
29/05/2025
২০১৪ সালের ৮ই মার্চ, মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370, ২৩৯জন যাত্রী নিয়ে রওনা দেয় কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে। সব কিছু ছিল একেবারে স্বাভাবিক। হঠাৎ করেই পাইলট বলে উঠে “Good night, Malaysian three seven zero”। এরপর… হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য! বিমানটির কোনো SOS, কোনো বিপদ সংকেতও পাঠানো হয়নি! পুরো প্লেনটি একেবারে নিঃশব্দে হারিয়ে গেল।
বিজ্ঞানীরা পরে দেখে, প্লেনটি রাডার থেকে হারিয়ে যাওয়ার পরও ৭ ঘণ্টা ধরে স্যাটেলাইটে পিং পাঠাচ্ছিল।
মানে প্লেনটি তখনো উড়ছিল…কিন্তু কোথায়? কেন? বছরের পর বছর চলে যায়। ইন্ডিয়ান মহাসাগরের তীরে কিছু ভাঙ্গা অংশ পাওয়া যায়…কিন্তু পুরো বিমান? যাত্রীরা? কেউ জানে না কোথায় তারা।
কেউ বলে পাইলট ইচ্ছাকৃতভাবে দিক পাল্টে আত্মহত্যা করেছে। আবার কেউ বলে, এটা হাইজ্যাক ছিল। আর কেউ বিশ্বাস করে, এটা ছিল একটা গভীর ষড়যন্ত্র — অথবা হয়তো কিছু এমন, যা এখনো মানুষ বুঝতে পারেনি।
সত্যিই কি এটা দুর্ঘটনা ছিল? নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ংকর সত্য? আজও MH370-পৃথিবীর কাছে এক বিশাল রহস্য।
© Whistle of Victory