ছোট ছোট কথা 𝒷𝓎 𝒥𝑒𝓃𝒾

ছোট ছোট কথা 𝒷𝓎 𝒥𝑒𝓃𝒾 যেখানে অনুভূতিরা শব্দ খোঁজে,
আর আমি তাদের গল্প করে তুলি।

🎯 বিচ্ছেদের পর মানুষ যে ভুলটা বেশি করে.! বিচ্ছেদের পর মানুষ যখন ভেতর থেকে ব্যথায় শেষ হয়ে যায়, তখন তার মস্তিষ্কে একটা ...
13/11/2025

🎯 বিচ্ছেদের পর মানুষ যে ভুলটা বেশি করে.!

বিচ্ছেদের পর মানুষ যখন ভেতর থেকে ব্যথায় শেষ হয়ে যায়, তখন তার মস্তিষ্কে একটা জিনিস ঘটে Emotional Vacuum, মানে সেই মানুষটার ভেতরে অনুভূতির এক শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাকে অনেকেই দ্রুত ভরতে চায় নতুন কারো উপস্থিতিতে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভুলটা।

সাইকোলজির ভাষায় একে বলে Rebound Relationship এক সম্পর্ক ভাঙার দুঃখ ভুলতে দ্রুত আরেকটা সম্পর্কের মধ্যে ঢুকে পড়া। এই সময় মানুষ আসলে অন্য কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে না, বরং নিজের একাকিত্ব থেকে পালাতে চায়। বিষয়টা অনেকটা এমন, একটা ভাঙা কাপের ভেতর পানি ঢাললে সেটা আবারও গড়িয়ে পড়বে, কারণ কাপটা এখনো সারানো হয়নি।

Research অনুযায়ী, যেসব মানুষ Breakup এর পর দ্রুত নতুন সম্পর্কে যায়, তারা সাধারণত Unresolved Attachment এর ভেতরে থাকে। মানে পুরোনো সম্পর্কের ক্ষত শুকোয়নি, শুধু তার ওপর নতুন আবরণ পড়েছে। এতে নতুন মানুষটা নিজের মতো করে ভালোবাসা পায় না, সে হয় একধরনের Emotional Bandage। ভালোবাসার নাম করে সেই নতুন মানুষটাকে একপ্রকার ব্যবহার করা হয়।

মনোবিজ্ঞানীরা বলেন, Move on মানে নতুন সম্পর্কে যাওয়া নয়, বরং পুরোনো সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে নিজেকে বোঝা। Move on মানে আয়নায় তাকিয়ে নিজেকে বলা, আমি এখন একা থাকতে পারি, একা থাকলেও এখন আমার ভেতরে শান্তি বজায় আছে। যেদিন এই ভারসাম্য আসবে, সেদিনই আপনি সত্যিকারের Move on করতে পারবেন।

দেখেন, ভালোবাসা কখনো বদলানোর জিনিস না, বরং এটা নিজেকে বুঝে ওঠার প্রক্রিয়া। তাই যার মন ভাঙে, তার নতুন মনের প্রয়োজন পড়ে না, তার প্রয়োজন হয় মেন্টাল সাপোর্ট, এবং প্রথমে নিজের মনটাকেই সারাতে হয়। তারপর নিতে হয় নেক্সট স্টেপ। 💔🧠

একটা গল্প শুনেছিলাম:- (একদিন এক পাখি অন্য এক পাখিকে তার ভালোবাসার কথা জানায়। পাখিটি উত্তরে বলে "এখন তো তুমি আমাকে ভালোবা...
14/10/2025

একটা গল্প শুনেছিলাম:- (একদিন এক পাখি অন্য এক পাখিকে তার ভালোবাসার কথা জানায়। পাখিটি উত্তরে বলে "এখন তো তুমি আমাকে ভালোবাসো কিন্তু যখন আমার খারাপ সময় আসবে তখন ঠিকই তুমি উড়ে চলে যাবে।"

উত্তর শুনে পাখিটি খুবই ব্যথিত হয়ে পড়ে এবং আবেগি হয়ে তার দুটি ডানা কে'টে ফেলে তারপর সে বলে- দেখো এখন তো আমার কাছে পাখাও নেই আমি কখনোই তোমাকে ছেড়ে যাবোনা।

তারপর তারা এক সাথে জীবন কাটানো শুরু করে। একদিন সবকিছু ভেঙে তুমুল ঝড় আসার সম্ভাবনা দেখে ডানা কা'টা পাখিটি বলে "অনেক ঝড় হবে টের পাচ্ছি, তুমি আমার চিন্তা করোনা নিজের জান বাঁচাও, উড়ে যাও।"

সে সাথে সাথে উড়াল দিয়ে বিপদ সীমানার বাহিরে চলে যায়। পরক্ষণেই জানতে পারে তুফান আর আসেনি। সে আবার সেই পাখিটির কাছে ফেরত যায়। গিয়ে দেখে পাখিটি মা`রা গেছে। আর তার পাশেই একটা চিঠি রেখে গেছে।

