Channel8 bangla

Channel8 bangla In search of time and truth Channel8 Bangla News.

27/09/2025
26/09/2025

সাতক্ষীরার আশাশুনিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জামায়েত ইসলামের বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জামায়েত ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকালে আশাশুনি জনতা ব্যাংক চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাসের সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার। এসময় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুস সোবান মুকুল, আব্দুস সবুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী, উপজেলা সুরা সদস্য এড. শহিদুল ইসলাম বাচ্চু।
এ সময় বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে, এবং জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করতে হবে। সাথে সাথে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি সহ ৫ দফা দাবী করেন।

26/09/2025

কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে..
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতি চালুর দাবিতে সাতক্ষীরায় বিক্ষাভ

সাতক্ষীরা সংবাদদাতাঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওবায়দুল্লাহ, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমানসহ স্থানীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়েত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক সরকারের কঠোর সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার একটি দলকে এখনই বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেখুন, যে ঢাকা থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সমাজ কী সিদ্ধান্ত দিয়েছে। আগামীতে বাংলাদেশ কারা পরিচালনা করবে। আমরা বলছি, যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, যদি স্বচ্ছ নির্বাচন হয়, তাহলে আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন এদেশের সাধারণ জনগণ।

বক্তারা পাঁচ দফা দাবি জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম—নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

এর আগে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে জড়ো হয়। পরে সেখান থেকে জাতীয় পতাকা এবং জামায়েতে ইসলামের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয় পরে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠি...
25/09/2025

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন বিউটি, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, এ করিম বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আল আমিন প্রমূখ।

সভায় গতমাসের রেজুলেশন কি নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিব।
সভায় সাইবার অপরাধ সম্পর্কৃত মামলার তালিকা ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে তথ্য উপাত্ত নিয়ে নিজ থানায় অভিযোগ দায়ের করা, বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, আলামত হিসেবে ডিভাইস জব্দ করা ব্যবস্থা করা, স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার সচেতনতা শিক্ষা দেওয়া। শিক্ষকদের মধ্যেমে: নিরাপদ ইন্টারনেট ব্যবহার শেখানো, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয়া; পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও গোপনীয়তা রক্ষা, ইতিবাচক অনলাইন আচরণ শেখানো; সাইবার বুলিং, গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করা, অভিভাবকদের সচেতন করা; সন্তানদের অনলাইন ব্যবহারে নজরদারির গুরুত্ব বুঝানো, সংবেদনশীলতা তৈরি করা; অনলাইন হয়রানি বা হুমকি পেলে করণীয় শিক্ষা দেওয়া।
শিক্ষার্থীদের ভূমিকা: নিরাপদ প্রযুক্তি ব্যবহার শেখা ও চর্চা করা, সন্দেহজনক লিংক বা তথ্য এড়িয়ে চলা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, সাইবার অপরাধ দেখলে শিক্ষকদের জানানো, সামাজিক মাধ্যমে সম্মানজনক ব্যবহার চর্চা, কোনো অপরাধের শিকার হলে নির্ভয়ে বিশ্বস্ত শিক্ষক, অভিভাবক বা প্রশাসনের কাছে জাননো। সাইবার অপরাধ প্রতিরোধে আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
আইসিটি ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট করা, জেলার ১২০টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল রাখা, শিক্ষার্থীদেরকে ল্যাবে হাতেকলমে শেখানো নিশ্চিত করা, তদারকি করা। মাইগভ অনলাইন প্লাটফর্মএ তথ্য আপডেট রাখা, ইনোভেশন বিষয়গুলো মূল্যয়ন করা।
তথ; জেলা সকল দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট করা, বিকল্প তথ্য কর্মকর্তার নাম সম্বলিত নেমপ্লেট স্থাপন, তথ্য প্রদান ফি সহজীকরণ করা, টেলিফোন সচল রাখা, অফিসিয়াল মোবাইল নাম্বার রাখার ব্যবস্থা করা'সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

24/09/2025

আশাশুনির মহিষকুড় ভাই ভাইপোর সাথে চাচার প্রতারণার অভিযোগে মানববন্ধন বক্তব্য রাখছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিএনপি নেতৃবৃন্দ

23/09/2025

সাতক্ষীরার চারশত বছরের ঐতিহ্য বহনকারী ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে বিশাল মানববন্ধন

