
20/05/2025
দিনের শেষে, রয়ে যাই শুধু আমি-আর এই নিঃশব্দ, অদ্ভুতভাবে প্রিয় হয়ে ওঠা ছোট্ট জীবনটা। ধীরে ধীরে শিখে নিচ্ছি ভালোবাসতে এই একাকীত্বকে, এই আলো-ছায়ায় ভেজা বিকেলগুলোকে।🌿
আমি নিজেই একা একা সব গুছিয়ে নেই এখন.. দুঃখ, কষ্ট, ভালো-মন্দ-সব কিছু নিয়েই এই জীবনটা আমার। ভাঙা, গড়া, নরম, ক্লান্ত... তবু নিজের।🌼
তাই খুব যত্ন করেই নিজের যত্ন নেই। যেন নিজের অস্তিত্বকেই জড়িয়ে ধরি।🌻