02/06/2025
আজ এক আপুর লাইভ দেখলাম।
তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন,
“আমি কেমন হইলে তুমি আর চিট করবানা? তুমি যেমন চাও আমি তেমনই হবো।”
এই একটা লাইনে কতটা ভাঙা স্বপ্ন, কতটা আত্মত্যাগ, আর কতটা অপমান লুকিয়ে থাকে — সেটা কেবল অনুভবেই ধরা পড়ে।
এমন প্রশ্ন করার মানেই হলো একজন মানুষ নিজের অস্তিত্ব ভুলে গিয়ে কারো ‘মনমতো হয়ে’ বাঁচতে চাচ্ছে — শুধু সেই মানুষটা যেন আর ঠকায় না।
এই কথাগুলো শুনে বুকটা ধরে এলো।
একটা মেয়েকে এমনভাবে ভেঙে পড়তে দেখা,
যে নিজের অস্তিত্ব মুছে ফেলার প্রতিশ্রুতি দেয় —
শুধু একজন মানুষ যেন আর তাকে ঠকাতে না পারে।
❌ কিন্তু সত্যি কি কাউকে “মন মতো গড়া”
কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে?
পারফেকশন দিয়ে লয়ালটি মেলে না।
লয়াল স্বামী পাওয়ার জন্য
না রূপে ১০/১০ হতে হয়,
না শিক্ষায় সবার চেয়ে এগিয়ে থাকতে হয় —
এটা শুধু ভাগ্য আর সঠিক মানুষটা পাওয়ার এছাড়া কিছুই না😅
কিন্তু পরকীয়া করার কোনো যুক্তিই আসলে ন্যায়সঙ্গত নয়।
সম্পর্ক মানে বিশ্বাস, সম্মান, ও দায়বদ্ধতা। যদি কেউ খুশি না থাকে, তাহলে সেটা নিয়ে খোলাখুলি কথা বলা উচিত — ধোঁকা নয়।
ভাবি...
এত সুন্দর সুন্দর সম্পর্কগুলো কীভাবে
এমন নোংরা পরকীয়ার জালে জড়িয়ে নষ্ট হয়ে যায়?
মানুষ কীভাবে এমন করে ভাই?
আমার মতো অনেকেই আজকাল মনে মনে এই প্রশ্ন করে —
“বিয়ে করব কি না, বিশ্বাস করব কাকে?”
কারণ চারপাশে এত ভাঙা সম্পর্ক, এত ঠকানো, এত কান্না —
ভালোবাসার নামেই যেন প্রতারণা এখন "নতুন স্বাভাবিক" হয়ে গেছে।
নিজের অস্তিত্ব, নিজের স্বাভাবিকতা বিসর্জন দিয়ে
একজন মানুষকে মনমতো করে গড়ে তোলার চেষ্টায়
কি কোনো সম্পর্ক সত্যিই টিকে?
তাই আমি মনে করি "যে থাকতে চায় না, তাকে জোর করে পাশে রাখা মানে ট্যাক্সি ড্রাইভারকে রিকশা চালাতে বলার মতো—
না সে খুশি, না তুমি ঠিক গন্তব্যে পৌঁছাবে!"
তাই আমি এখনও একা কারন আমি আসলে জোর করে কাউকে আমার করতে চাইনা😂
নিজের আলো নিভিয়ে কারও ছায়া হয়ে থাকা বোকামি ছাড়া কিছুই নয়।🙂