Priyo world

Priyo world Assalamualikum everyone,welcome to my page Priyo world.If you like my video please follow this page..
(2)

24/06/2025

দেশি স্বাদের আলু ভর্তা.. 🌸🌸


-----------

আলোর মাঝে হারিয়ে যাওয়া এক গ্লাস সোনালি স্বপ্ন ✨🍷   ---
23/06/2025

আলোর মাঝে হারিয়ে যাওয়া এক গ্লাস সোনালি স্বপ্ন ✨🍷

---

Aesthetic serenity in soft hues — pink elegance, green freshness, and minimal charm. 🌸🌿✨Priyo world
21/06/2025

Aesthetic serenity in soft hues — pink elegance, green freshness, and minimal charm. 🌸🌿✨

Priyo world

A flower, some peace, and a little bit of me-time...🌼🫶 🌺
18/06/2025

A flower, some peace, and a little bit of me-time...🌼🫶 🌺

যে দিনটি চলে গিয়ে আমাদের জীবনে গতদিন হয়ে গেল, সেই দিনটি কি আসলেই আমাদের জীবন থেকে চলে যায়? আমি বলবো না যায় না, থেকে যায় ...
23/05/2025

যে দিনটি চলে গিয়ে আমাদের জীবনে গতদিন হয়ে গেল, সেই দিনটি কি আসলেই আমাদের জীবন থেকে চলে যায়?
আমি বলবো না যায় না, থেকে যায় স্মৃতি হয়ে সারাজীবন আমাদের সাথে।🕊️

প্রকৃতির এক চুপচাপ প্রেমপত্র—এই হলুদ জবা।🌺একটু থেমে তাকালেই দেখা যায়,নীরবতা কতটা বলিষ্ঠ হতে পারে।এই ফুলটি চিৎকার করে না,...
30/04/2025

প্রকৃতির এক চুপচাপ প্রেমপত্র—এই হলুদ জবা।🌺

একটু থেমে তাকালেই দেখা যায়,
নীরবতা কতটা বলিষ্ঠ হতে পারে।
এই ফুলটি চিৎকার করে না, দাবি জানায় না—
তবু তার উপস্থিতি মন টানে, চোখ আটকে রাখে।

সকালের শিশিরভেজা বাতাসে দুলতে থাকা
এই ছোট্ট হলুদ জবাফুলটা যেন প্রকৃতির এক গভীর কবিতা।
যেখানে শব্দ নেই, আছে রং—
যেখানে ভাষা নেই, আছে ব্যঞ্জনা।

এ গাছটির মতোই তো আমরাও বেঁচে থাকি—
টবে বন্দি হলেও আকাশ দেখি,
গন্ধ দিই না, তবু রঙে কথা বলি।
নিমগ্ন হয়ে থাকি আপন আলো-ছায়ার খেলায়,
নির্বাক ভালবাসায় ছুঁয়ে যাই পাশের জনের হৃদয়।

এ ফুলের জীবনও কেবল একদিনের,
তবু তার রঙ যেন দিনের আলোকে আরও উজ্জ্বল করে।
সে জানে না, কে তার দিকে তাকালো,
তবু প্রতিদিন সে নিজেকে খুলে ধরে…🌼🌺

আমরাও যদি পারি,
প্রতিদিন একটু করে নিজেদের উন্মুক্ত করতে—
তবে বোধহয় এই ব্যস্ত পৃথিবীতে
একটু হলেও সুন্দর কিছু রেখে যেতে পারি।

#হলুদ_জবাফুল #প্রকৃতির_ভাষা #নীরব_সৌন্দর্য #কবিতার_ছোঁয়া ゚viralシfypシ゚viralシalシ

"বেলি ফুল আর নিজের প্রতি ভালোবাসা"সাদা, ছোট্ট, কোমল — আমার প্রিয় বেলি ফুল।এই ফুলে আছে শান্তির সুবাস, নির্জনতায় মিশে থা...
29/04/2025

"বেলি ফুল আর নিজের প্রতি ভালোবাসা"

সাদা, ছোট্ট, কোমল — আমার প্রিয় বেলি ফুল।
এই ফুলে আছে শান্তির সুবাস, নির্জনতায় মিশে থাকা এক অপার্থিব মাধুর্য।
আজ কোনো বিশেষ দিন না, তবু মনে হলো,
নিজেকে একটু ভালোবাসা দেওয়া দরকার।

এই ব্যস্ত জীবনে আমরা কত মানুষকে ভালবাসি,
কতজনকে উপহার দিই, কতজনের মুখে হাসি ফোটাই—
কিন্তু নিজের জন্য খুব কমই সময় রাখা হয়। আর যদি ফুল কেনার কথা আসে তাহলে তো একবারেই আমরা অন্যের উপর নির্ভরশীল, কে কবে ফুল উপহার দিবে সেই অপেক্ষায় থাকি।

আজকের দিনটি একটু আলাদা ছিল।
লেকের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো এক গুচ্ছ বেলি ফুল— বছরের প্রথম বেলি ফুল।

সেই চেনা গন্ধে মন ভরে উঠলো।
মনে হলো, কেন নয়? আজ নিজেই নিজেকে উপহার দেই!

হয়তো কেউ বুঝবে না এই ছোট্ট মুহূর্তের মাধুর্য,
কিন্তু আমি জানি, এই ফুলগুলোর মধ্যে লুকিয়ে আছে
আমার প্রতি আমার নিজের যত্ন, স্নেহ, আর শ্রদ্ধা।

কখনো কখনো, এক গুচ্ছ বেলি ফুলই বলে দেয়—
"তুমি ভালোবাসার যোগ্য। অন্য কারো নয়,
নিজের কাছেই প্রথম।"🌸

🌸🪴সৌন্দর্যের এক নিঃশব্দ ভাষা....🕊️
26/04/2025

🌸🪴সৌন্দর্যের এক নিঃশব্দ ভাষা....🕊️

নীরব এক ছন্দে.....🌾🕊️Dress from: Dangling_Sparkles_BD 🫰---------
23/04/2025

নীরব এক ছন্দে.....🌾🕊️
Dress from: Dangling_Sparkles_BD 🫰
-
-
-
-
-
-
-
-
-

22/04/2025

Wrapped in six yards of grace, stories, and a little bit of magic ✨🫰
Elegance isn’t loud — it whispers in blue and gold…💙💙

একটা সময় পরে আমাদের আর কারো কাছে থেকে কোনো এক্সপেকটেশন থাকে না। কে কি করল, বলল, ভাবলো এইসব নিয়ে কনো অনুভুতিই কাজ করে না।...
09/03/2025

একটা সময় পরে আমাদের আর কারো কাছে থেকে কোনো এক্সপেকটেশন থাকে না। কে কি করল, বলল, ভাবলো এইসব নিয়ে কনো অনুভুতিই কাজ করে না। তখন একা সময় কাটানো কেই বেস্ট টাইমপাস মনে হয়।বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে একটা গল্পের বইয়ে মুখ গুজে বসে থাকতে ভালো লাগে। রেস্টুরেন্টে যেয়ে কফি খাওয়ার থেকে নিজের বারান্দায় বসে এক কাপ চা আর টবে ফুটে থাকা ফুল দেখতে বেশি কম্ফোর্ট ফিল হয়।✨🥀

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share