Update Job News

Update Job News Update Job News page is the largest Job Finding Source in Facebook community.

18/09/2024

অনেকে সেনাবাহিনীকে দেওয়া নতুন পাওয়ার কে "সামরিক শাসন " বইলা চালাইয়া দিতেছেন তাদের জন্য এই পোস্টটি।

এটা কোন "সামরিক শাসন" নয়।

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবেঃ

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

02/09/2024

ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটরদেরকে এক ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ ২ বছরের বেশি রাখা যাবে না।
মানুষের হয়রানির জায়গা এটি।

৫ আগস্ট বাংলাদেশের ২য় বিজয় দিবস। আল্লাহু আকবর।
05/08/2024

৫ আগস্ট বাংলাদেশের ২য় বিজয় দিবস। আল্লাহু আকবর।

03/08/2024

নতুন একটি সূর্য অপেক্ষা বাংলাদেশ

08/07/2024

🥀🥀হিজরী নববর্ষের শুভেচ্ছা”🥀🥀
আজ থেকে ১৪৪৫ বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে,😰 মহান রাব্বুল আ’লামীনের নির্দেশক্রমে জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর সেদিন থেকেই হিজরী সালের গণনা শুরু হয়। 💜💜
হিজরী 1446..💞💕
আজ ১লা মুহাররম, হিজরী 1446
নতুন হিজরী সন হোক উম্মাহর ঐক্য ও কল্যাণের বছর। নতুন বছরের সকল পরিকল্পনা আল্লাহ তায়ালা সহজ করুন।যারা পেরেশানীতে আছে, তাদের পেরেশানী বিপদ, দুর্দিন সবকিছুই দূর হোক।
আমরা‍ ইংরে‌‍জি,বাংলা নববর্ষ সম্পর্কে জানলেও আরবি সম্পর্কে অনেকেই জানিনা।
1445 কে বিদায় জানিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে1446 হিজরি। আলহামদুলিল্লাহ।💚💚
এই নতুন‌ বছর বরকতময় হোক সবার জন্য।
নতুন বছর হোক মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন সবাইকে হেফাজত করে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন।
প্রতিবছর 🤍(1)🤍মহররম কাবা শরিফের কালো কাপড়ে মোড়ানো গিলাফ পরিবর্তন করা হয়🥀🥀
#হিজরী_নববর্ষ
িজরী

29/06/2024

আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভূ, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করোনি প্রভূ- চরণটি"-
🔴 কাজী নজরুল ইসলাম
🟢 রবীন্দ্রনাথ ঠাকুর
🟣 জসীমউদ্দীন
🔵 জীবনান্দ দাশ

৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৮ Deadline: 8 Aug 2024🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে...
25/06/2024

৩৩৮ পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/০৮
Deadline: 8 Aug 2024
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৩৩৮টি
👉 আবেদন ফীঃ ২২৩/- এবং ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ১ জুলাই ২০২৪
👉 আবেদনের লিংকঃ http://br.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ৮ আগস্ট ২০২৪
বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক এ্যাপ্রেন্টিস এবং ট্রেড এ্যাপ্রেন্টিস পদের নিয়োগ বিজ্ঞপ্তি।

