Aysha’s Empire

Aysha’s Empire I am a sarvent of Allah.Love to cooking,baking,gardening and crafting❤️❤️

📌এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশের রাজা ...
11/07/2025

📌এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশের রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে।
সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে। সময় গড়িয়ে গেল। পিতা বুড়ো হলেন, তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে। কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।
পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না। সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল। প্রতিদিন চুপিচুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগল।
একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন: "যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে!"
ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব? ছেলেটি এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল। বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।"
ছেলে বাবার কথা মতো কাজ করল। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতে নিল।
এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর আগা আর গোড়ার খুঁজে বের করো!"
ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"
ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল।
এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, "একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!"
এবার সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, "একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।"
ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উড়তে লাগল, ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগল!
রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, "তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে?"
ছেলে বলল, "মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন।"
ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান।
রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, "আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না!" এরপর থেকে সকল বৃদ্ধ-বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন।
শিক্ষা: অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।

Collected...... 🥰🥰🥰

✍️এক মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, "আপেলের দাম কত?"বৃদ্ধা উত্তর দিলেন, "৩০০ টাকা কেজি।"মহিলা বললেন, “আ...
11/07/2025

✍️এক মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, "আপেলের দাম কত?"

বৃদ্ধা উত্তর দিলেন, "৩০০ টাকা কেজি।"

মহিলা বললেন, “আমি ২৫০ টাকা দেব, না দিলে আমি চলে যাব, কিছুই নেব না।”

বৃদ্ধা করুণ চোখে উত্তর দিলেন, "আপনি যে দামে চান, তাতেই কিনতে পারেন। এটা আমার জন্য বউনি, কারণ আজ আমি একটাও আপেল বিক্রি করতে পারিনি। বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে, আমার কোনো কর্মক্ষম ছেলেও নাই। পরিবারের জন্য খাবার জোগাড় করতে আমাকে তাই আপেল বিক্রি করতেই হবে।"

মহিলা তার পছন্দের দামে ৫ কজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন।

তিনি আপেল নিয়ে হাজবেন্ডের সাথে তাদের বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপর একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন।

তারা রেস্টুরেন্টের সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন। যদিও তারা খেলেন সামান্যই, বেশিরভাগ খাবারই টেবিলে পড়ে থাকল।

তাদেরকে ৩৮০০ টাকা বিল দেওয়া হলো। মহিলা ৪০০০ টাকা দিয়ে এলেন এবং মুচকি হেসে মার্জিত রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন, "বাকিটা টিপস।"

এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার জন্য বড়ই নির্মম।

প্রশ্ন হলো, আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি, তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করি?

আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই?

কোনও এক মহৎ মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম :

আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন, যদিও তার ওইসব জিনিসের কোনো প্রয়োজন ছিল না।

তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন। আমি তখন অবাক হয়ে যেতাম। একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, "বাবা, তুমি কেন এটা করো?"

আমার বাবা উত্তর দিলেন, "ওরা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে। আমার তরফ এটা শুধুই দান নয়, সম্মান দিয়ে দান।"

আমি জানি আপনাদের অনেকেই এই বার্তা শেয়ার করবেন না, অনেকে হয়তো আমার দৃষ্টিভঙ্গির সাথে একমত ও হবেন না, কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এই গল্পটি পড়ার জন্য সময় দিয়েছেন তাহলে দয়া করে এই গল্পটি শেয়ার করুন। সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করছেন।
Collected

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন, হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে। আপনি মনে মনে বলে উঠলেন, "আ...
11/07/2025

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন, হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে। আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না। আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে। আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে! অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার! অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে। তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন। কে জানে?হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!

Collected❣️

07/07/2025

"হে আল্লাহ,
আমি আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে, দুনিয়ার ফেৎনা-ফাসাদ থেকে এবং কবরের আজাব হতে!"

[সহীহ্ বুখারীঃ ৫৮৮৮]

দুরুদ নিয়ে মদীনার এক ড্রাইভারের ঘটনা:মদীনায় একটি ট্যাক্সি ভাড়া নিলাম। ট্যাক্সি চড়তে গিয়ে লক্ষ্য করলাম ড্রাইভার একমনে গাড়...
04/07/2025

দুরুদ নিয়ে মদীনার এক ড্রাইভারের ঘটনা:

মদীনায় একটি ট্যাক্সি ভাড়া নিলাম। ট্যাক্সি চড়তে গিয়ে লক্ষ্য করলাম ড্রাইভার একমনে গাড়ি চালাচ্ছে আর বিড়বিড় করে কী যেন বলছে। আমি জানার জন্য একটু আগ্রহী হলাম।

কিছুক্ষণ পর বুঝতে পারলাম ড্রাইভার যিকির করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মদ…পড়ছে। এতো আস্তে আস্তে যিকির করছে যে, বুঝার কোনো উপায় নেই। আমার বুঝতে বেশ খানিকটা সময় লেগেছে।

গাড়ি থেকে নেমে ভাড়া দিতে যাবো। তখন কৌতুহলবশত তাকে জিজ্ঞেস করলাম, “আচ্ছা, তুমি যে সারাক্ষণ যিকির করো - দুরুদ পড়ো এর কোনো ফলাফল কি তুমি পেয়েছো? মানে, যিকির আর দুরুদের মাধ্যমে তোমার এমন কোনো লাভ কি হয়েছে যেটা তুমি আমাকে বলতে পারো?”