যেখানে লিখা ছিলো:- যদি তুমি উড়ে যাওয়ার আগে শুধু একটিবার; শধু একটিবার আমাকে বলতে- "আমি চলে গেলে তোমার কী হবে?" তাহলে হয়তো আমি তুফান আসার আগে কখনোই ম`রতাম না।)

এই পৃথিবীতে এমন কিছু মানুষও ঠিক উড়ে যাওয়া পাখির মত। তারা চায় তাদের কেউ সবটুকু দিয়ে ভালোবাসুক, আর যখন কেউ বাসে তাকে বিনিময়ে দেয় সমুদ্র সমান বেদনা। এই মানুষ গুলো ওয়াদা হিসেবে শুনতে চায় "কখনো ছেড়ে যাবো না, কখনো বদলে যাবোনা" এমন কথা। অথচ একটা সময়ের পর এরাই ছেড়ে যায়, বদলে যায়।

04/10/2025

কেউ একজন হঠাৎ কিছুটা সময় দিয়েছিলো,
আমি ভেবেছিলাম, সে-ই বুঝি আমার হৃদয়ের ঠিকানাটি লিখেছিলো।
তার প্রতিটা কথায় ছিলো একরাশ চেনা ছায়া,
ভেবেছিলাম, সম্পর্কটা বুঝি হবে না কোনোদিন মায়াহীন মায়া।
তার চলে যাওয়া ছিলো নিঃশব্দ এক বিসর্জন,
আর আমি? তার দেওয়া মুহূর্তগুলো করেছি যত্নে সঞ্চয়ন।
আজও রাখি পাশে, কাঁচের মতো ভাঙা স্মৃতি,
ভাবি, ভালোবেসেছিলো হয়তো…
হোক অল্প একটু!
ভুল বুঝিনি, শুধু সময়টাকে খুব বেশি বিশ্বাস করেছিলাম,
ভালোবাসা ভেবে, একান্তে নিজেকেই প্রতারিত করেছিলাম।

আপনি কাউকে খুব ভালোবাসেন কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে   যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও কর...
03/10/2025

আপনি কাউকে খুব ভালোবাসেন কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেনো সে আপনাকে অনেক মিস করেছে তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু আসলে না
আপনাকে সে মুখ ফুটে কখনও দুরে যেতে বলবে না আবার থেকে যেতেও বলবে না এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়
একতরফা আর দুইতরফা ছাড়াও একপ্রকার মিথ্যা অভিনয়ের ভালোবাসা হয়
যেখানে আপনি ভালোবাসেন অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেমন সেও আপনাকে ভালোবাসে
যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেনো সে এরকম করে তখন সে সেটার উত্তর এমন ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন ভাববেন যে আপনি নিজেই ভুল ভাবছেন আপনার ধারণা ভুল
সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সবসময় এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মূহুর্তে ভাবতে থাকবেন যে সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না
আসলে সে আপনাকে ভালোবাসে না সেটা আপনিও বুঝেন তবুও দুরে যেতে পারেন না! সেই মিথ্যা মায়া কাটিয়ে উঠতে পারেন না
এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই হয়তো কারোরই জানা নেই এটাকে কোন সংজ্ঞায় ফেলা যায় না না অবহেলার সংজ্ঞায় ফেলা যায় না অগ্রাহ্যর সংজ্ঞায়
এটা এমন একটা ফাঁদ
যেখান থেকে সহজে বের হয়েও আসতে পারবেন না আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না.
ব্যাপারটা হচ্ছে এমন সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে বাট পাচ্ছেনা তাই আপনাকে অপশনে রাখছে কাউকে পেলে আপনাকে সোজাসোজি বলে দিবে আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না সে চাচ্ছে ব্রেকাপটা আপনি করেন দোষটা আপনার ঘাড়েই চাপুক সাপও মরল আর লাঠিও ভাঙ্গলোনা ভালোবাসা নিয়ে কনফিউসড্ হবেন না কখনো ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায় সে থাকতে থাকতেই তার মায়া থেকে বের হয়ে আসুন যাতে হুট করে সে চলে গেলে ধাক্কা সামলাতে পারেন।জীবন একটাই.
#পোস্ট #লেখা

জড়িয়ে ধরলে শুধু শরীর নয়, মনও শান্ত হয়। অস্থিরতা মিলিয়ে যায়, অশান্ত হৃদয় হেসে ওঠে এক মৃদু শান্তিতে। ভালোবাসার সবচেয়ে কোমল...
01/10/2025

