Rumana’s Daily Iifestyle

Rumana’s Daily Iifestyle keep your face always toward sunshine � and shadows will fall behind you .....
(1)

আমাদের নয় বোনের একমাত্র ভাই  al Towab এর আজ জন্মদিন 🥳  জন্মদিনের অনেক অনেক শুভকামনা ভাইয়া, যদিও তুই ছোট বেলা থেকে মারত...
10/08/2025

আমাদের নয় বোনের একমাত্র ভাই al Towab এর আজ জন্মদিন 🥳 জন্মদিনের অনেক অনেক শুভকামনা ভাইয়া, যদিও তুই ছোট বেলা থেকে মারতে মারতে আমার কলিজা কালো করে দিছো তারপর ও তোকে ভালোবাসি, ভালো থাকিস সব সময় , জীবন টা খুব সুন্দর হোক , খুব খুব ভালো কাটুক, সেই দোয়া রইল, আমিন

My Mother , My powerhouse, her countless sacrifices made me what I am today, Love you ma ❤️আমার মা , অনেক ভালোবাসি ❤️ তো...
01/08/2025

My Mother , My powerhouse, her countless sacrifices made me what I am today, Love you ma ❤️

আমার মা , অনেক ভালোবাসি ❤️ তোমাকে, ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা , দোয়ার দরখাস্ত রইল আমার মায়ের জন্য 🙏

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি এবং ভিডিও  ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।...
30/07/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি এবং ভিডিও ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।
সবাই শেয়ার করেন বেশি বেশী করে

আর্মি রা আমাকে যেতে নিষেধ করেছিল কিন্তু আমি যাই, তখনও আমার বন্ধু বেঁচে ছিল, আমার বন্ধু আমাকে দেখে, হাসল আর তার শেষ কথা ট...
22/07/2025

আর্মি রা আমাকে যেতে নিষেধ করেছিল কিন্তু আমি যাই, তখনও আমার বন্ধু বেঁচে ছিল, আমার বন্ধু আমাকে দেখে, হাসল আর তার শেষ কথা টা বলল, “আমি জানতাম তুমি আসবে “।

শুধু ই ভালোবাসা এদের জন্য, জীবনের এতটা বছর পার হয়ে গেল কিন্তু এমন বন্ধু কি একজনও পেয়েছি …..

ধারনা করা হচ্ছে এই ফুল গুলো জান্নাতের ফুল হয়ে গেছে, কারন এদের ক্লাসের উপরই বিমান টা পড়ে গিয়ে স্কুলে আগুন লেগে যায় 😢আ...
22/07/2025

ধারনা করা হচ্ছে এই ফুল গুলো জান্নাতের ফুল হয়ে গেছে, কারন এদের ক্লাসের উপরই বিমান টা পড়ে গিয়ে স্কুলে আগুন লেগে যায় 😢আল্লাহ তুমি সহায় হও 🙏

Please share and help    fans
22/07/2025

Please share and help fans

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ- এ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ঘটনার সময় স্কুলের ক্লাসে ছিল কেউ কোনো খোঁজ পেলে দয়া করে জান...
22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ- এ ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ঘটনার সময় স্কুলের ক্লাসে ছিল
কেউ কোনো খোঁজ পেলে দয়া করে জানাবেন। দোয়া করবেন।
👇👇
নাম: সাদ সালাহউদ্দিন
শ্রেণী: ৩য় (বাংলা মিডিয়াম)
কোড নং: ০২৬৭
সেকশন: ক্লাউড (মেঘ)
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ (উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাস)।
Copied.