প্রশ্নটি করেছিলাম এটা জানার জন্য যে, যিকিরের ফলে সে কি কখনো দুর্ঘ'ট'নার হাত থেকে রক্ষা পেয়েছে কিনা, কিংবা তার উপার্জনে বরকত আসছে কিনা।

কিন্তু, তার উত্তর শুনে আমি তাজ্জব বনে গেলাম!
সে বললো, “স্যার, আমি আল্লাহর বান্দা, আমি ব্যবসায়ী নই।”

আমি বুঝতে পারলাম না এর মানে কী?
সে বললো, “স্যার, ব্যবসায়ীরা কিছু করলে লাভ-ক্ষতির হিসাব করে। লাভ হলে ব্যবসা করে আর না হলে সেই ব্যবসা ছেড়ে দেয়। কিন্তু আমি তো দুরুদ - যিকির করি রাসূলের উম্মত এবং ‘আল্লাহর বান্দা’ হিসেবে। এর বিনিময়ে আল্লাহ আমাকে কী দিবেন না দিবেন সেটা চিন্তা করি না। আল্লাহর বান্দা হিসেবে যিকির করাকে আমার দায়িত্ব মনে করি। এর বিনিময়ে আল্লাহ যদি আমাকে কিছু দেন তাহলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ।”

ড্রাইভারের কথা শুনে আমি মনে মনে ভাবলাম, কী সুন্দর চিন্তা তার। এমন বিনয়ী বান্দাকে নিশ্চয়ই আল্লাহ তায়ালা পছন্দ করেন।

(ইংরেজি থেকে অনূদিত)
— সংগৃহীত

ক্যাপ্টেন আবু বকর শফি – ৪০ বছর ধরে মালয়েশিয়া এয়ারলাইন্স উড়িয়েছেন । যেখানে অন্যরা ৫৮ বছর বয়সে অবসরের কথা ভাবে, সেখানে ...
30/06/2025

ক্যাপ্টেন আবু বকর শফি – ৪০ বছর ধরে মালয়েশিয়া এয়ারলাইন্স উড়িয়েছেন । যেখানে অন্যরা ৫৮ বছর বয়সে অবসরের কথা ভাবে, সেখানে তিনি নিলেন এক সাহসী আর হৃদয়ছোঁয়া সিদ্ধান্ত।

তিনি ছেড়ে দিলেন তাঁর সিনিয়র ক্যাপ্টেনের মর্যাদা, পেছনে ফেলে দিলেন অভিজাত পদমর্যাদা, আর নতুন করে শুরু করলেন এয়ারএশিয়াতে একজন জুনিয়র ক্যাপ্টেন হিসেবে। কারণ?

শুধু একটাই – নিজের দুই মেয়ে, সাফিয়া আমিরা আর সাফিয়া আনিসা’র পাশে, ককপিটে উড়তে চেয়েছিলেন তিনি। দুই মেয়েই তখন এয়ারএশিয়ার ফার্স্ট অফিসার।

ভাবুন তো, একজন বাবার জন্য এর চেয়ে গর্বের মুহূর্ত আর কী হতে পারে—যখন তিনি তাঁর দুই সন্তানের পাশে বসে, একসঙ্গে আকাশে উড়ছেন।

তাদের প্রথম ফ্লাইট—কুয়ালালামপুর থেকে কুচিং—হয়তো যাত্রীদের কাছে একটা সাধারণ যাত্রা ছিল, কিন্তু ক্যাপ্টেন আবু বকর আর তাঁর মেয়েদের জন্য এটা ছিল একটা স্বপ্নপূরণ, এক স্মৃতি যা সারা জীবন বয়ে বেড়াবেন তারা।

এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়—পদ, মর্যাদা, টাকা–সব কিছুই ম্লান হয়ে যায় যখন পাশে থাকে ভালোবাসার মানুষ আর তাদের সঙ্গে কাটানো মুহূর্ত।

ক্যাপ্টেন আবু বকর শুধু তাঁর মেয়েদের স্বপ্নকে সমর্থন করেননি, তিনি নিজেকে তাদের সেই স্বপ্নের অংশ করে তুলেছেন।

কারণ পরিবারই সবচেয়ে বড় অর্জন।

সংগৃহীত

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার গুরুত্বপূর্ণ দোয়াاَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْر...
22/06/2025

শত্রুর অনিষ্ট থেকে বাঁচার গুরুত্বপূর্ণ দোয়া

اَللَّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِىْ نُحُوْرِهِمْ وَ نَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাঝ্‌আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

19/06/2025
Mashaallah❤️ #ছাদবাগান
22/05/2025

Mashaallah❤️

#ছাদবাগান

06/05/2025

ক্ষুদে গায়ক 🤣🤣🤣🤣


Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha’s Empire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share