হেদায়াতের বাণী

হেদায়াতের বাণী u can call us or send msg to contact with us �

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?স্ত্রী বললেন, '...
24/06/2025

এক লোক রাতে বাড়িতে এসে দেখেন, তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, 'ওরা নামায পড়েছে'?

স্ত্রী বললেন, 'বাড়িতে কোনো খাবার ছিলোনা। সবাই ক্ষুধায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। নামায পড়েনি'।

'ওদেরকে জাগিয়ে দাও। ওরা নামায পড়ুক'।

'ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরাতো ক্ষুধায় আবার কান্না-কাটি করবে'।

'ওদেরকে জাগিয়ে দিতে বলেছি জাগিয়ে দাও। আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআ’লার উপর'।

আল্লাহ তাআ’লা বলেছেন,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى

"তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোন রিযিক চাইনা আমিই তোমাদেরকে রিযক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকীদের জন্য"।
(১৩২ - সূরা ত্বহা)

একথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামায়ে দাঁড় করিয়ে দিলেন। নামায শেষ করে যখন তারা উঠলো। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেলো, এক লোক তার কাধে অনেক খাবার। লোকটি বললো, 'এগুলো আপনার পরিবারের জন্য। গ্রহণ করুন'।

লোকটি কৈফিয়তের সুরে আরো বললো, 'শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচন্ড কথা কাটাকাটি হয়ে গেলো। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়েই চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেন, যেখানে নেন সেখানে খাবারগুলো দিয়ে আসবো। আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছিনা, কে আমাকে আপনার দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিলো'

-✍️আব্দুল্লাহ বিন হুজাইফা

With Muslim – I just got recognized as one of their top fans! 🎉
21/06/2025

With Muslim – I just got recognized as one of their top fans! 🎉

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লি'বি'য়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।যে...
21/06/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)

একজন লি'বি'য়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।

যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।

নিরাপত্তা বাহি'নীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”

এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।

কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!

অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”

কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”

হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।

অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা।
সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”

প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো: প্লেনে আবারও সমস্যা হয়েছে!

এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”

শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।

এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা করো না…

যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, বিশ্বাস করো… তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।

শর্ত একটাই: নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

শায়েখ আবু বকর হাফিঃ র পোস্ট থেকে নেওয়া।

#হেদায়াতের_বাণী ゚

18/06/2025

😌😌😌

゚ #হেদায়াতের_বাণী Muslim

17/06/2025

ইনি হচ্ছেন প্রকৃত নারী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে কিছুক্ষণ আগে সন্ত্রাসী রাষ্ট্রটি হা*মলা চালিয়েছে। ভিডিওতে দেখতে পাবেন- এই নারী সঞ্চালক যখন সরাসরি কথা বলছিলেন; ঠিক তখনই হা*মলা হয়। ভাববেন না হা*মলায় সাহসী এই নারী দমে গিয়েছেন। এই ধ্বংস স্তুপের নিচে দাঁড়িয়ে দশ মিনিট পর তিনি আবার লাইভে এসেছেন। আজকের এই ঘটনার পর ইরান ঘোষণা করেছে- ইতিহাসের ভয়ংকরতম মিসাইল আক্রমন করা হবে সন্ত্রাসী রাষ্ট্রটির বিরুদ্ধে। ইরান কতদিন এই লড়াই করতে পারবে, আমার জানা নেই। কারন আরব রাষ্ট্রগুলো মৌজ-মাস্তিতে ব্যস্ত। কেউ ওদের সাহায্য করছে না। তবে এটা জানি- যে দেশে এমন সাহসী নারী জন্মায়; সেই দেশ হারবে না।

#হেদায়াতের_বাণী ゚

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
12/06/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো...
12/06/2025

একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?০

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

লেখা : সংগৃহীত

゚ #হেদায়েতের_বাণী Highlights

অপেক্ষার অবসান  সেই বিশেষ মুহূর্ত❤️অহংকার পতনের মূল❤️ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি।স্বাধীনতা নিজের চোখে তোমাকে দেখলাম ৩৪ জু...
05/08/2024

অপেক্ষার অবসান সেই বিশেষ মুহূর্ত❤️
অহংকার পতনের মূল❤️
আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়নি।

