Konok biswas

Konok biswas ~"ভদ্র সাঁজতে যেও না ,
কারণ ভদ্র সাঁজতে গেলে না বলতে পারবে না !! "

🙄
30/04/2024

🙄

আছে নাকি দেওয়া মতো কেও ?
26/04/2024

আছে নাকি দেওয়া মতো কেও ?

আপনি কি পেরেছেন নিচে জানান ? 🤣
26/04/2024

আপনি কি পেরেছেন নিচে জানান ? 🤣

26/04/2024

বাসর ঘরে তেলাপোকা দেখে 🦗🦗
বউ অজ্ঞান,😆😁
বউয়ের মুখে পানি দিতে গিয়ে
স্বামী অজ্ঞান।🤣
এখন প্রমাণ করো🤔
স্বামী কেন অজ্ঞান হলো???
😁😁😎😎😎

আছে নাকি কেও আপনার এমন বন্ধু ? Tag koro thakle -
26/04/2024

আছে নাকি কেও আপনার এমন বন্ধু ? Tag koro thakle -

ছেলেদের ক্লিন সেভ করার পর 🙂
26/04/2024

ছেলেদের ক্লিন সেভ করার পর 🙂

26/04/2024
🙃🥲
25/04/2024

🙃🥲

Konta tomar ?
25/04/2024

Konta tomar ?

কুষ্টিয়া হরিপুর সিগারেট খেতে নিষেধ করায় শিক্ষককেছুরিকাঘাতকুষ্টিয়ার আপডেট নিউজ🫵 কুষ্টিয়ায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ কর...
25/04/2024

কুষ্টিয়া হরিপুর সিগারেট খেতে নিষেধ করায় শিক্ষককে
ছুরিকাঘাত

কুষ্টিয়ার আপডেট নিউজ🫵
কুষ্টিয়ায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষক ও তার স্বজনদের ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এছাড়াও ওই শিক্ষকের বাড়িঘর ভাংচুর চালানো হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফারাজীপাড়ায় এঘটনা ঘটে।

ছুরিকাঘাতের শিকার শামীম হোসেন তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ও তার বড় ভাই শাহীন বিশ্বাস।

আহতদের রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,
শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারাজী পাড়া জামে মসজিদের পাশে একটি দোকানে এলাকার কয়েকজন যুবক সিগারেট খাচ্ছিল। এমন সময় ওই কলেজ শিক্ষক শামীম হোসেন তাদের সিগারেট খেতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এ পযার্য়ে এলাকার যুবক জয়, প্রান্ত, প্রান্থ, জিসান, হাবিবুর রহমান হ্যাপি সহ তারা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে ছুরিকাঘাত ও মারধর করে। এছাড়াও ওই কলেজ শিক্ষকের বাড়ি ঘর ভাংচুর চালিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজন শামীম ও তার ভাই শাহীন বিশ্বাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় রাতেই ওই কলেজ শিক্ষক শামীম হোসেন কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে এ মামলার ২জন আসামিকে পুলিশ রাতেই গ্রেফতার করে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, এ মামলার ২জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Konok biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Konok biswas:

Share