সাতক্ষীরার ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের নিউমার্কেটের সামনে সাতক্ষীরা জেলা সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর আয়োজনে প্রাক্তন মন্ত্রী ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলি নুর খান বাবুল, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির কামরুজ্জামান কামু, সহ-সভাপতি গোলাম কুদ্দুস, হোটেল রেস্তোরাঁ ও বস্ত্র ব্যবসায়ী সমিতির জিল্লুর রহমান, বস্ত্র ব্যবসায়ী সমিতির মাসুম বিল্লাহ মিল্টন প্রমুখ। এঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বসানোর দাবীতে মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, নারী উদ্যোক্তা তামান্না তাসনিম, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, ভাজা ও ফুচকা ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন ও মুনসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরার যতগুলি ঐতিহ্য রয়েছে তার মধ্যে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা অন্যতম। সাতক্ষীরার মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য লালন করে চলেছে গুড় পুকুরের মেলা। নার্সারি, ডেকোরেটর, হস্তশিল্প, কুটির শিল্প, চটপটি ফুচকা ও ভাজা মালিক সমিতি ও খেলার অসংখ্য নারী পুরুষ গৃহস্থালী সাজাতে বিভিন্ন পুণ্য ক্রয়ে সারা বছর এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলাকে কেন্দ্র করে এই দিনটির অপেক্ষা করে থাকে। সেই মেলাটি আজ বিভিন্ন মুখী ষড়যন্ত্র করে মেলাটি বন্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা, বইমেলাসহ বিভিন্ন ধরনের মেলা চলছে। কোথাও মেলা বন্ধ নেই। শুধু আমাদের সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থির দোহাই দিয়ে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা বন্ধ করা হয়েছে। প্রশাসন যদি আগামী এক সপ্তাহের মধ্যে মেলা বসানোর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় গুড় পুকুরের মেলা বসাবো।
মানববন্ধন শেষে সাতক্ষীরার ৪০০ বছরের ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা আয়োজনের দাবীতে পরবর্তীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। মানববন্ধনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।

23/09/2025

আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন

22/09/2025

ভারতে আটক ১৫ বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধনজি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীর...
21/09/2025

তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের বিরুদ্ধে অশ্লীল, বাজে মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপাটেম্বর) বিকালে ঠাকুরাবাদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তাদের প্রাক্তন শিক্ষক সুব্রত কুমার মন্ডলকে নিয়ে কটুক্তি, বাজে মন্তব্য ও অশ্লীলতার প্রতিবাদে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তৎকালীন (সুব্রত কুমার মন্ডলের চাকরীকালীন) স্কুল পরিচালনা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মন্ডল, দু'বারের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, শিক্ষক গৌতম চন্দ্র মন্ডল, শিক্ষক পঙ্কজ মন্ডল, প্রাক্তন মেম্বর দীলিপ চন্দ্র মন্ডল, প্রাক্তন শিক্ষার্থী রামকৃষ্ণ মন্ডল প্রমুখ। বত্তাগণ বলেন, ৬ সেপ্টেম্বর তুয়ারডাংগা হাজী ফেরাজতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের প্রতি তুয়ারডাংগার মৃত হরেন্দ্র নাথ মন্ডলের পুত্র শ্রীকৃষ্ণ মন্ডল কর্তৃক অশ্লীলভাষা, বাজেমন্তব্য করা ও কটুক্তি চরম
সম্মানহানিকর। বাবু সুব্রত কুমার মন্ডল বাইনতলা আর, সি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে চলে যান। দীর্ঘ ১৬ বছর বলাবাড়িয়ায় সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি সৎ, চরিত্রবান ও দায়িত্বশীল গনিত শিক্ষক ছিলেন। দক্ষ গনিত শিক্ষক হিসাবে আশাশুনি উপজেলায় উনার নাম প্রশংসায় অতুলনীয় ছিল। গনিত বিষয়ে পাঠদানের ক্ষেত্রে সুরত স্যারের বাচনভঙ্গি, কলাকৌশন ছিল অতিব প্রশংসনীয়। কম—মেধাসম্পন্ন শিক্ষার্থীদের এস.এস.সি পরীক্ষায় সংক্ষিপ্ত সাজেসন এর মাধ্যমে গনিত বিষয়ে পাশ করিয়ে আনা এটাও ছিল উনার একটি উল্লেখযোগ্য দিক। গনিতের উপর সৃজনশীল প্রতিভা ছিলো সুব্রত স্যারের আরো একটি প্রগতিশীল প্রক্রিয়া। যাহোক দীর্ঘ ১৬ বছর অতীব সুনামের সহিত সুব্রত স্যার বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে মাথা উঁচু করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাইনতলা আর, সি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে চাকুরীতে যোগদান করেন । অথচ শ্রীকৃষ্ণ মণ্ডল কেন অকথ্য, অশ্লীলভাষা প্রয়োগ করলো তার সঠিক জবাব চাই ও ধিক্কার জানাই। ঐ মানববন্ধনে তুয়ারডাংগার অন্য যারা বক্তব্য দিয়েছেন তারা কটূক্তি না করায় আমরা ধন্যবাদ জানাই। সেখানে সুব্রত স্যারের উপর ভালো, মন্দ, ন্যায়, অন্যায় নিয়ে আমাদের কোন জিজ্ঞাসা নাই। আপনাদের ওখানকার বিষয় আপনারা দেখবেন। আমাদের জিজ্ঞাসা শ্রীকৃষ্ণ কোথা থেকে জানলো সুব্রত স্যারকে আমরা বলাবাড়িয়া থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। এর জবাব দিতে হবে শ্রীকৃষ্ণকে। আমরা সুরত স্যারের প্রাক্তন শিক্ষার্থীরা উচ্চ শ্রীকৃষ্ণের বাজে মন্তব্য, অপশব্দ, অশ্লীল ভাষা ও কটূক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

ক্যাপশান ঃ তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন।

20/09/2025

সাতক্ষীরা সদরের বকচরায় ককশীটের কারখানায় আগুন

20/09/2025

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড

18/09/2025

সাতক্ষীরায় আশাশুনিতে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করায় মানববন্ধন করেছে এলাকাবাসী।

Address

Fulbaria
9461

Alerts

Be the first to know and let us send you an email when Channel8 bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share