Shilu's Vlogs

Shilu's Vlogs সাপোর্ট করবেন সবাই , ধন্যবাদ �

এইটা কি পাতা কে কে চিনেন বলেন তো দেখি🤔
10/06/2025

এইটা কি পাতা কে কে চিনেন বলেন তো দেখি🤔

27/05/2025

যেই পরিমাণে ঘামতেছি, এই ঘাম থেকে বাষ্প হবে, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি।

26/05/2025

আমি কত টা লাইফলেস হইলে ল্যায়লার এই ৩ ঘন্টা ১৯ মিনিটের ভিডিও পুরো টা দেখি🥴🥴🥴
সিরিয়াসলি ভাই লায়লা🥴

25/05/2025

নিরাপদ দূরত্ব বজায় রাখুন! LIFE : 40 I RJ Kebria I Studio

21/05/2025

শুভ সন্ধ্যা সবাইকে ❤️

20/05/2025

শাড়ি পরলাম আর ধোকা ও খেলাম 😭

08/05/2025

একজন Polash Saha আত্ম*হ*ত্যা করেছেন তাই নিয়ে সবার দুঃখ। সবাই ব‌উকে দোষ দিচ্ছে। আসলে তো কেউ জানেনা যে ব‌উ প্রকৃত দোষী কিনা। ব‌উ হয়ত তার নিজের মত করে সংসার করতে পারে নাই তার শাশুড়ি র জন্য। বা শাশুড়ি র সাথে সম্পর্ক ভালো ছিল না। শাশুড়ি র তো আরো ছেলে ছিল তাদের কাছে কেন থাকত না। যেখানে এত অশান্তি সেখানেই কেন থাকত। অন্য ভাইয়েরা যখন দেখল তাদের মাকে ভাইয়ের বউ পছন্দ করে না বা তার দেখাশোনা করে না তখন তারা কেন তাদের কাছে রাখল না। আর মা যদি এতই ছেলের ভালো চায় তাহলে সেই বা কেন এত অশান্তি র মধ্যে ও ছিল। অন্য ছেলেদের কাছে ও তো যেতে পারত। তার এই ছেলে তো ভালো চাকরি করত । উন্নত জীবনযাপন ছিল। হয়ত ছেলের বউকে এত কিছু র কতৃত্ব সে দিতে ই চায়নি। ছেলের সংসারে খবরদারি করছে। ছেলের বিয়ের পর ও ছেলে ব‌উয়ের সংসারে খবরদারি র ফল এমন‌ই ভয়ংকর হয়। শাশুড়ি - এদের জীবন শেষ হয় তবুও সংসারে র মোহ শেষ হয় না। নতুন ব‌উ বিয়ের এক যুগ হয়ে যায় তবু তারা নিজের মত সংসার করতে পারে না। এই শাশুড়িদের জন্য। বাঙালি এমন কয়টা পরিবার আছে যেখানে ব‌উ তার নিজের মত করে সংসার গুছিয়ে নিতে পারে। অনেক শিক্ষিত এমনকি স্বাবলম্বী মেয়েরা ও পারে না। আর এই জন্যই শাশুড়ি -ব‌উমার মধ্যে এত দ্বন্দ্ব। শাশুড়িদের উচিত ব‌উকে তার নতুন সংসার তার নিজের মত সাজানোর সুযোগ দেয়া। এতে উভয়ের ই মঙ্গল।

বি দ্র ঃ বাস্তবে এমন পরিবার দেখেছি। যেখানে শাশুড়ি -ব‌উমার এমন অশান্তি লেগে ই থাকে। আপনারা ভালো হয়ে যান🤗🤪😁

দয়া করে আমাকে নিয়ে পরবেন না।আমি পরিবার নিয়ে স্বাভাবিক আছি।তবে এমন অনেক দেখেছি তাই বল্লাম।আসলে কিছু শাশুড়ী চান না তার ছেলে তার সংসার তার ছেলের বৌ এর হোক বিশেষ করে শ্বশুর না থাকলে তারা ছেলে কে আরো আকরে ধরে বাঁচতে চায় এটা দোষ এর কিছু না তবে ছেলে ও তার বৌ এর সুখ সহ্য না করতে পারলে বিপত্তি বাঁধবেই।একটা কথা মনে রাখবেন ছেলে আর তার বৌ ভালো থাকলে আপনাকেও তারা ভালো রাখবে এবং আপনার ছেলেও ভালো থাকবে।

Address

Fulbaria

Telephone

+8801738911753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shilu's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shilu's Vlogs:

Share

Category