04/05/2024
~মহান আল্লাহ তায়ালার সাহায্য আমি খুব কাছ থেকে দেখেছি-আলহামদুলিল্লাহ-😭😭😭😭😭😭
**
রাত ২:৪৫ মিনিট-হঠাৎ বৃষ্টি প্রবল বাতাস-পর পর তিনটি বজ্রপাত একই জায়গায়-কারেন্ট লাইন থেকে গ্যাস লাইনে আগুন ধরে বাসায় একবারে নিচ তলায় মেইন গেটের মধ্যে-অক্সিজেন একবারে শূন্য-আমরা দুই ভাই ঘুম থেকে উঠেই গায়ে কিছু ছিল না খালি গায়ে লুঙ্গি পরে ছুটলাম তখন আর কিছুই করার ছিল না সবাই ছাদের দরজা ভেঙে ছাদে উঠলাম সেখানে ছিল পাঁচ ফিট উপরে চারটি কারেন্ট টের লাইন কি ভয়াবহতা-আগুনের কি তাপ আমি এই প্রথম অনুভব করলাম -এই বৃষ্টির মধ্যে চারটি ছাদ পেরিয়ে এক বাসায় প্রবেশ করি-পাশের ফ্লাটের মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কারো কিছু করার ছিল না-আমার চোখের সামনে স্বামী স্ত্রীর খবর নেয়নি-এই বৃষ্টির মধ্যে নিজের হাতে কতো বাবু পার করে দিলাম-কার বাবু খবর ও ছিল না-সবাই নিজে বাঁচতে মরিয়া হয়ে গেলো-😭-এতো ভয়াবহ আগুন লাগছে -কিছুক্ষণ পর আল্লাহর রহমতে এমন তিব্র ভাবে বৃষ্টি আসছে আগুন আর উপর তলায় উঠতে সাহস পাইনি-পরে ফায়ার সার্ভিস আসে এক ঘন্টা পর_অনেক কিছু লেখার ছিল আমি বাকরুদ্ধ-আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে জীবনের প্রথম বিপদ থেকে বেছে গেলাম- সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল জ্বী আসসালামুয়ালাইকুম-🥀💔😓