16/06/2024

ঈদ মোবারক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️

08/06/2024

Don't lose heart in time of danger👈

07/06/2024

⭕ আলহামদুলিল্লাহ পবিত্র যিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে। আজ রাতে সাহরী খেয়ে আগামীকাল শনিবার থেকে যিলহজ্ব মাসের রোজাগুলো রাখা শুরু করতে পারবেন ইন শা আল্লাহ। সাহরীর শেষ সময় ৩ঃ৪০ [ঢাকা]
🔸 রাসূল ﷺ বলেছেন, আল্লাহ তা'য়ালার নিকট যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর অন্য কোনো দিনের আমল নয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে রোজা পালন করো এবং অধিক পরিমানে তাসবীহ, তাহলীল ও যিকির আযকার (সুবহা-নাল্ল-হ, আলহামদুলিল্লাহ, লা- ইলাহা ইল্লাল্ল-হ, আল্ল-হু আকবার) পাঠ করো। [মুসনাদে আহমাদ- ৫৪৪৬]
🔹 রাসূল ﷺ আরো বলেন, যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের প্রতিদিনের রোজা ১ বছর রোজার সমতূল্য এবং প্রতিটি রাতের তাহাজ্জুদ লাইলাতুল কদরের তাহাজ্জুদের সমতূল্য। [জামে তিরমিযী- ৭৫৮]
🔸 যিলহজ্ব মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা হচ্ছে সুন্নত তথা মুস্তাহাব আমল। বিশেষ করে ৯ ই যিলহজ্ব [অর্থাৎ ১৬ ই জুন রবিবার] ঈদের পূর্বের দিনের রোজাটি আরাফার রোজার নিয়তে রাখা। এই রোজাটির বরকতে আল্লাহ তা'য়ালা পূর্বের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহ সমূহ মাফ করে দিবেন ইন শা আল্লাহ। [মুসলিম- ২৬৩৬]
🔲 তাই সাধ্য মোতাবেক নফল রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে এবং ৯ ই যিলহজ্ব তথা ঈদের পূর্বের দিনের রোজাটি আরাফার নিয়তে রাখতে হবে ইন শা আল্লাহ।
⭕ আরো বিশেষ কিছু ফজিলতপূর্ণ আমল করার মাধ্যমে যিলহজ্ব মাসের দিন এবং রাত্রগুলো অতিবাহিত করাঃ-
🔸 সুবহা-নাল্ল-হ, আলহামদুলিল্লাহ, লা- ইলাহা ইল্লাল্ল-হ, আল্ল-হু আকবার, সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী, আস্তাগফিরুল্ল-হ, লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ, প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে তাসবীহগুলো পাঠ করা।
🔹 অধিক পরিমানে দুরূদ শরীফ পাঠ করা। এক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত দুরূদ হচ্ছেঃ- “আল্লহুম্ম সল্লি 'আলা মুহাম্মাদ ওয়া 'আলা আ-লি মুহাম্মাদ”, “আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”, “সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম”
🔸 মনযোগ সহকারে কুরআন তিলাওয়াত করা। এক্ষেত্রে যেই সূরাগুলো সহীহ শুদ্ধভাবে আয়ত্ত্বে রয়েছে, সেগুলো বেশি বেশি তিলাওয়াত করা। যেমনঃ- সূরা ইয়াসিন, মুলক, আর-রহমান, ওয়াকিয়া, আয়াতুল কুরসী, বাকারার শেষ দুই আয়াত, সূরা ইখলাস, ফালাক, নাস এবং সূরা ফাতিহা।
🔹 “সূরা ইখলাস” ১০ বার পাঠ করার দ্বারা জান্নাতে একটি বাড়ি তৈরি করা হয় এবং “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী” পাঠ করার দ্বারা জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হয়। তাই এই দিনগুলোতে প্রতিদিন কমপক্ষে ১০০ বার করে আমলটি করে জান্নাতটাকে সুসজ্জিত করা।
🔸 মধ্যরাতে ৮-১২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা। আর মধ্যরাতে সজাগ না পেলে এশার নামাজের পর [বেতের নামাজের পূর্বে] ২-৪ রাকাত নফল নামাজ আদায় করা, তাহলে এই নামাজটাও তাহাজ্জুদের নামাজ বলে গন্য হয়ে যাবে ইন শা আল্লাহ। তাহাজ্জুদের পাশাপাশি সালাতুল হাজত, সালাতুত তওবা, ইশরাক, চাশত, যাওয়াল এবং পূর্বের ছুটে যাওয়া কাজা নামাজ আদায় করা।
⭕ যিলহজ্ব মাসের প্রতিটি দিন এবং রাত অত্যন্ত দামী এবং ফজিলতপূর্ণ। তাই এই ১০ দিন অধিক পরিমানে দোয়া করা, পূর্বের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করা। কারন মহান আল্লাহ তা'য়ালা এই ১০ দিনে তার অসংখ্য, অগনিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের দোয়াগুলোকে কবুল করে নিবেন। তাই প্রতিটি মূহুর্তকে কাজে লাগানো এবং বেশি বেশি করে দোয়া করা।
🔲 আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে এবং ছবিটি সেভ করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিবেন ইন শা আল্লাহ।
🔹 এতে করে যতজন মানুষ আপনাদের উছিলায় আমলগুলো সম্পর্কে জেনে আমল করতে পারবে তাদের আমলের সম-পরিমান সওয়াব আপনাদের আমল নামাতেও লিপিবদ্ধ করা হতে থাকবে ইন শা আল্লাহ 💝✅
✍️ Muhammad Osman Goni

03/05/2024

ক্ষমতা না থাকলে শত্রুর মুখোমুখি হয়ো না।
—হযরত আলী (রাঃ)🫡

02/05/2024

তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা |
___ হুমায়ূন আহমেদ

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Update Job News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Update Job News:

Share