আদর

আদর আমার অপেক্ষার শহরে তুমি এক অস্তিত্বহীন নির্বাক কবিতা ...!🤍🌸🌿

07/05/2025

একটা আফসোস আর হিসেব-না-মেলা জীবনই না হয় হতো!
পদে পদে যার ভুল বোঝাবুঝি'র অবাক করা গল্প বুনে রাখা!
রান্নাঘরে' পাতিলের পানিতে,জিই'য়ে রাখা শোল মাছ গুলো,
না হয় স্বাক্ষী থেকে শুনেই যেতো রাতভর তর্কাতর্কির পুঁথি!
বাজারের ব্যাগ ছুঁড়ে দিয়ে চোখে চোখে লাগতো বিশ্বযুদ্ধ!
এমন রেষারেষিই না হয় চালু রাখতাম মাসের পর মাস!
অহংবোধ পুষে দুজনের'ই বন্ধু হয়ে যেতো...একাকীত্ব!
এরপর শুধু তারিখে তারিখে নেমে আসতো শীতবৃষ্টি!
পাথর-স্মৃতির ঐ বোঝাই না হয় বইতাম হাসি মুখে!
বিছানা গোছাতে গিয়ে গলা ধরে আসতো বারবার!
কাছের বন্ধুরা না হয় হয়ে যেতো জীবন্ত ডাকঘর!
দুজন দু'জনের খোঁজ রাখতাম ওদের মুখে মুখে!
এভাবে বহুদিন যাবার পর ওরাও হাল ছাড়তো!
নিঃসঙ্গতা সাঁতার কাটতে ডাকতো যখন তখন!
না হয় ক্ষোভ জমিয়ে রেখে শত্রুই হতাম শেষে!
জিততে গিয়ে না হয় বারবার হারতাম দুজনই!
ছেলেমানুষী করে বুঝে যেতাম এভাবে হবে না!
ভুলে যেতে হলে সহস্র মানব জনম প্রয়োজন!
না হয় সে তাগিদেই একটা অরণ্য কিনতাম!
হতাম না হয় কবি দুজনের কেউ একজন!
এরপর আমাদের দেখা হতো বিষাদরণ্যে!
কলাপাতায় ভাত মেখে খেতাম সেখানে!
গাছের উপরে সংসার শুরু হতো ফের!
গোলপাতার বালিশ মুছে দিত ক্লান্তি!
শামুক হতো মিষ্টি পানির জলাধার!
কেওড়ার পাতা কম্বল হতো শীতে!
এভাবেও তো হতো কাছে থাকা!
না হয় এটুকুই হতো গল্প শেষে!
হিসেব-না-মেলা পরাবাস্তবেই
না হয় থেকে যেতাম দুজনে!
এই চাওয়াটা কি খুব বেশী!
জানলে কি আর নামতাম!
দেউলিয়াত্বের এ খেলায়!
যেখানে আশ্রয়হীনতা-ও
সাথে থাকেনা কারোর!
সাথে থাকে শুধু সহস্র
অজস্র না হতে পারা
তুমি আর আমিরা!
যাদের কেউ নেই
অক্ষরে শব্দেও
যারা খাদহীন
অটুট একা!
ঐশ্বরিক!
শূন্য!

━━━━━━━━━━━━
ঐশ্বরিক শূন্য
জামিল হাদী

| ' বেদুঈন মাস্তুল ' বইয়ের কবিতা | ২০২১ |

22/04/2025

তুমি আমার হলে তোমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে পারবো কিনা জানি না। তবে তোমায় আগলে রাখবো, যত্নে রাখবো বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে। শুনেছি, অভাবে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়! অভাব-অনটনের ছোট্ট সংসারে তুমি আদর আর যত্নে পোষ মানবে তো?

তোমাকে মাথায় তুলে রাখতে পারবো না একদম। তার মানে এই না, তোমায় মাটিতে রাখবো। তোমার আশ্রয় আমার বুকে, আমার বুকের বাম পাশ, ডান পাশে। তোমাকে সুখী করতে পারবো কিনা তার নিশ্চয়তা দিচ্ছি না, তবে দুঃখের কালো ছায়া তোমার জীবনে আসতে দিবো না, অন্তত এটুকু নিশ্চয়তা দিতেই পারি। কি বলো?

