27/10/2024
মায়াদ্বীপ।
আশ্চর্য কি জানেন, ঢাকা থেকে একদিনে না, এক বেলায় গিয়ে ঘুরে আসা যায় সোনারগাঁওয়ের এই মেঘনা নদী ঘেরা অদ্ভুত সুন্দর চর মায়াদ্বীপ। আর সত্যি বলতে, মায়াদ্বীপে আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কাদের সাথে যাচ্ছেন, কয়জন যাচ্ছেন, এই বিষয়গুলোর উপর। কেন, তা বলছি।
ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বীপের পরিবেশ আসলে কতটা শান্তির। এখানে চাইলে গাছের ছায়ায় বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটিয়ে দেয়া যায়, এক কাপ চায়ের সাথে নদীর তাজা বাতাস উপভোগ করা যায়, দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসে বন্ধুরা মিলে ফুটবল খেলা কিংবা নদীর ঠাণ্ডা পানিতে দিব্যি এক দফা ঝাপাঝাপিও করে নেয়া যায়। দ্বীপে যাওয়া-আসার জন্য ছইসহ পাটি বিছানো নৌকাগুলোও ভীষণ সুন্দর! এখান থেকে ফেরার পথে হাতে সময় থাকলে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর, বড় সরদারবাড়ি ও পানাম নগরও ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন : ঢাকার গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে দোয়েল বাসে করে মোগরাপাড়া বাস স্ট্যান্ড নামবেন, ভাড়া ৬৫ টাকা। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত অটো ভাড়া ৪০-৫০ টাকা। ঘাট থেকে মায়াদ্বীপ (নুনেরটেক) যাওয়া-আসা ও চরে সময় কাটানো সহ ঘন্টা হিসেবে দরদাম করে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করতে হয়। আমাদের ক্ষেত্রে ২ ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলো ৫০০ টাকা।
মায়াদ্বীপে কিন্তু ছোট্ট সুন্দর একটা গ্রামও আছে। খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত হইহুল্লোর বা অন্য কোন কারণে স্থানীয় মানুষ কোনোভাবে বিরক্ত না হয়। হ্যাপি ট্রাভেলিং❤️