Nipu,s Mirror ツ

Nipu,s Mirror ツ কথা দিয়ে কতা রাখা টা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষিকতার পরিচয় 💙💜🌺👌

তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই! য়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মান...
09/06/2025

তুমি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন তুমি সমপরিমাণ কষ্ট ফেরত পাবাই! য়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মানুষের কাছ থেকে ভিন্ন রকমের কষ্ট পাবা! কিন্তু পাবা!! এই ব্যাপারে কোন সন্দেহ নাই !!

তুমি হয়তো বেমালুম ভুলে যাবা যে অনেক বছর আগে তুমি কারো সাথে একটা অন্যায় করেছিলে! কিন্তু উপরে একজন আছে, তিনি ভুলবেন না! তিনি কিচ্ছু ভুলেন না !!

এটা কোন অভিশাপ না! এটা সরল অংক! একদম সোজাসাপ্টা হিসাব! তোমার দেয়া কষ্ট আর তোমার ফেরত পাওয়া কষ্ট - এই দুই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে! হতেই হবে! যতদিন না কাটাকাটি হবে, ততদিন হিসেব মিলবে না !!

সব হিসেব না মিলিয়ে কাউকে যেতে দেয়া হবে না! হিসেব মেলানোর আগ পর্যন্ত কারো কোন ছুটি নেই !!" ❤️

সোশ্যাল মিডিয়াতে যা দেখি, তা সবসময় বাস্তবের প্রতিফলন নয়… 💔 আমাদের অনেক প্রিয় কাপল, যাদের ভালোবাসার গল্প দেখে আমরা অন...
02/06/2025

সোশ্যাল মিডিয়াতে যা দেখি, তা সবসময় বাস্তবের প্রতিফলন নয়… 💔 আমাদের অনেক প্রিয় কাপল, যাদের ভালোবাসার গল্প দেখে আমরা অনুপ্রাণিত হই, হেসে উঠি, চোখ ভিজিয়ে ফেলি — তারা হয়তো বাস্তব জীবনে অনেক ভাঙাচোরা, অনেক তিক্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ার ঝলমলে ছবির পেছনে লুকিয়ে থাকে না বলা গল্প, না শোনা কান্না, এবং অনেক অব্যক্ত যন্ত্রণা। তাই কাউকে দেখে মনে মনে “ওদের জীবন কত সুন্দর!” বলার আগে একটু থামি, কারণ সোশ্যাল মিডিয়ার রঙিন ফ্রেমে সব বাস্তবতা ধরা পড়ে না। 🌸

কাল তিথি আপুর লাইভ দেখে খুব কষ্ট হচ্ছিলো তার পিচ্চি বাবুরটার জন্য।। ইশ কি থেকে কি হয়ে গেছে আহা জীবন।।এক মুহুর্তে সব শেষ।।।

ভালো থাকুক, সুখী থাকুক — অনলাইন আর অফলাইন, দুটো জায়গাতেই। 💛 ゚

প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।এভাবে একটি সম্পূর্ণ অক...
23/05/2025

প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।

এভাবে একটি সম্পূর্ণ অক্ষত ভ্রূণকে প্রত্যক্ষ করা অত্যন্ত দূর্লভ অভিজ্ঞতা। এ সময় তার ছোট্ট হাত দুটো সামান্য নড়ছিল। কিন্তু দুঃখজনক কিন্তু অবধারিতভাবে, সেই হৃদয় স্পন্দন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। সে নিঃশব্দে থেমে যায়… নিশ্চুপ হয়ে…

এই দৃশ্যের পর থেকে হৃদয়ের গভীরে বারবার আলোড়িত হচ্ছে কুরআনের সেই আয়াত:

“পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে।”
(সূরা আল-আলাক, আয়াত ১-২)

Md. Shariful Islam
Study of Psychology

23/05/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।আমার পাশে থাকো যুগের পর যুগ।মান-অভিমান ভাঙ্গানোর...
06/05/2025

তুমি বরং আমার মানসিক শান্তি হও,
আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।

আমার পাশে থাকো যুগের পর যুগ।

মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।

প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....

আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।

ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।

মানুষ বলে;
খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে! ゚

05/05/2025

হাতে কিছু টাকা আসলে মন চায়, হেলিকপ্টার দিয়ে ঘুরি, তার পরে রিকশা ভাড়াও থাকে না। ゚

05/05/2025

দিন শেষে সবাই ভুলে যায় অতিত,
আর মনে করিয়ে দেয়, মানুষ খুব সহজেই ভুলে যায় 😅💔

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/09/2024

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipu,s Mirror ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipu,s Mirror ツ:

Share