রচিত আরবি বাংলা ইংলিশ উর্দু ভাষায় রচিত সিরাত গ্রন্থগুলো দিয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরী

সীরাত বিষয়ে আলোচনা সভা ও নানা কার্যক্রম পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ একটি সিরাত ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে।

আল্লাহ তায়ালা কবুল করেন। নবীজির শাফায়েত লাভ ও নবীজির ভালোবাসা ছড়িয়ে দিতে আমাদের এই পরিকল্পনাগুলো আল্লাহ তায়ালা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলেই মিলে নাবিজির মিশন সাকসেস করতে আমরা কাজ করবো ইনশাআল্লাহ।

এক মাস পূর্ণ হল, বিজয়ী ছাত্র-জনতার সাথে গনভবনে আসরের নামাজ শেষে দোয়া শেষে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম। ইতিহাসের অমর...
06/09/2024

এক মাস পূর্ণ হল, বিজয়ী ছাত্র-জনতার সাথে গনভবনে আসরের নামাজ শেষে দোয়া শেষে স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম। ইতিহাসের অমর এই দিনে ভাবছিলাম ক্ষমতা কি জিনিস, হাতছাড়া হয়ে গেলে সবকিছু মাটির সাথে মিশে যায়। দুনিয়ার জীবনেই ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যায়. আপন জান বাঁচা, যেন কোরআনের আয়াতগুলো পাঠ করছি,

ما اغنى عني ما ليه
ধন সম্পদ শক্তি সমর্থক কী প্রয়োজনে আসলো
اهلك عني سلطاني
রাজত্ব ক্ষমতা সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে

সাথে ছিলেন মুজাহিদ তালুকদার। তার চাচাতো ভাই ছোট্ট একটি মেয়ে রেখে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিত শহিদ হয়েছেন।

দেশজাতির কথা ভাবনা রত অবস্থায় মামাতো ভাই মরগুব আহমদ ছবিনিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। তখন আর ছবিটি দেখার সুযোগ হয় নাই আজকে হঠাৎ করে হিস্টোরি খুঁজতে গিয়ে পাইলাম ছবিটি।

16/08/2024

অনেক সুখের অভিজ্ঞতা - অনেক তিক্ত অভিজ্ঞতা হলো

মা মারা গিয়েছেন। ছেলে কারাবন্দি আছেন।
মায়ের মৃত মুখ ছেলে দেখবে এই ব্যবস্থা করতে
গতকাল ১২:০০ টা, আমার কাছে ফোন আসলো কিছু একটা করে প্যারালো মুক্তি ব্যবস্থা করতে। সেই রাত ১২ টা থেকে বৃষ্টিতে ভিজে সেনা অফিসার ও পুলিশের ওসি, সহকারী পুলিশ কমিশনার, ডিসি সিলেট সহকারী ডিসি অফিস ও বাসা দৌড়ঝাপ করতে করতে রাত শেষ করে। আবার সকাল আটটা থেকে বিভিন্ন অফিসে।

বিভিন্ন নেতাকর্মীদের সাথে দলের বড় বড় সিনিয়র নেতাদের সাথে ফোনের ওপরে ফোন কথা বলতে বলতে রাত-দিন পার করে অবশেষে আমার এক মুসল্লী ভাই ডিসি অফিসারের কর্মকর্তা। উনার ধ্যমেই মায়ের মৃত চেহারা দেখার অনুমতি মিলে।।

কাউন্সিলর নির্বাচনের পরিচয়, রাজনৈতিক সামাজিক পরিচয়। উপরের লিংক এর পরিচয় দিতে হয়েছে এ সামান্য একটা বিষয়ের জন্য। অথচ দেশ থেকে জুলুমের শাসন চলে গিয়েছে বলে আমরা এখনো আনন্দ উল্লাসে বিজয় উদযাপন করছি । অথচ প্রশাসনিক কর্মকর্তা সহ জেলের অফিসের কর্মকর্তা সাধারণ সদস্য সহ কেউই আমাদের নয়। আমাদের প্রতি দরদী নয় সম্মান। আমাদের সাথে পরিচয় নেই। যোগাযোগ নেই। সম্পর্ক নেই। আন্তরিকতা নেই।
তো কারো কারো রয়েছে চরম বিদ্বেষ। জেলের ভেতর আমার মোবাইল নিয়ে ভিতরে ঢোকার কারণে, তাদের ধারণা তো আমি আমার মোবাইল দিয়ে ছবি তুলছি, সামান্য বিষয় নিয়ে আমার সাথে কিছু ঘটে যেত ।।

মোবাইল চেক করে পিকচার পিকচার তুলছি প্রমাণ পাইতো । আর যদি জুলুম করার ক্ষমতা থাকতো, তাহলে হয়তো আমাকে জেলে আটকে দিত ।।

গতকাল রাত এগারোটা থেকে নিয়ে আজ বিকাল ৪ টা পর্যন্ত ধারাবাহিক প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট জাগায় জাগায় দরনা দেওয়া যোগাযোগ আলেম-ওলামা সবার সাথে যোগাযোগ করে দল-মত নির্বিশেষে অবশেষে মায়ের মৃত চেহারা বন্দী মাওলানা হাফিজ সৈয়দ সাহেব ।