তুমি আমার হলে পৃথিবীর কোনো দুঃখ-কষ্ট, হতাশা, না পাওয়ার আক্ষেপ, মাইগ্রেন, একাকিত্ব, নিঃসঙ্গতা ঘুচে যাবে। তুমি আমার কাছে শুধুই তুমি নও, তুমি আমার সম্পদ। তোমাকে পেলে এইসব দুঃখের দিনগুলো সহজে কাটানো যায়, সহজে ফুরায়।

তোমাকে রাজপ্রাসাদে রেখে অবহেলায় ফেলে রাখবো না। মনের এই ছোট্ট কুঁড়ে ঘরে হবে তোমার বসবাস। এই ঘরে তুমি হবে রানী, আর আমি হবো তোমার রাজা।

কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, নয় কোনো মিথ্যা প্রলোভন। তুমি আমার হলে তোমাকে অন্তত অবহেলা, অনাদরে ফেলে রাখবো না। জীবনের সব দুঃখ-কষ্ট, হতাশা, না পাওয়ার আক্ষেপ পেয়ে এসেছো, আমার কাছে এসে না হয় সব ভুলে যেও...

তোমাকে নিজের করে পাওয়াই আমার কাছে সুখ। আর সেই সুখ আমি সারাজীবন পেতে চাই। এমন অল্প অল্প করে নয়, তোমাকে চিরদিনের জন্য নিজের করে পাওয়ার নিশ্চয়তা চাই। আমি যেন পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে পারি, “ ভালোবেসে আমি ঠকিনি। আমি জয় করেছি আমার ভালোবাসার মানুষটাকে। ” তোমাকে পেলে আমার আফসোস কিংবা দুঃখ পাওয়ার জায়গা কোথায়?

22/04/2025

-যত্ন সবচেয়ে বড় প্রেম!🌸

ত্রিমাত্রিক দুনিয়ায় বহুমাত্রিক তুমি-দ্বিমাত্রিক প্রেম আর মাত্রাহীন আমি!🖤
22/02/2025

ত্রিমাত্রিক দুনিয়ায় বহুমাত্রিক তুমি-
দ্বিমাত্রিক প্রেম আর মাত্রাহীন আমি!🖤

সর্বহাড়া পথিকের ছন্নছাড়া অস্তিত্ব, মাতোয়ারা পথকষ্টের হতচ্ছাড়া একাকীত্ব! 🖤
22/02/2025

সর্বহাড়া পথিকের ছন্নছাড়া অস্তিত্ব, মাতোয়ারা পথকষ্টের হতচ্ছাড়া একাকীত্ব! 🖤

21/02/2025

সময় যত অতিক্রম হয়, বাস্তবতা ততোই কঠিন হয়..!🙂❤️‍🩹

10/08/2024

পূর্ণতা।
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় 👀🫀❤️‍🩹

লং ডিসটেন্স রিলেশনশীপ (সেইম এইজ)!!পাঁচ বছরের সম্পর্ক আমাদের..বছরে সব মিলিয়ে দশ দিনও দেখা হয়না আমাদের.. প্রিয় মানুষটা দ...
21/06/2024

লং ডিসটেন্স রিলেশনশীপ (সেইম এইজ)!!

পাঁচ বছরের সম্পর্ক আমাদের..
বছরে সব মিলিয়ে দশ দিনও দেখা হয়না আমাদের.. প্রিয় মানুষটা দূরে থাকাকালীন, জীবন তাকে ছাড়া উপভোগ করা, বোধহয় জীবনের সর্বোচ্চ শাস্তি। অথচ কি মায়ায় প্রিয় মানুষটা পরে থাকে মনের গভীরে। প্রিয় মানুষটা থেকেও না থাকা জুড়ে সবটা থেকে যায়। এই যে মিস করা এটাকে বোধহয় শুদ্ধ ভালোবাসা বলে! এমন প্রেমে যেখানে ছোঁয়ার অধিকার থাকে না । কিন্তু ভালোবাসার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। দিনশেষে ভালোবাসা সুন্দর।🌸❤️

Copy

"..বি'ক্ষোভে বিপ্লবে তোমাকে চাই.."🦋❤️©Abid
21/06/2024

"..বি'ক্ষোভে বিপ্লবে তোমাকে চাই.."🦋❤️

©Abid

ছুটি শেষ..!😓Artist - Arnab Das
21/06/2024

ছুটি শেষ..!😓

Artist - Arnab Das

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share