রাত ১২টার আগেই মাহরিন মিস চলে গেলেন... তবে রেখে গেলেন ইতিহাসে অমর এক ভালোবাসার গল্প।🔥 জীবন বাজি রেখে শিশুগুলোর জন্য আগু...
21/07/2025

রাত ১২টার আগেই মাহরিন মিস চলে গেলেন... তবে রেখে গেলেন ইতিহাসে অমর এক ভালোবাসার গল্প।
🔥 জীবন বাজি রেখে শিশুগুলোর জন্য আগুনে ঢুকেছেন বারবার, মায়ের স্নেহ, শিক্ষিকার দায়িত্ব আর একজন নারীর অদ্ভুত সাহস — সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন "ভালোবাসার শহীদা"।
🧕🏽 যখন আগুন লেলিহান, চারপাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে — তখনো তিনি ফেরেননি… ফিরিয়ে আনছেন শিশুকে, আরেকটা শিশু... আরেকটা... শেষে নিজেই পুড়ে গেলেন ৮০%। তবুও থামেননি, ডাকছিলেন, "আরো বাচ্চা আছে ভিতরে!"
❌ কেউ চাইলেও এমন ভালোবাসা দিতে পারে না। ✅ এটি এক মায়ের জন্মগত স্নেহ — যা তিনি নিজের সন্তানের বাইরেও বিলিয়ে দিলেন।

🕊️ মাহরিন (Mehreen) একটি ফার্সি নাম — যার অর্থ “সূর্যের মতো” আর সত্যিই… তিনি আলো ছড়িয়ে গেলেন নিজের সবটুকু পুড়িয়ে দিয়ে!

📖 রাসুলুল্লাহ ﷺ বলেছেন: "পাঁচ ধরনের মৃত্যু শহীদের মৃত্যু: প্লেগ, পেটে রোগ, ডুবে যাওয়া, ধ্বসে যাওয়া এবং আগুনে পুড়ে মৃত্যু।"
📚 সহীহ বুখারী: ২৮২৯ | সহীহ মুসলিম: ১৯১৪
👉 আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাহরিন মিস শহীদের মর্যাদা পেয়েছেন।

🖋️ "জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন — এটাই হয়তো একজন আদর্শ শিক্ষিকার চূড়ান্ত সংজ্ঞা!"
🌸 তিনি চলে গেলেন… কিন্তু রেখে গেলেন ভালোবাসা, আত্মত্যাগ আর সম্মানের এক উজ্জ্বল কাহিনী।

📌 আমরা কৃতজ্ঞ
তুমি সত্যিকারের নায়িকা। তুমি আমাদের গর্ব।
তুমি আমাদের শিক্ষা। তুমি শহীদ।

🔖

আজ জান্নাতে ছোট্ট ছোট্ট সোনামনিদের এক লম্বা লাইন, ফুল গুলো অচিরেই ঝরে গেছে, জান্নাতের বাগানে ফুটে উঠেছে 💐 হে আল্লাহ তুমি...
21/07/2025

আজ জান্নাতে ছোট্ট ছোট্ট সোনামনিদের এক লম্বা লাইন, ফুল গুলো অচিরেই ঝরে গেছে, জান্নাতের বাগানে ফুটে উঠেছে 💐

হে আল্লাহ তুমি সন্তান হারা সব বাবা মাকে এই কষ্ট সইবার শক্তি দাও 🤲

কক্সবাজারে অথবা কুয়াকাটার সমুদ্রসৈকতে বিশাল বড় আকাশ সীমা ফেলে রেখে বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকার আকাশেই কেন প্রশিক্ষণ...
21/07/2025

কক্সবাজারে অথবা কুয়াকাটার সমুদ্রসৈকতে বিশাল বড় আকাশ সীমা ফেলে রেখে বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকার আকাশেই কেন প্রশিক্ষণ বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন করতে হবে এর উত্তর জাতী জানতে চায় , দয়া করে কেউ একটু এর সঠিক উত্তর জানাবেন


fans

Good night Muhammad SafwanWalk With SohelAkhi ChowdhuryAriful IslamMD Aslam MollahBiplob SahaMosammat TaslimaMD Abdul Wh...
12/07/2025

Good night Muhammad SafwanWalk With SohelAkhi ChowdhuryAriful IslamMD Aslam MollahBiplob SahaMosammat TaslimaMD Abdul Whaid JibonFiroj M AbdullahKibria SkKhadija AkterAbhijit GiriAnita BanikBiswajit BiswasDebi DasMd Asraful TalukderPapu DasRubana BegumGouri HalderMd. RAsel AhmedLeah Bacong YamiloMoumita RoySukhamoy Halder # #

Address

Fulbaria
1205

Telephone

+8801730900394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumana’s Daily Iifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share