
15/06/2025
মাইন্ডলেস স্বামীর দের জন্য কিছু টিপস
অনেক স্বামী আছেন, যারা মনে করেন স্ত্রীকে ভালোবাসা বা প্রাধান্য দেওয়া মানেই হয়তো পরিবার বা আত্মীয়দের অবহেলা করা। তাই তারা স্ত্রীকে প্রায়ই তুচ্ছতাচ্ছিল্য করেন,তার আবেগ, ভালোবাসা, আশা-ভরসাগুলোকে উপেক্ষা করেন, শুধু এই ভেবে যে, "পরিবার-আত্মীয়দের মন রক্ষা করতেই হবে।না হলে ইহকাল পরকাল কিছুই থাকবে না আরে শোনেন…
একটা কথা মনে রাখবেন
আপনার মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন — তারা অবশ্যই আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তারা কেউই আপনার প্রতিদিনের রুটিনে, আপনার সবকিছুতে অংশীদার নয়। তারা কেউই প্রতিদিন আপনার পাশে ঘুমায় না, আপনার ঘরের খুঁটিনাটি দেখাশোনা করে না, আপনার সুখে-দুঃখে অবিচল থাকে না।আপনার স্ত্রী কিন্তু ঠিক এই কাজ গুলোই করে
আপনি হয়ত আপনার পরিবারের জন্য করে যাচ্ছেন এবং সেটার জন্য খোটা দিয়েও বলছেন যে এত কিছু করছি কি লাভ… ভাই আপনি একাই পুরুষ? না পৃথিবীতে আপনি শুধু পুরুষ আর বাকিরা এলিয়ন সব পুরুষ রাই তার পরিবারের জন্য কাজ করে আজ যাকে খোটা মেরে কথা বলছেন … কেয়ামতের দিন আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবেন তো?
সে আপনার জীবনের এমন একজন, যে শুধু ভালোবাসা নয়, আপনার জন্য কত ত্যাগ স্বীকার করে, সেটা আপনি অনেক সময় টেরও পান না।কারন আপনার সেই মন নাই আপনি বধির
সে হয়তো নিজের পরিবার ছেড়ে আপনার ঘরকে নিজের ঘর বানিয়েছে এটা কি তাহলে ভুল করছে তিনি । যেখানে নিজের ঘর থেকে বার বার বের হতে বলার পরও কতটা বেহায়া হয়ে পরে আকড়ে থাকে শুধু মায়ায় পড়ে নাকি লজ্জায়
সে হয়তো হাজার অপমান সয়ে আজও আপনার পাশে দাঁড়িয়ে আছে, শুধু এই আশায় — আপনি একদিন বুঝবেন সে কেন আকড়ে ধরে থাকতে চায় সে কেন এতটা বেহায়া শুধু আপনি তাকে গুরুত্ব দিবেন এই আশায়
তাই দয়া করে আত্মীয়দের খুশি রাখতে গিয়ে নিজের ঘরের শান্তি নষ্ট করবেন না।কারণ এই আত্নীয় আপনার সন্তান কে জন্ম দেয়নি আপনার শুন্য পকেটে সাথে থাকেনি..এই আত্মীয় আপনার পকেটে যখন টাকা ছিল না তখন সাপোর্ট দেয়নি… এর রকম হাজার নজির থাকে যার কোন লিস্ট তিনি রাখেন নাই
আপনার স্ত্রীকে অবহেলা করবেন না।
কারণ, শেষ পর্যন্ত যেই মানুষটা আপনার মৃত্যুশয্যায় আপনার হাত ধরে কাঁদবে,আপনি হাসপাতালের বেডে শুয়ে যখন চোখ বন্ধ করবেন— পাশে বসে চোখ ভেজাবে,
সে কেউ নয় — আপনার স্ত্রী।
ভুলে যাবেন না,
পরিবার আপনার জন্মের অংশ,হয়ত
কিন্তু স্ত্রী আপনার জীবন-সঙ্গিনী — যার কোন রিপ্লেসমেন্ট নাই