১৬ বছর যাবত কারাগারে। এক সময় জিহাদের নামে অনেক আবেগ ছিল। সেই আবেগের কারণে অনেক বক্তব্য দিয়েছেন । মাথা গরম ছিল, উত্তেজনা ছিল টগবগে রক্ত ছিল। মাইক পাওয়ার পরে ভাষণে কাজে কর্মে বিরোধীদের প্রতি বাকবিতণ্ডা ও নানান হুমকি ধামকি দিয়েছেন।
সেটাকেই বিরোধীপক্ষ রাম বামরা পুুঞ্জি করে দলিল বানিয়ে। মিথ্যা ও রাজনৈতিক কিবরিয়া হত্যা মামলায় জঙ্গি মামলায় ফাঁসিয়ে দেয়। এরপর থেকেই কারাগারে বন্দি আছেন।

আমাদের ভবিষ্যৎ কর্মপদ্ধতি ফেসবুকে আবেগ যে কোন বিষয়ে অনলাইনে কামড়াকামড়ি প্রতিক্রিয়া দেখানো এবং দেখেনি আর হুমকি দেয়া। রাজপথে শুধু মাইক নিয়ে চিল্লাপাল্লা করা। কোন লাভ হবে না। এসব করে পায়ের তলার মাটি গুলো আরো নড়বড়ে হয়ে যায়। প্রশাসন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে আমাদের কোন মূল্যই থাকেনা।

অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া জনবল ছাড়া যোগ্য মেধাবী লোক ছাড়া পর্যায়ে আসলে কোন পাওয়ার নেই। বন্দী মুক্তি করতে যে পরিমাণ উপরের লিঙ্ক, অর্থ ব্যয় ও যোগ্য ব্যক্তির প্রয়োজন তা আমাদের নেই

পরিকল্পনা ছাড়া ফেসবুক নির্ভর কয়েকটি পোস্ট ও সামান্য কিছু সাময়িক উত্তেজনা দেখিয়ে এভাবে আর চলবে না।
দীর্ঘমেয়াদি কাজ করা এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য কিছু করে যেতে হলে ঐক্য প্রক্রিয়া সমর্থন করতে হবে। স্বার্থ পদ পদবী ও দুনিয়ার সামান্য কিছু লোভ লালসা এবং ফেস ভ্যালু এবং পরিচিতি বাড়ানোর ভাবনা এগুলাতে যদি এখনোও পর্যন্ত জলাঞ্জলি না দেওয়া যায়। উম্মতের দরদ এবং ভালোবাসার নিজেদেরকে আবৃত না করতে পারি। তাহলে আমাদের ভবিষ্যত খুবই অন্ধকার।

এদেশে আমাদেরকে হয়তো পরগাছা হয়ে থাকতে হবে, সংখ্যালঘু হয় যদি আমরা সচেতন না হয়।

এই কিশোরটির নাম আমজাদ।  আহত হয়েছিলো ৫ আগস্ট যাত্রাবাড়ীতে। পুলিশের গুলিতে মুখ বুক ও মাথা ঝাঝরা হয়ে গেছে। পায়ে গুলি লেগেছে...
14/08/2024

এই কিশোরটির নাম আমজাদ। আহত হয়েছিলো ৫ আগস্ট যাত্রাবাড়ীতে। পুলিশের গুলিতে মুখ বুক ও মাথা ঝাঝরা হয়ে গেছে। পায়ে গুলি লেগেছে এবং অপারেশন করতে হয়েছে। আবারও অপারেশন লাগবে।

তার সাথে দেখা করলাম ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ৩ তলায় ৩০১ নাম্বার ওয়ার্ডে। ৪ নাম্বার বেডে শুয়ে আছে।

পিতৃহীন এবং অস্বচ্ছল এই আহত কিশোরের পক্ষে অপারেশন ও চিকিৎসা ব্যয় নির্বাহ করা অসম্ভব। কয়েকজন এসে তাকে নিয়ে ফেসবুক লাইভ করে চলে গেছে। কিন্তু সে তার ভাইকে নিয়ে হসপিটালে পড়ে আছে।

কেউ কি সরকারের উর্ধতন কর্তৃপক্ষের নিকট এই পোস্ট পৌঁছাতে পারবেন? খুবই উপকার হত আমজাদের৷
মুহতারাম
সাইমুম সাদী

সারাজীবনের বয়ে বেড়াবে স্মৃতি।  নিষ্ঠুর নির্মম গণহত্যার ভেতর থেকে বেঁচে যাওয়ার ইতিহাস বলে যাবে অনন্তকাল। ছবিতে দেখুন বর্ব...
12/08/2024

সারাজীবনের বয়ে বেড়াবে স্মৃতি। নিষ্ঠুর নির্মম গণহত্যার ভেতর থেকে বেঁচে যাওয়ার ইতিহাস বলে যাবে অনন্তকাল।

ছবিতে দেখুন বর্বরোচিত হামলার শিকার ছেলেটার কি অবস্থা। বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বরিশাল হাতেম আলী কলেজ এর ছাত্র রবিউলকে অর্থিক সহায়তা করা হয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রতিদিন হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ হয়ে আহত অন্যান্য ছাত্রদের মাঝেও অর্থ প্রদান করা হয়েছে।

ছাত্রনেতা Ridwan Majharee Kawsar Ahmad সহ
ছাত্র জমিয়ত নেতা কর্মী সমর্থক ভাইদের এই কর্মতৎপরতা আল্লাহ তায়ালা কবুল করেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ কওমী মাদরাসা ছাত্র কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share