Madhusudan Bhowmik

Madhusudan Bhowmik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madhusudan Bhowmik, Digital creator, Fulbaria.

🎥 Madhusudan Bhowmik
Creative storyteller | Video Creator | Digital Visionary 🎬
Sharing inspiring stories, trending content & real value – one post at a time.
📍 Let's connect, create, and grow!

Hare Krishna 🙏This afternoon, I had the blessed opportunity to honor prasadam at the kind invitation of Niladri Dada, th...
25/06/2025

Hare Krishna 🙏
This afternoon, I had the blessed opportunity to honor prasadam at the kind invitation of Niladri Dada, the esteemed Vice President of Jagatbandhu Ashram.

It was a moment of great joy to reunite with one of my beloved Vaishnava brothers after a long time — sharing devotion, smiles, and divine grace together.

Radhe Radhe

🌿 ১. “নিজের কর্তব্য করো”"কাজে মন দাও, ফলে নয়।ফল তোমার হাতে নেই — দায়িত্বই তোমার আসল ধর্ম।"(গীতা ২.৪৭)🎙️ Voice Script:"কা...
12/06/2025

🌿 ১. “নিজের কর্তব্য করো”

"কাজে মন দাও, ফলে নয়।
ফল তোমার হাতে নেই — দায়িত্বই তোমার আসল ধর্ম।"
(গীতা ২.৪৭)

🎙️ Voice Script:
"কাজ করে যাও, ফল নিয়ে ভাবো না।
কারণ তোমার নিয়ন্ত্রণ কাজের উপর, ফলে নয়।
ফল চাওয়ার আগেই কাজটা নিখুঁত হওয়া উচিত।"
🔥 ২. “আত্মা অজেয়”

"যা জন্মায় না, মরে না, কাটে না, পোড়ে না — সেটাই আত্মা।
তাকে কেউ ধ্বংস করতে পারে না।"
(গীতা ২.২৩)

🎙️ Voice Script:
"তুমি কেবল এই দেহ নও — তুমি আত্মা।
এই আত্মাকে কেউ শেষ করতে পারে না।
তুমি শক্তিশালী, কারণ তোমার ভেতরে অজেয় কিছু আছে।"
🕊️ ৩. “মনকে জয় করো”

"যে নিজের মনকে জয় করেছে, তার জন্য মনই বন্ধু।
আর যে পারেনি, তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু।"
(গীতা ৬.৬)

🎙️ Voice Script:
"তোমার সবচেয়ে বড় শক্তি তোমার মন।
তুমি যদি ওকে নিয়ন্ত্রণ করো, তুমি জিতবে।
আর না পারলে — মনই তোমাকে হারিয়ে দেবে।"
🌟 ৪. “যা হচ্ছে, ভালোই হচ্ছে”

"যা ঘটেছে তা ভালো হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে,
আর যা হবে, সেটাও ভালোই হবে।
তোমার শুধু এখনটা ভালোভাবে করো।"

🎙️ Voice Script:
"জীবনে যা কিছু ঘটে, সবকিছুর পেছনে আছে এক মহাপরিকল্পনা।
তুমি শুধু নিজের কাজ করে যাও, বিশ্বাস রেখো — সব ঠিক সময়েই ঠিক হবে।"
💫 ৫. “তোমার উপর আমার ভরসা”

"যে আমাকে পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে স্মরণ করে, আমি কখনো তাকে ছেড়ে যাই না।"

🎙️ Voice Script:
"বিশ্বাস রেখো — যদি তুমি সত্য মন থেকে ডাকো,
আমি তোমার পাশে থাকবো সবসময়।
ভক্তির শক্তি কখনো ব্যর্থ হয় না।"

11/06/2025
শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাত্ স্বনু্ষ্ঠিতাৎ।স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ॥🇧🇩 বাংলা অনুবাদ:নিজের ধর্ম (দায...
11/06/2025

শ্রেয়ান্ স্বধর্মো বিগুণঃ পরধর্মাত্ স্বনু্ষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ॥

🇧🇩 বাংলা অনুবাদ:
নিজের ধর্ম (দায়িত্ব), যদি ত্রুটি যুক্তও হয়, তবুও তা অন্যের ধর্ম (দায়িত্ব) সুন্দরভাবে পালন করার চেয়ে শ্রেয়।
নিজের ধর্মে মৃত্যুও কল্যাণকর, কিন্তু অন্যের ধর্ম পালন সর্বদাই বিপজ্জনক।

🧠 এই শ্লোকের সারমর্ম:
ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে, একজন ব্যক্তির নিজের প্রকৃতি অনুযায়ী দায়িত্ব পালন করাই শ্রেষ্ঠ। অন্যের জীবনধারা বা দায়িত্ব অনুকরণ করলে তা বিপদের কারণ হতে পারে।

https://www.youtube.com/

Radhe Radhe

🌙 ঈদ মোবারক!Grow Bangladesh-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা।আনন্দ ও সফলতায় ভরে ...
06/06/2025

🌙 ঈদ মোবারক!
Grow Bangladesh-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা।
আনন্দ ও সফলতায় ভরে উঠুক আপনার জীবন। 💚

োবারক

কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রী ...
04/06/2025

কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রী কৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুন কে, কর্ণের উপর বান মেরে হত্যা করার নির্দেশ দেন।

অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একেরপর এক বান নিক্ষেপ করে। যা কর্ণ কে ভয়ংকর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে।

মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রী কৃষ্ণ কে প্রশ্ন করেন, "এই তুমি ভগবান? এই তুমি করুনাময়? এই তোমার ন্যায্য বিচার ! যে একজন নিরস্ত্র কে হত্যা করার পরামর্শ দাও ? "

সচ্চিদানন্দময় ভগবান শ্রী কৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, "চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমুন্যও নিরস্ত্র হয়ে গেছিলো, যখন সকলে মিলে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছিলে... তাঁর মধ্যে তুমিও ছিলে । তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলো কর্ণ ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার বিচার।"

অতএব... কর্ম করুন ভেবেচিন্তে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রনা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে.... আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন।

Good morning Radhe Radhe
02/06/2025

Good morning
Radhe Radhe

Radhe Radhe
30/06/2024

Radhe Radhe

এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিজিটাল মার্কেটিংকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এ....

ImageryPost Production SolutionClipping Path service provider, reduces your cost. Worldwide Clipping Path, we specialize...
16/08/2023

Imagery
Post Production Solution
Clipping Path service provider, reduces your cost. Worldwide Clipping Path, we specialize in eCommerce Photo editing, Apparel & Clothing, Accessories…

Address

Fulbaria

Telephone

+8801731840166

Website

https://worldwideclippingpath.com/, https://growbangladesh.com/, https://masaraswati.

Alerts

Be the first to know and let us send you an email when Madhusudan Bhowmik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madhusudan Bhowmik:

Share