02/08/2024
আসুন আমরা জাতীয়তাবাদী এই আন্দোলনকে তাওহীদের বিপ্লবে রূপান্তরিত করি?
আজকে জুমুআর দিন, প্রতি জুমুআর চেয়ে আজকের জুমুআতে মুসল্লী হবে চোখে পড়ার মত।
তা//গু//তের এই জুলুমের প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে কোন তন্ত্রে শান্তি এটা বুঝাই।
এই গণবিপ্লবকে ইসলামি বিপ্লবে পরিবর্তন করি, কারন আমাদের এই ভায়েরা গনতন্ত্র সমাজতন্ত্র এসবের জন্য লড়াই করছেনা,তাদের লড়াই শুরু হয় অধীকার আদায়কে কেন্দ্র করে।
কিন্তু তা/গু/তের ভুলে নিজেরাই ফেঁসে গেছে,এখন সেটা হয়ে গেছে মসনদ ভাঙ্গার আন্দোলন।
কিন্তু মসনদ ভাঙ্গল, এরপর কে আসবে?
আমাদের ভায়েরা খোলা মাঠে সালাত পড়ে,আহত হলে আল্লাহ বলে চিৎকার করে। শহীদদের পিতামাতা বিচার দিচ্ছে আল্লাহর কাছে। এটাই বুঝাগেল তারা ইসলামকে মানে, কিন্তু শিক্ষা ব্যবস্থা তাদের ইসলামী হুকুমাহ এর গুরুত্ব বুঝা থেকে দূরে সরিয়ে রেখেছে
তারমানে এই ভাইদের এখন যদি বুঝাতে পারি হা**সিনা নেমে গেলেই সমাধান নয়৷
তাদের বুঝতে হবে এই রেজিম চেঞ্জ হলে আরেক তা/,গু/ত আসবে৷
কিন্তু ইসলামের জন্য তারা আসবে না। তারা আসবে সাম্রাজ্যবাদীদের গোলামী করতে।
মসনদের চূর্ণ হলে কেবল জুলুমের একটা অধ্যায়ের সমাপ্তি হবে,স্থায়ী সমাধান যে হবে না এটা এই তরুণদের বুঝাতে হবে।
তাদের মনমগজ শরীয়াহ এর জন্য নিবেদিত করতে হবে।
দাওয়াতের একটা বসন্ত চলছে,যুবকরা এখন রেজিমের প্রতি ক্ষ্যাপা। তারা রেগে আছে এই রাষ্ট্রের প্রতিটি আমলা ও বাহিনীর উপর৷
তাদেরকে বুঝতে হবে ক্ষমতার পালা বদলে এই জালেম বাহিনী পরিবর্তন হবেনা, হ্যা কতিপয় আমলার বিচার হবে,কিন্তু যেখানে পুরো শরীর পঁচে গেছে সেখানে কিছু আমলাকে বহিস্কার আর বাহিনীর কতিপয় অফিসারকে চাকরিচ্যুতে সঠিক সমাধান নয়।
এরা হল হুকুমতের গোলাম, হুকুমত পরিবর্তন হবে, তারা কিছুদিন ন্যায় ইনসাফের কথা বলে জনসমর্থন আদায় করবে। এরপর তারাও মামা খালু শ্যালক ভাতিজা দিয়ে সচিবালয় অফিস আদালত ভরে ফেলবে।
কিন্তু মধ্যবৃত্ব ও গরীব অসহায় মেধাবিদের কোনো মূল্যায়ন হবে না৷
তাই আসুন তাদেরকে বুঝায় প্রকৃত শান্তি ও স্বায়ী সমাধান ইসলামে শরীয়াহতে৷
যদি এমরিকান পন্থী সেক্যুলাররা সফল হয় তাহলে হয়তো দ্বীন পালনে একটু সুযোগ দিবে।
কিন্তু মডারেট ইসলাম, দ্বীন বিধ্বংসী সব মতবাদের সয়লাব হব।
তাই আসুন, গণবিপ্লবকে শরীয়াহ শাসন কায়েমে কনভার্ট করি।©
-কালেক্টেড