ADUI লক্ষ স্থীর করে এগিয়ে যেতে হবে।

29/07/2025

সময়কে সম্মান জানানো মানেই 💯✅নিজেকে সম্মান জানানো। সময়ের সঠিক ব্যবহারে গড়ে ওঠে দক্ষতা, তৈরি হয় আস্থা। প্রতিটি পেশাজীবী মানুষকেই সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হয়।📌😍😇😄😃😂😀🥴




28/07/2025

"সময় থাকতেই কদর করুন, কারণ সময় চলে গেলে শুধু আফসোস থাকে!"



বড় ড্রাগন ফলের জন্য আপনি কী করেন?🟢 মৌমাছি নয়, এবার তুলিই ভরসা!📄ড্রাগন ফল বড়, রসালো আর মানসম্মত করতে হলে সময়মতো পরাগায়ন হ...
28/07/2025

বড় ড্রাগন ফলের জন্য আপনি কী করেন?
🟢
মৌমাছি নয়, এবার তুলিই ভরসা!
📄
ড্রাগন ফল বড়, রসালো আর মানসম্মত করতে হলে সময়মতো পরাগায়ন হওয়াটা খুব জরুরি। কিন্তু টানা বৃষ্টির কারণে মৌমাছিরা মাঠে আসছে না, ফলে প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হচ্ছে।
তাই আর অপেক্ষা না করে আমি নিজেই হাতে তুলে নিলাম তুলি। প্রতিটি ফুল থেকে যত্ন করে পরাগ সংগ্রহ করে অন্য ফুলে লাগিয়ে দিলাম।
এই ছোট্ট প্রচেষ্টাই ড্রাগন ফলের আকার ও গুণমান বাড়াতে সাহায্য করবে। প্রকৃতিকে একটু সহায়তা করলেই ফলন হতে পারে আরও চমৎকার।




27/07/2025

💯✅নিজের কাজ নিজে করলে ছোট মনে হতে পারে,
কিন্তু সেখানেই লুকিয়ে থাকে আত্মসম্মান আর স্বাধীনতার আসল মানে।📌😇😃🥴




25/07/2025

💯✅বৃদ্ধাশ্রম নয়, সন্তানের ঘরেই হোক বৃদ্ধের শেষ আশ্রয়📌😇😃😍😄😂🥴

বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, আর সন্তানদের হৃদয় ছোট হয়ে আসছে।
বাবা-মা যে ঘরে সন্তানদের বড় করেছেন, তাঁরা যেন সে ঘরেই শেষ জীবনটা কাটাতে পারেন—এটাই স্বাভাবিক।

একটা সমাজ তখনই এগোয়, যখন তা বৃদ্ধদের ভালোবাসে।

#বৃদ্ধাশ্রমবিকল্প
#পারিবারিকমূল্যবোধ
#ভালোবাসারঘর

23/07/2025

💯✅একটি বিমান দুর্ঘটনা কতটা ভয়ংকর হতে পারে, তা বুঝতে আমাদের বেশি কিছু লাগেনি—গত সোমবারই দেখেছি তার বাস্তব রূপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি অবতরণের সময়ই ঘটে মূল বিপর্যয়। এখনো বেশ কয়েকজন নিখোঁজ ও গুরুতর আহত অবস্থায় আছেন।

তথ্য যাচাই করে শেয়ার করা ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় মানবতা।📌😍❤️❤️❤️❤️❤️❤️❤️




22/07/2025

💯✅পাইলট শেষ মুহূর্তে চেষ্টা করেছেন লোকালয় এড়িয়ে যেতে।
তার সাহসিকতা প্রশংসার দাবি রাখে, কিন্তু প্রশ্ন থেকে যায়—এমন দুর্ঘটনা বারবার কেন ঘটছে?📌😇😂😍🥴😄😃❤️❤️❤️❤️

21/07/2025

💯✅গাছ শুধু ছায়া দেয় না, দেয় জীবনের প্রশ্বাস।📌😇😍🥴😄😃❤️❤️❤️❤️❤️
এসো, গাছ লাগাই—ভবিষ্যৎকে সবুজ রাখি।




19/07/2025

💯✅"ফেসবুকে আয় করতে পরিকল্পনা আছে?"📌😍😄🥴😇😃❤️❤️❤️❤️
ক্যাপশন: "শুধু কনটেন্ট না, সঠিক কৌশলই হলো মূল চাবিকাঠি!"




17/07/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

14/07/2025

যারা স্বপ্ন দেখে, তারাই ইতিহাস গড়ে।
হার মানার আগে চেষ্টা থামাবেন না।




14/07/2025

প্রকৃতির তুলি ছোঁয়া প্রতিটি পাপড়ি!

হ্যাশট্যাগ:




Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when ADUI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share