It’s Fahad Mom

It’s Fahad Mom Welcome to It's Fahad Mom

I’m Fahad mom
I’m honored and thrilled to have you here. This Page has helped baby tips and fahad video

04/04/2025

আসসালামু আলাইকুম,
সবাই, আমার বাবা টার জন্য দোয়া করবেন।
゚viralシ

বিয়ের পর সব স্বপ্ন, স্বপ্ন হয়ে থেকে যায়  বাড়ির বউয়ের কোনো অধিকার নেই স্বপ্ন পূরন করার "বিয়ের পর  নিজের কোনো ইচ্ছার দাম ন...
26/04/2024

বিয়ের পর সব স্বপ্ন,
স্বপ্ন হয়ে থেকে যায়
বাড়ির বউয়ের কোনো অধিকার নেই স্বপ্ন পূরন করার "
বিয়ের পর নিজের কোনো ইচ্ছার দাম না পাওয়া গেলেও তাদের ইচ্ছার দাম দিতে হবে ১৬ আনা!
হায় রে দুনিয়ায় নিতি!

25/04/2024
23/04/2024

শিশু বিশেষজ্ঞরা বলছেন, বিটরুট শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী একটি খাবার। এতে রয়েছে ভিটামিন এ, বি, সি, কে ও ই এবং পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লৌহ, খনিজের মতো উপকারী উপাদান।

এসব উপাদান ডায়রিয়া, রাতকানা, বেরিবেরি, কৌণিক স্টোমাটাইটিস, রিকেট, গ্লোসাইটিস, অস্টিওম্যালাসিয়া ইত্যাদি শিশুদের বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস করতে পারে।

তাছাড়া শিশু যদি রক্ত স্বল্পতায় ভোগে তবে নিয়মিত খাওয়াতে পারেন বিটরুট সবজিটি। এ সবজি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
ৃতবে বিটরুট শিশুকে খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। চিকিৎসকরা বলছেন, শিশুর বয়স ১ বছরের ওপরে হলেই কেবল শিশুকে বিটরুট খাওয়ানো যেতে পারে। এর আগে শিশুকে বিটরুট খাওয়ানো হলে তা শিশুর হজমে সমস্যা তৈরি করবে।

এক বছরের পর শিশুকে ২ চামচ করে বিটরুট খাওয়ানো শুরু করুন। এসময় শিশুর ডায়েটে সঙ্গে রাখুন অন্য সব প্রয়োজনীয় খাবার। তবে খেয়াল রাখবেন বিটরুট খাওয়ানোর পর ৪ দিনের মধ্যে শিশুর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে এ সবজি খাওয়ানো থেকে শিশুকে বিরত রাখুন। পরবর্তীতে শিশুকে বিটরুট খাওয়ানোর আগে অবশ্যই কোনো শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই শিশুকে খাওয়ান পুষ্টি সমৃদ্ধ সবজি বিটরুট।

21/04/2024

সময়কে যদি ঠিকমত ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমত ব্যবহার করো, তবে কাজের পরিমান দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে।

17/04/2024

আগে দুজন ঝগড়া করলে
তৃতীয় জন এসে থামাতো।
আর এখন দুজন ঝগড়া করলে
তৃতীয় জন এসে ভিডিও করে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when It’s Fahad Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share