21/07/2025
রাত ১২টার আগেই মাহরিন মিস চলে গেলেন... তবে রেখে গেলেন ইতিহাসে অমর এক ভালোবাসার গল্প।
🔥 জীবন বাজি রেখে শিশুগুলোর জন্য আগুনে ঢুকেছেন বারবার, মায়ের স্নেহ, শিক্ষিকার দায়িত্ব আর একজন নারীর অদ্ভুত সাহস — সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন "ভালোবাসার শহীদা"।
🧕🏽 যখন আগুন লেলিহান, চারপাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে — তখনো তিনি ফেরেননি… ফিরিয়ে আনছেন শিশুকে, আরেকটা শিশু... আরেকটা... শেষে নিজেই পুড়ে গেলেন ৮০%। তবুও থামেননি, ডাকছিলেন, "আরো বাচ্চা আছে ভিতরে!"
❌ কেউ চাইলেও এমন ভালোবাসা দিতে পারে না। ✅ এটি এক মায়ের জন্মগত স্নেহ — যা তিনি নিজের সন্তানের বাইরেও বিলিয়ে দিলেন।
🕊️ মাহরিন (Mehreen) একটি ফার্সি নাম — যার অর্থ “সূর্যের মতো” আর সত্যিই… তিনি আলো ছড়িয়ে গেলেন নিজের সবটুকু পুড়িয়ে দিয়ে!
📖 রাসুলুল্লাহ ﷺ বলেছেন: "পাঁচ ধরনের মৃত্যু শহীদের মৃত্যু: প্লেগ, পেটে রোগ, ডুবে যাওয়া, ধ্বসে যাওয়া এবং আগুনে পুড়ে মৃত্যু।"
📚 সহীহ বুখারী: ২৮২৯ | সহীহ মুসলিম: ১৯১৪
👉 আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাহরিন মিস শহীদের মর্যাদা পেয়েছেন।
🖋️ "জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন — এটাই হয়তো একজন আদর্শ শিক্ষিকার চূড়ান্ত সংজ্ঞা!"
🌸 তিনি চলে গেলেন… কিন্তু রেখে গেলেন ভালোবাসা, আত্মত্যাগ আর সম্মানের এক উজ্জ্বল কাহিনী।
📌 আমরা কৃতজ্ঞ
তুমি সত্যিকারের নায়িকা। তুমি আমাদের গর্ব।
তুমি আমাদের শিক্ষা। তুমি শহীদ।
🔖