
23/07/2025
এই ছবিটা ভয়ংকর!
প্রচণ্ড ভয়ংকর।
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের চারপাশে প্রায় প্রতি দশক বা তার বেশী সময়ে জনবসতি কী পরিমাণে বেড়েছে, স্যাটেলাইটের চোখ থেকে তাকালে তা এভাবে দেখা যায়। এটা দেখার পরেও যাদের হুশ হবে না, তাদের আর কখনোই হুশ হবে না।