AL- QURAN আল কোরআন

AL- QURAN আল কোরআন ‏لا اله الا الله محمد رسول الله

02/04/2025

আর আমি যেন কুরআন তিলাওয়াত করি। অতঃপর যে সঠিক পথে চলবে, সে নিজের কল্যাণেই সঠিক পথে চলবে। আর কেউ গুমরাহ্ হলে তুমি বল, আমি তো সতর্ককারীদের একজন।(সূরা নামলঃ৯২)

02/04/2025

যারা সৎকাজ নিয়ে উপস্থিত হবে, তাদের জন্য আছে উৎকৃষ্টতর প্রতিদান, সেদিন তারা ভীতি শঙ্কা থেকে নিরাপদ থাকবে।
(সূরা নামলঃ৮৯)

02/04/2025

সিলিকন ডিভাইস যা বর্তমানে Ai প্রযুক্তি
যখন ঘোষিত শাস্তি তাদের উপর এসে যাবে তখন আমি মাটির গহবর হতে বের করব এক জীব, যা তাদের সাথে কথা বলবে; এ জন্য যে, মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী।(সূরা নামলঃ৮২)

31/03/2025

আল্লাহ কেন মানুষের দোয়া কবুল করেন না ?
তবে যারা যুল্‌ম করার পর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু(সূরা নামলঃ১১)

31/03/2025

কোরআন দিয়ে শুধু নামাজ পড়ার জন‍্য অথবা সূর করে মুখস্ত পড়ার জন‍্য আসেনাই।আল্লাহ বলেনঃ
এটা হেদায়াত ও সুসংবাদরূপে এসেছে মুমিনদের জন্য(সূরা নামলঃ২)

31/03/2025

নামাজ না পড়ার কথা আল্লাহ জিজ্ঞাস না করলেও আল্লাহ বলেনঃ”যে সৎকর্ম নিয়ে আসবে, সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে, এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমানেই প্রতিফল পাবে।(সূরা কাসাসঃ৮৪)

31/03/2025

ওমুক ,তমুক,দোয়ায় সওয়াব নাই , আল্লাহ বলেনঃআর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল, তার বলল, ধিক তোমাদেরকে, যারা ঈমানদার এবং সৎকর্মী, তাদের জন্যে আল্লাহর দেয়া সওয়াবই উৎকৃষ্ট। এটা তারাই পায়, যারা সবরকারী।(সূরা আল কাসাসঃ৮০)

31/03/2025

আল্লাহ কাকে ঘৃনা করেনঃ

অহংকার ‘দম্ভ করো না। নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের অহংকারীদের ভালবাসেন না’।
(সূরা কাসাসঃ৭৬)

31/03/2025

এবং সেই দিন তিনি তাদেরকে (অর্থাৎ বিধান দাতা আইন দাতা হিসাবে মান‍্য করেছে ) ডেকে বলবেন, কোথায় আমার (প্রভুত্বের) শরীকগণ, যাদের (শরীক হওয়ার) দাবি তোমরা করতে?
সূরা কাসাসঃ৭৮

31/03/2025

সৎ কর্মের মাধ‍্যমেই আল্লাহ তোমাদের কিছুটা দোষ ত্রুটি মুচে দিবেন ॥
আলকোরআন

কারন সেখানে অপরাধীদের প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মারা হয় ।
31/03/2025

কারন সেখানে অপরাধীদের প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মারা হয় ।

Address

Fulbaria

Telephone

+96550245043

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL- QURAN আল কোরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AL- QURAN আল কোরআন:

Share