Our Story
- - -
তারুণ্যনির্ভর, স্বাপ্নিক ও আদর্শিক পথের সন্ধানে প্রকাশনা জগতে পদার্পণ করে ভাষাচিত্র। ‘বায়ান্নর হাত ধরে আগামীর স্বপ্ন’-এই আমাদের মূলমন্ত্র, আমাদের পথচলার পাথেয়। নিয়মিত প্রকাশনার এক যুগে প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ শতাধিক।। সংস্কৃতির বিভিন্ন মাধ্যম কবিতা, ছোটগল্প, নাটক, উপন্যাস ছাড়াও পত্রালাপ, মিডিয়া ও সাংবাদিকতা কিংবা অনুবাদ সাহিত্য নিয়েও বই প্রকাশ করেছে ভাষাচিত্র। বই প্রকাশনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা ধর্মীয় সংস্কৃতি সব বিষয়েই সজাগ দৃষ্টি নিয়ে পথ চলতে চায় ভাষাচিত্র। দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল ছাপিয়ে স্বপ্নপথে আমরা পাড়ি দিতে চাই বিশ্বপথে।