AponJon। আপনজন

AponJon। আপনজন ¯\_( ͡🔥 ͜ʖ ͡🔥)_/¯
🙋...W E L E C O M E🌹🥀
💁ভালবাসুন-ভালরাখুন-ভালোথাকুন🤲


Assalamualikum,
Welcome to our page....Valobashar manushguloke niye valo thakar toufik
Allah amader sobaike dan koruk.

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:১. পৃথিবীর...
27/05/2024

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:

১. পৃথিবীর সবচেয়ে দামী গাড়ী ছিল আমার গ্যারেজে, কিন্তু এখন হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে।

২. আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড়, জুতা ও মূল্যবান জিনিস, কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মোড়ানো।

৩. ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না।

৪. আমার বাড়ি ছিল প্রাসাদের মত, কিন্তু এখন হাসপাতালে দুই বেড এ ঘুমাচ্ছি।

৫. পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি

৬. শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার স্বাক্ষর।

৭. সাত নাপিতের কাছে গেছি চুল ঠিক করার জন্য, কিন্তু এখন — মাথায় একটা চুলও নেই।

৮. একটি প্রাইভেট জেটের সাথে, আমি যেকোনো জায়গায় উড়তে পারি, কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন।

৯. অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোটা লবন পানি।

১০. এই বাড়ি, এই গাড়ি, এই প্লেন, এই আসবাবপত্র, এই ব্যাংক, অতি সুনাম আর গৌরব, এসব কিছুই আমার কাজে লাগে না। এর কোন কিছুই আমাকে আরাম দিতে পারবে না। "মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই। "

কার ভাগ্যে কখন কি হয় কেউ জানে না। তাই দুনিয়ার সকল অহংকার, ক্ষতার অপব্যবহার , জুলুম অবিচার থেকে দুরে থাকা উচিত।

সুন্দরবন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো নেয়ামত! ❤️‍🩹🥰
27/05/2024

সুন্দরবন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো নেয়ামত! ❤️‍🩹🥰

22/05/2024

-আসলেই😌

-পথটা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়,-সেটা হোক সম্পর্ক কিংবা রাস্তা...!✍️💯Everyone
16/05/2024

-পথটা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়,
-সেটা হোক সম্পর্ক কিংবা রাস্তা...!✍️💯
Everyone

16/05/2024

-প্রকৃতিপ্রেমী..!😌🖤🍀
゚ ゚viralシ

05/05/2024

আকাশ মেঘের চুক্তি...🖤🥀

শহর জুড়ে আজ আকাশ মেঘের চুক্তি...
তপ্তময় গরমকে রপ্ত করতে সবাই তো চেয়েছে মুক্তি।
পিচঢালা রাস্তায় ডুকরে উঠা কুকুরের দশায়...
কত শত গাছ ধৈর্যহারা হয়ে বাঁচে একটু প্রশান্তির আশায়।
সবুজেরা শুধু চায়না হতে হলুদ...
পাখিরা রোদে চায়না হতে বারুদ...
রদ্ধশ্বাসে পথিক বুঝে উষ্ণতার কি জ্বালা!
মাঠে ঘাটে সবাই খুঁজে বৃষ্টির ঢলের পালা।
অবশেষে মেঘের চুক্তির পরে অনেক খানি হেসে...
আকাশ পানে নামলো বৃষ্টি ঝড়ো বাতাসে ঘেষে।
✍️ ফায়েজা খানম
Everyone

😥😥Everyone
11/04/2024

😥😥
Everyone

গতকালের ম্যাচে পুরো গোলাপি জার্সি পরে মাঠে নেমেছিলেন রাজস্থানের ক্রিকেটাররা। বিরাটদের বিরুদ্ধে এই রাজস্থানের জার্সি বদলে...
07/04/2024

গতকালের ম্যাচে পুরো গোলাপি জার্সি পরে মাঠে নেমেছিলেন রাজস্থানের ক্রিকেটাররা। বিরাটদের বিরুদ্ধে এই রাজস্থানের জার্সি বদলের বিশেষ কারণ রয়েছে। রাজস্থানের দল মহিলাদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে।শুধু গোলাপি জার্সি পরে রাজস্থানের মহিলাদের সম্মান জানিয়েই শেষ করছে না রাজস্থান রয়্যালস শিবির। সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পিঙ্ক আর্মি। তা হল, ম্যাচে যতগুলি ছয় মারবেন ক্রিকেটাররা, সেই অনুযায়ী রাজস্থান রয়্যালস টিমটির পক্ষ থেকে রাজস্থানের ছয়টি বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। যা রাজস্থানের পরিবারগুলিকে উপকৃত করবে। রাজস্থান দলকে এই মহৎ কাজের জন্য স্যালুট।
✍️Collected...

07/04/2024

আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কেউই ভালোবাসেনা আমাদের🖤

06/04/2024

একটা কিউট ভালোবাসা...❤️🥀

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্...
06/04/2024

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের।

04/04/2024

দু‌‌‌'আ🤲

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when AponJon। আপনজন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AponJon। আপনজন:

Share

Category