
17/07/2024
একজন প্রাইম মিনিস্টারের মুখের ভাষা বস্তিদের মতো হবে কেন? বস্তিদের ভাষা না হয় অভাব অনটন আর পরিবেশ পরিস্থিতির কারণে ওরকম হয়। কিন্তু ইনি তো বাপের দিয়ে যাওয়া সোনার বাংলার সোনা লুটপাট করে করে আঠারো কোটি মানুষের অধিকার ভক্ষণ করেছেন।
তারপরও "মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতনিদের কেউ মেধাবী নেই? যত রাজাকারের বাচ্চারা হলো মেধাবী, তাই না? " কথাটা উচ্চারণ করতে গিয়ে উনার ফেসিয়াল এক্সপ্রেশন আর উচ্চারণের ভঙ্গিমা এত জঘন্য বিশ্রী হবে কেন?
যার এমন ভাষা, তিনি কি করে মেধাবীদের মূল্যায়ন করবেন সত্যিই প্রশ্ন থেকে যায়।