Rabeya Nishi

Rabeya Nishi Assalamu Alaikum. It's me Nishi,welcome to my page. Watch my video and enjoy your time

13/07/2024

মা ছেলের সুন্দর এক বিকেলের সুন্দর এক মুহূর্ত

27/06/2024

সবার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম,কিভাবে গাছ থেকে আম পারার ঢং করতে হয়

23/06/2024

বাচ্চা নে আমরাই পাইলা দিবনে,বাচ্চা লাল নীল হাগু দিলেও মার দোষ।

22/06/2024

দাওয়াত খেতে গিয়ে কি বিপদে পরলাম

একটা নবজাতকের মা এর আত্মকাহিনি :- অন্যান্যরা- শিশির তেনা গুলা তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকায় যাক।  মা- তুই রাখ অগুলা আমি ধুইতে...
19/05/2024

একটা নবজাতকের মা এর আত্মকাহিনি :-

অন্যান্যরা- শিশির তেনা গুলা তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকায় যাক।
মা- তুই রাখ অগুলা আমি ধুইতেছি

অন্যান্যরা- ওরে গোসল করাও বেলা চলে গেলো।
মা- গোসল করিয়ে তেল দিয়ে দিছি কোন জামাটা পরাবি?

অন্যান্যরা- ওরে কখন খাওয়াবা খিদা লাগছে না ওর/
মা- এই দেখ পুরা ফিটার খালি খাওয়া শেষ।

অন্যান্যরা- খাওয়াতে নিলে কান্না করবো আমি বুঝিও না।
মা- দে তোর কাছে খাবো না আমি খাওয়াই।

অন্যান্যরা- পটি করছে আসো তাড়াতাড়ি।
মা-( আম্মু কি করো) - বাবু পটি করছিলো ধোয়াই দিলাম।

অন্যান্যরা -বাবু পানি খাবো গো।
মা- বাবুরে পানি খাওয়াইলাম।

অন্যান্যরা- পটির পেন টা এখনো ধোও নাই ওইখানে ফালাই রাখছো কেন? সন্ধ্যায় ধুবা?
মা- এতো সকালেই এগুলা নিয়ে বের হইছোছ ক্যান
রাখ আমি ধুবো।

অন্যান্যরা- কান্না করতেছে ধরো নেও।
মা- দে আমার কাছে কান্না করতাছেনা।

অন্যান্যরা- বাবুর কাপড় গুলা উঠাও গো, ঠান্ডা হয়ে গেলো।
মা- তুই পারবি না সেল্ফে দেখ বাবুর জামা উঠায়ে গরম গরম ভাজ করে রাখছি।

অন্যান্যরা- আল্লাহ রে শি করে একদম ভিজাইলো।
মা- আমার নানু ভাই ই তো শি করবো। করো নানু

অন্যান্যরা - গোসলের পানি এতো ঠান্ডা কেন?
মা- গোসলের পানি রেডি বাবুরে নিয়া আয়।

অন্যান্যরা - এম্নে খাওয়াও কেন? এম্নে গোসল করাও কেন? এম্নে তেল দেও কেন? এম্নে মুছাও কেন? এম্নে জামা পরাও কেন? এমন করলা কেন?
মা- খাওয়াইলাম। গোসল করাইলাম। তেল দিয়ে দিলাম। মুছাই দিলাম। জামা পরা দিছি। সব কিছু এমন করে করবি। এখন শিখ পরের টা আমি না থকলে নিজে নিজে করিস। 🙂

মা এটা একটা শব্দ না এটা একটা ভালোবাসা, এটা একটা আশ্রয়, এটা একটা ভরসার জায়গা, এটা সকল সুখের আধার।

আর এই মায়ের ঋন কখনো শোধ করা যায় না।

★ বিশেষ সতর্কতা ★৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দ...
30/04/2024

★ বিশেষ সতর্কতা ★

৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপদজনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ। ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপদজনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপদজনক লু হাওয়া প্রবল বেগে প্রবাহিত হবে। মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে সানস্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

©

বাসায় এসে মাকে দেখতে না পেয়ে মা মা করে বাসা মাথায় উঠানো, একটু অসুস্থ হলেই একটু পর পর মা বলে জড়ে চিৎকার করা,যত আবদাআবদার ...
27/04/2024

বাসায় এসে মাকে দেখতে না পেয়ে মা মা করে বাসা মাথায় উঠানো, একটু অসুস্থ হলেই একটু পর পর মা বলে জড়ে চিৎকার করা,যত আবদাআবদার সব মার কাছে, মার কাছেই সকল রাগ, অভিমান, কষ্ট,অভিযোগ আর কত কি। হাজার ও কথা যত শত মার কাছে। মা কে নিয়ে যেনো কথা শেষ হবার না কথা। আর এখন যে এত কথা লিখছে সেই মেয়েও আজ মা হওয়ার স্বাদ পেয়েছে। সেও বুঝেছে মা হওয়ার এত সহজ নাহ। মা মানেই হাজার দ্বায়িত্ব, মা মানেই সন্তানকে নিয়ে হাজার চিন্তা। সকল মাকে তাই জানাই শ্রদ্ধা। ভালোবাসা আর দোয়া সকল মার জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

মাশাল্লাহ বলতে ভুলবেন নাহ🥰

20/04/2024

রোদে ডিম ভাজি ゚viralシ

10/03/2024

সকালের নাস্তায় নেহারি,দুপুরে গরুর মাংস

বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ঘটনা ভাষায় প্রকাশ ...
01/03/2024

বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ঘটনা ভাষায় প্রকাশ করার মতো না।
জীবনের কোন নিশ্চিয়তা নেই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক।

প্লিজ শেয়ার করুনমৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️যদি...
26/02/2024

প্লিজ শেয়ার করুন

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল 🥲

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা ❤️

যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন?

সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে।

ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল। 😢

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি
(কালেক্টেড)

আমাদের অনেকেরই হয়ত এটা অজানা তাই সবার জানার স্বার্থে বেশি বেশি শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করি।

শীত চলে যাচ্ছে কারা কারা এই মিক্স আচারটা কে মিস করবেন।
23/02/2024

শীত চলে যাচ্ছে কারা কারা এই মিক্স আচারটা কে মিস করবেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya Nishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabeya Nishi:

Share