Swapnil Hasan Blogs

Swapnil Hasan Blogs I am Social Worker & Traveler l Writer। Presenter l Content Creator l Entrepreneur l Business Man
(2)

24/05/2025

মানুষ শুধু মানুষকে হারিয়ে ফেলে না, কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলে। স্বপ্নিল হাসান l Swapnil Hasan

08/05/2025

আমি বেঁচে আছি দ্বিধা আর সংশয় আর প্রতিনিয়ত সত্য মিথ্যার লড়াই এ।
যেটা মিথ্যা সেটাই যেন ফিরে আসে বারংবার।

08/05/2025

এটা নিঃশেষ হয়ে যাওয়া একরাশ নিরব চিৎকার।
যখন পৃথিবীর শব্দ কেউ শোনে না,
তখন মনের কষ্ট আত্মাকে নিঃশব্দে টেনে নিয়ে যায় অন্ধকারে।

তখন মনে হয় সমাধান বোধ হয় #আত্মহত্যা

07/05/2025

"তোমার প্রতিটি অভিযোগ আমার হৃদয়টাকে চিড়ে ফেলে…যেন ভালোবাসার নামে প্রতিদিন একফোঁটা করে বিষ ঢেলে দাও,
আমি নিঃশব্দে সয়ে যাই—ভেবেই, একদিন তুমি বুঝবে, এই যে ভালোবেসে হারিয়ে যাওয়াটাও কতটা কষ্টের…"।

তোমার প্রতিটি আঘাত আমি সয়ে যাই নিরবে।

04/05/2025

#জীবন—এক অনিশ্চিত গল্পের নাম।

প্ল্যান করি আমরা, স্বপ্ন বুনি পরম যত্নে,
কিন্তু জীবন?
সে চলে নিজের ইচ্ছেমতো।
এক মুহূর্তে যা ঠিক মনে হয়,
পরের মুহূর্তেই সেটাই হয়ে যেতে পারে জীবনের সবচেয়ে বড় অপ্রত্যাশিত বাঁক।

জীবন সত্যিই বড় সংক্ষিপ্ত—
কখন, কীভাবে সব শেষ হয়ে যাবে—
তা কেউ জানে না।

আমরা যতই হিসেব করি,
সময় ঠিকই এসে হিসেব গুলিয়ে দেয়।
একটি ঘটনা, একটিমাত্র ক্ষণ—
আমাদের পুরো পৃথিবীটা উল্টে দিতে পারে।

এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে করে তোলে এতটা রহস্যময়, এতটা গভীর।
কেউ জানে না আগামীকাল নিয়ে আসবে হাসি,
নাকি এক নতুন শূন্যতা।

তাই হয়তো বলা যায়—
জীবন শুধু যাপন নয়,
প্রতিটি মুহূর্তই এক অলিখিত বিস্ময়।

___❐ স্বপ্নীল হাসান

03/05/2025

একজন নারী পারে,
একটা সুন্দর সম্পর্কের বুকে প্রশ্নবাণ ছুঁড়ে দিতে,
কোনো উত্তর পাওয়ার আগেই রক্তাক্ত করে দিতে।

02/05/2025

নারী, তুমি সত্যিই পার…"

নারী তুমি পার বটে —
ভালোবাসার নামে ভালোবাসা দাবি করে,
আর বিশ্বাসের ভেতরেই বুনে দাও সন্দেহের বীজ।

পুরুষ যখন নিঃশব্দে ভালোবাসে,
তুমি তখন শব্দ খুঁজে বেড়াও;
তার নীরবতা তোমার মনে সন্দেহ হয়ে বাজে।

হ্যাঁ, তুমি পার —
একটা সুন্দর সম্পর্কের বুকে প্রশ্নবাণ ছুঁড়ে দিতে,
কোনো উত্তর পাওয়ার আগেই রক্তাক্ত করে দিতে।

তোমার বিশ্বাসহীন সেই চোখের দৃষ্টি,
একটা হৃদয় ধ্বংস করে দিতে পারে—
তবুও তুমি ভাবো, তুমি তো শুধু ভালোবাসা চেয়েছিলে!

আসলে,
যখন ভালোবাসার থেকেও বড় হয়ে দাঁড়ায় সন্দেহ,
তখন সম্পর্কের ভিতটাই চুপচাপ ভেঙে পড়ে।
নিশব্দে, অথচ চিরস্থায়ীভাবে।

02/05/2025

এখন বেঁচে থাকার এক একটা দিন যেন যন্ত্রণাময়..."

নিঃশ্বাস নিচ্ছি ঠিকই,
তবুও মনে হয়,
প্রতিটা নিঃশ্বাসে যেন একটা ওজন টেনে নিয়ে বেড়াই।

ঘুম আসে, কিন্তু শান্তি আসে না —
প্রতিদিন সকালে জেগে উঠি একটা বোঝা নিয়ে,
যেটার নাম ‘বেঁচে থাকা’।

মানুষ ভাবে —
চোখে জল নেই, মানে সব ঠিক।
কিন্তু তারা বোঝে না,
ভেতরের কান্না অনেক বেশি নীরব, অনেক বেশি তীব্র।

এক একটা দিন…
এক একটা রাত…
শুধু বেঁচে থাকার নামেই বাঁচা।
আসলে,
মনের ভেতরে প্রতিদিনই একটু করে মারা যাই।

02/05/2025

অতিরিক্ত বোঝা আর নিরন্তর সন্দেহ—
এই দুইয়ে মিলেই অনেক সম্পর্ক, অনেক জীবন
হারিয়ে যায় চোখের আড়ালে,
চিরতরে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Swapnil Hasan Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swapnil Hasan Blogs:

Share