17/05/2025
মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না!!
এই পৃথিবীতে যত প্রাণী আছে জন্মের পর তাদেরকে আলাদা করে কোন শিক্ষার প্রয়োজন পড়ে না পরিচয় ধারণ করতে,যেমন ধরুন- একটা পাখির ছানা পাখি হিসেবেই বড় হয়, একটা গরুর বাছুর গরুই হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, গাধার বাচ্চা গাধা হয়,বাঘের বাচ্চা বাঘ হয়, হরিণের বাচ্চা হরিণ হয় আরো এরকম অনেক পশুপাখি প্রাণী আছে যাদের জন্মের পরে আলাদা করে শিখানোর প্রয়োজন হয় না তুমি কোন স্বজাতির প্রাণী!!!ইভেন আমরা খুব সহজেই চিনতে পারি পার্থক্য বুঝতে পারি কোনটা বাঘ আর কোনটা গাধা!!!পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু সেই মানুষকে জন্মের পর থেকে শিক্ষা দিতে হয় মনুষ্যত্ব কি,মানুষের মত মানুষ হওয়া কি, কিভাবে প্রকৃত মানুষ হতে পারবে 😅 একবার ভাবুন যদি কোন পিতা মাতা ছোটবেলা থেকে তার সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা না দেয় তাহলে সে কিসে পরিণত হয় -"অমানুষ", হ্যাঁ ঠিকই বুঝেছেন!!! পশুপাখিদের সাথে থাকার চেয়েও ভয়ংকর মানুষের ভিড়ে অমানুষদের সাথে থাকা যাদেরকে দেখতে ঠিক মানুষের মতই তাই আপনি সহজে বুঝতে পারবেন না অমানুষকে!!! জীবনে কিছু করার ইচ্ছে থাকলে বা নিজেকে ভালো রাখার ইচ্ছে থাকলে অবশ্যই মানুষের মতো দেখতে যাদের কিন্তু মানুষ না তাদের থেকে দূরে রাখুন নিজেকে!!! কারণ কেউ কখনো আপনাকে ভালো রাখতে পারবেনা নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই দিতে হবে, ভালো থাকা শিখতে হবে আপনাকেই।। চারপাশে যারা থাকে তারা তো শুধু টেনে নামিয়ে আনার চেষ্টা করবে, উঠতে সাহায্য করবে না।। তাই মানুষ হয়েও মানুষের থেকে সাবধান!!!