Kamrul Hasan Rafi

Kamrul Hasan Rafi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamrul Hasan Rafi, Digital creator, Fulbaria.

20/06/2025

গত ১০০ বছরে বিশ্বব্যবস্থা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থায় পৃথিবীতে আমেরিকান সাম্রাজ্য একচেটিয়া আধিপত্য পাই। কারণ হিসেবে বলা যায় নিউক্লিয়ার ওয়েপন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর আমেরিকান সাম্রাজ্য, কি আমেরিকান শক্তি? নামে যে বিশাল একটি শক্তি ছিল তা কিন্তু বিশ্ববাসী জানতো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির কাছে যখন যুক্তরাজ্য রাশিয়া হেরে যাচ্ছিল ইউরোপিয়ান ইহুদিরা এদের জানাই যুদ্ধে জিততে পারেন চাইলে। জাপান পার্ল হারবারে আক্রমণ করে।আমেরিকানরা যুদ্ধ জরায়।এই যুদ্ধে পরমাণু অস্ত্রের মাধ্যমে আমেরিকা জয় লাভ করে। আমেরিকা যতগুলো অস্ত্র কোম্পানি আছে তার ৯০% থেকে ৯৯ শতাংশই ইহুদি মালিকানাধীন। ইহুদীরা জানে সামরিক পাওয়ার মনে সবকিছুর থেকে শক্তিশালী অস্ত্র। যে পরমাণু অস্ত্র দিয়ে একটি বিশ্বযুদ্ধ থামিয়ে দেওয়া যায় সেই পরমাণু অস্ত্র মুসলিমদের হাতে থাকুক, ইহুদীবাদীরা তা চায়না। এজন্যই মধ্যপ্রাচ্যের যতগুলো মুসলিম রাষ্ট্র পরমাণু অস্ত্র, কি ব্যাপার আমার ওপার প্লান্ট নির্মাণ করেছে সেই সব রাষ্ট্রগুলোরে বেছে বেছে ধ্বংস করে দিছে। শুধু বাকি আছে একমাত্র পরমাণু শক্তিদের মুসলিম রাষ্ট্র পাকিস্তান এবং ইরান। তাই ইহুদিবাদীরা কে ধ্বংস করতে চাই। এই দুই দেশ ধ্বংস হয়ে গেলে মুসলিমদের শক্তির ঐশ্বর্য সামরিক সক্ষমতা দুনিয়াতে বলতে কিছু থাকবে না। অতএব জেগে ওঠো মুসলিম বিশ্ব। সহায়তা কর ইরানকে

01/06/2025
01/06/2025
15/03/2025
09/02/2025

ধরণীব্যাপী ঘৃণা, হানাহানি আর যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সৃষ্টি জগতের সব বৈচিত্র আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ধরণীর জন্য এক মহাসংকট কাল প্রায় উপনীত।তা -ও মানবজাতির সম্বিত ফিরছে না। জারক রস আর ঔরস এ দুই দাহ্য পদার্থ এ জগতকে পুড়িয়ে মারছে। মানুষ ক্রমাগত তার উৎপাদন ও ক্রিয়া প্রতিক্রিয়া বাড়িয়েই চলছে। এ দুয়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে না পারলে জগত জ্বলে পুড়ে খাক হয়ে যাবে!

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hasan Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share