
20/07/2025
বুবলি তার ফিল্ম ক্যারিয়ারের প্রথম সারির একজন নায়িকা এবং তার ক্যারিয়ার একটা ভালোর দিকে এসেছে,,সেই সময় তার সবচেয়ে বড় ভুল ডিসিশন হলো মিউজিক ভিডিও তে অভিনয় করা।
চিত্র নায়িকা মাহিয়া মাহি ছিলেন বাংলা সিনেমার প্রথম সারির নায়িকা এবং তার মুভি সব ধরনের দর্শক পছন্দ করতো, শাবনূরের পর মাহির অভিনয় সবাই পছন্দ করতো।
তিনি একমাত্র নায়িকা যার অনেক গুলো হিট মুভি আছে,যেখানে নায়কের তেমন ভুমিকা ছিলো না, তার অভিনয় দিয়ে চলতো। কিছু দিন গেপ দিয়ে শাকিব খানের "রাজকুমার" তে মায়ের চরিত্রে অভিনয় করে,, তার আর ক্যারিয়ারের নেই বললেই চলে।
চিত্র নায়িকা নুসরাত ফারিয়া "সুরঙ্গ" মুভির এক আইটেম গানে পারফর্ম করে, তার ও তেমন কোনো ক্যারিয়ার নেই বললেই চলে।
বুবলি কি আসলেই বুঝে শুনে কাজ গুলো করা উচিত।
বুবলির মাহিয়া মাহি ও নুরসাত ফারিয়া কথা টা মাথায় রাখা উচিত,,মাহি অনেক অনেক ভালো একজন অভিনেত্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে নায়িকা হয়ে এক সময় শাকিব খানের মুভির থেকে ভালো মুভি করেছে এবং ব্যবসা সফল মুভি উপহার দিয়েছে।আজ তার কিছু ভুল ডিসিশনের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে নাই হয়ে গেছে।
যদিও গান টা এখন ও দেখা হয়নি,, আসলে বলতে পারব কি জন্য ওনি কাজ করেছেন। নিশ্চয়ই ভালো গান হবে দেখে সে কাজ টা করছে।
(একজন ভক্ত হিসাবে প্রিয় অভিনেতা অভিনেত্রীর ভালো খারাপ দুই টা নিয়ে আলোচনা সমালোচনা করতে পারি)
"ময়না" গানের জন্য শুভকামনা।