06/02/2024
কখনো কখনো চারপাশের কোলাহল, হৈচৈ এর এর মাঝেও নিজেকে একলা মনে হয়। নির্দিষ্ট একজন মানুষের শূন্যতায় নিজেকে শূন্য শূন্য লাগে। হাজার জনের ভীরেও সেই একজন কে চোখ দুটো খুঁজে বেড়ায়।
তাকে দেখার জন্য মন মরিয়া হয়ে উঠে। তাকে স্পর্শ করার জন্য হাত নিশপিশ করে। তার গায়ের ঘ্রান পাওয়ার জন্য মাথা মাথা ঝিমঝিম করে।
মনে হয় তাকে একবার জড়িয়ে ধরতে পারলেই সে সব ভুলে সব দূরত্ব এক নিমিষে মিটিয়ে দেবে। আবার আগের মতো সেই মানুষটার পুরো আকাশ জুড়ে শুধু আমার রাজত্ব চলবে।❤️🩹