25/09/2025
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এ সকল সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন বিউটি, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, এ করিম বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. আল আমিন প্রমূখ।
সভায় গতমাসের রেজুলেশন কি নোট উপস্থাপন করেন সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিব।
সভায় সাইবার অপরাধ সম্পর্কৃত মামলার তালিকা ও মনিটরিং করা, অপরাধ সংঘটনের সাথে সাথে তথ্য উপাত্ত নিয়ে নিজ থানায় অভিযোগ দায়ের করা, বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, আলামত হিসেবে ডিভাইস জব্দ করা ব্যবস্থা করা, স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার সচেতনতা শিক্ষা দেওয়া। শিক্ষকদের মধ্যেমে: নিরাপদ ইন্টারনেট ব্যবহার শেখানো, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ক্লাস নেয়া; পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও গোপনীয়তা রক্ষা, ইতিবাচক অনলাইন আচরণ শেখানো; সাইবার বুলিং, গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করা, অভিভাবকদের সচেতন করা; সন্তানদের অনলাইন ব্যবহারে নজরদারির গুরুত্ব বুঝানো, সংবেদনশীলতা তৈরি করা; অনলাইন হয়রানি বা হুমকি পেলে করণীয় শিক্ষা দেওয়া।
শিক্ষার্থীদের ভূমিকা: নিরাপদ প্রযুক্তি ব্যবহার শেখা ও চর্চা করা, সন্দেহজনক লিংক বা তথ্য এড়িয়ে চলা, ব্যক্তিগত তথ্য গোপন রাখা, সাইবার অপরাধ দেখলে শিক্ষকদের জানানো, সামাজিক মাধ্যমে সম্মানজনক ব্যবহার চর্চা, কোনো অপরাধের শিকার হলে নির্ভয়ে বিশ্বস্ত শিক্ষক, অভিভাবক বা প্রশাসনের কাছে জাননো। সাইবার অপরাধ প্রতিরোধে আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
আইসিটি ইনোভেশন; সরকারি অফিসের সকল তথ্য ওয়েভ সাইট ও সিটিজেন চার্টারে আপডেট করা, জেলার ১২০টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল রাখা, শিক্ষার্থীদেরকে ল্যাবে হাতেকলমে শেখানো নিশ্চিত করা, তদারকি করা। মাইগভ অনলাইন প্লাটফর্মএ তথ্য আপডেট রাখা, ইনোভেশন বিষয়গুলো মূল্যয়ন করা।
তথ; জেলা সকল দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট করা, বিকল্প তথ্য কর্মকর্তার নাম সম্বলিত নেমপ্লেট স্থাপন, তথ্য প্রদান ফি সহজীকরণ করা, টেলিফোন সচল রাখা, অফিসিয়াল মোবাইল নাম্বার রাখার ব্যবস্থা করা'সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।