স্বাধীনতা নিজের চোখে তোমাকে দেখলাম
৩৪ জুলাই= ৫ আগস্ট ২০২৪
ছাত্র আন্দোলনের শক্তি দেখলে তো ❤️

যখন গুলাগুলি চলতেছিলো কোথাও একটু আশ্রয় পাই নাই। আমার মাথায়ও ইট পরছে। আমাদের ভাই বোন ছাড়া একটা লোকও আসে নাই। সবাই তামাশা ...
03/08/2024

যখন গুলাগুলি চলতেছিলো কোথাও একটু আশ্রয় পাই নাই। আমার মাথায়ও ইট পরছে। আমাদের ভাই বোন ছাড়া একটা লোকও আসে নাই। সবাই তামাশা দেখতেছিলো। একটা লোক কে বলতেছিলাম মামা প্লিজ গেইটা খুলে দেন না। কান্না করতেছিলাম, কান থেকে আমার রক্ত পরতেছিলো কিন্তু কেউ গেইট খুলে নাই। প্রতিটা গেইট বন্ধ করে দিয়েছিলো যাতে কোনো ছাত্র-ছাত্রী ঢুকতে না পারে। আমার সামনে ভাই টাকে কিভাবে মেরে ফেললো। তার চিৎকার আমি কি করে ভুলবো?

— কুমিল্লা 💔
— ৩৪ জুলাই, ২০২৪

17/07/2024

দেশের মানুষের প্রতি আহ্বান জানান,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এগিয়ে আসার জন্য।
সবাই সবার আইডি থেকে পোস্ট করুন।

রণক্ষেত্রে রূপ নিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়।
পুরো টোকাই দিয়ে ভরে গেছে আমাদের ক্যাম্পাস।


কিন্তু অমুকের যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলেই শুরু হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ। ‘আল্লাহ, ক্যান আমার সাথে এমন...
28/02/2023

কিন্তু অমুকের যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলেই শুরু হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ। ‘আল্লাহ, ক্যান আমার সাথে এমন করলেন'?

আচ্ছা তুমি যাকে চাচ্ছো, তার সাথে বিয়ে যে তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হবে, এটা কি তুমি নিশ্চিত জানো? হয়তো বিয়ের পর দেখা গেল সে পরকীয়া করছে, দু'হাতে টাকা অপচয় করছে, তোমার সাথে ঝগড়া করছে, তোমার বাবা-মাকে কষ্ট দিচ্ছে, অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, তোমার গায়ে হাত তুলছে। অথবা দেখা গেল বউয়ের কারণে তুমি ঘুষ খাচ্ছো, হারাম ইনকামের দিকে ঝুঁকছো। হতে পারে স্বামী তোমাকে পর্দা করতে দিচ্ছে না...এমন অনেক কিছুই তো হতে পারে, তাই না? তুমি যেটাকে শাস্তি মনে করে অভিযোগ করছো, হয়তো সেটা আসলে তোমার জন্য নিয়ামত। কিন্তু তুমি সেটা এখনো বুঝতে পারছো না। অধৈর্য হয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছো! তাছাড়া এভাবে সরাসরি নাম ধরে বিয়ের জন্য দু'আ করা ঠিক না। সালাফরা আমভাবে কল্যাণের জন্য দু'আ করতেন। এভাবে দু'আ করতে পারো যে,

“হে আল্লাহ, যদি সে আমার দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো হয় তাহলে তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন, আর যদি ভালো না হয় তাহলে তাকে ভুলে যাবার তাওফিক দিন, তার উপর থেকে আমার মন উঠিয়ে নিন।’

সবচেয়ে ভালো হয় আল্লাহর শিখিয়ে দেওয়া পদ্ধতিতে দু'আ করলে,

‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখ শীতল করে। এবং আমাদেরকে মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন। (৪০১)

এর চেয়ে সুন্দর দু'আ তুমি করতে পারবে? এর চেয়ে সুন্দর দু'আ করা সম্ভব? তবে শুধু দু'আ করে গেলেই হবে না, বিয়ে করার জন্য দায়িত্বশীল আচরণ করতে হবে৷

'আকাশের ওপারে আকাশ' বই থেকে...
গ্রুপঃ Kitaab Glimpse Society

20/02/2023

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when হেদায়াতের বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share