জড়িয়ে ধরলে শুধু শরীর নয়, মনও শান্ত হয়। অস্থিরতা মিলিয়ে যায়, অশান্ত হৃদয় হেসে ওঠে এক মৃদু শান্তিতে। ভালোবাসার সবচেয়ে কোমল, নিঃস্বার্থ বহিঃপ্রকাশ হলো জড়িয়ে ধরা একটি নিঃশব্দ সংলাপ, যেখানে হৃদয় কথা বলে, কোনো শব্দের প্রয়োজন হয় না। তোমার হাত যখন আমার হাতে, আমার বাহু তোমার চারপাশে ঘিরে নেয় একটি অদৃশ্য সুরক্ষা, যা সমস্ত দুঃখ, ভয়, অস্থিরতাকে মুছে দেয়। প্রতিটি আলিঙ্গনে লুকিয়ে থাকে অব্যক্ত ভালোবাসা, একটি নীরব প্রতিশ্রুতি আমি আছি, তুমি আছো, আমরা একসাথে।

সংগৃহীত

30/06/2025
25/06/2025

📖 সুপ্রভাত!
সকাল মানেই এক নতুন গল্পের শুরু।
আজকের পাতাটি আপনি কিভাবে লিখবেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
#সুপ্রভাত #নতুনগল্প #সকালশুভেচ্ছা

🧠 আপনি জানেন কি?🥱 দুপুরে খাওয়ার পর আমাদের ঘুম পায় কেন?কারণটা শুধু খাবারের নয়, আমাদের শরীরের ঘড়ির (⏰ সার্কেডিয়ান রিদ...
24/06/2025

🧠 আপনি জানেন কি?

🥱 দুপুরে খাওয়ার পর আমাদের ঘুম পায় কেন?

কারণটা শুধু খাবারের নয়, আমাদের শরীরের ঘড়ির (⏰ সার্কেডিয়ান রিদম) দোষ

🧬 দুপুর ১টা থেকে ৩টার মধ্যে শরীরের এনার্জি লেভেল কমে যায়। এরসাথে যখন পেট ভরে খাবার খাই (বিশেষ করে কার্বোহাইড্রেট বা ভাত), তখন শরীরে ইনসুলিন বাড়ে ➡️ সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি হয় ➡️ মস্তিষ্কে ঘুমের সংকেত!

🍚 ভাত + 💤 শরীরের ঘড়ি = চোখ বন্ধ!
#ঘুমএরভক্ত #ছোটছোটকথা #দুপুর
#পোস্ট Anamika Shwarna
゚viralシalシ

সকালের যুদ্ধটা কি ঘুমের সাথে নাকি আলার্মের সাথে?" 😅👇😴☕ শুভ সকাল বন্ধুদের! ☀️সকাল সকাল উঠে ভাবলাম—"লাইফে আজ কিছু করে ফেলি...
24/06/2025

সকালের যুদ্ধটা কি ঘুমের সাথে নাকি আলার্মের সাথে?" 😅👇

😴☕ শুভ সকাল বন্ধুদের! ☀️
সকাল সকাল উঠে ভাবলাম—
"লাইফে আজ কিছু করে ফেলি!"..
তারপর আবার ঘুমিয়ে গেলাম... 💤😴
কারণ ঘুমও তো একটা আর্ট, ভাইরে! 🎨😌

☕ কফি খাও?
নাকি আমিই তোমার মুড ঠিক করে দিই আজকের সকালে? 😉

📢 কমেন্ট করো —
তোমার সকালটা কেমন যাচ্ছে আজ?
ঘুম vs কফি? 😆👇

#শুভসকাল #মজারসকাল #ঘুমএরভক্ত #ছোটছোটকথা

📱 যারা এখনো ঘুমায়নি তাদের জন্যঃ👉 মোবাইল রেখে ঘুমাও, সুন্দর স্বপ্ন দেখবে! 😌💕আর যারা আগেই ঘুমিয়ে পড়েছে...তাদের বলে দিও ...
23/06/2025

📱 যারা এখনো ঘুমায়নি তাদের জন্যঃ
👉 মোবাইল রেখে ঘুমাও,
সুন্দর স্বপ্ন দেখবে! 😌💕

আর যারা আগেই ঘুমিয়ে পড়েছে...
তাদের বলে দিও —
📶 WiFi অন রেখো,
স্বপ্নে মেসেজ পাঠাতে হবে! 😜📤

🛏️ ঘুম হোক মিষ্টি,
স্বপ্ন হোক কিউট! 🧸💭

❤️‍🔥 শুভ রাত্রি! ভালোবাসা রইল!

━━━━━━━━━━━
#শুভরাত্রি #স্বপ্নদেখো
#ঘুমপাগল #ভিউ_বাড়াও

এত যদি ভালোবাসবি একে অপরকে তাহলে আমাকে জন্ম দিলি কেন?? 🙂
23/06/2025

এত যদি ভালোবাসবি একে অপরকে তাহলে আমাকে জন্ম দিলি কেন?? 🙂

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছোট ছোট কথা 𝒷𝓎 𝒥𝑒𝓃𝒾 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share