07/05/2025
একটা আফসোস আর হিসেব-না-মেলা জীবনই না হয় হতো!
পদে পদে যার ভুল বোঝাবুঝি'র অবাক করা গল্প বুনে রাখা!
রান্নাঘরে' পাতিলের পানিতে,জিই'য়ে রাখা শোল মাছ গুলো,
না হয় স্বাক্ষী থেকে শুনেই যেতো রাতভর তর্কাতর্কির পুঁথি!
বাজারের ব্যাগ ছুঁড়ে দিয়ে চোখে চোখে লাগতো বিশ্বযুদ্ধ!
এমন রেষারেষিই না হয় চালু রাখতাম মাসের পর মাস!
অহংবোধ পুষে দুজনের'ই বন্ধু হয়ে যেতো...একাকীত্ব!
এরপর শুধু তারিখে তারিখে নেমে আসতো শীতবৃষ্টি!
পাথর-স্মৃতির ঐ বোঝাই না হয় বইতাম হাসি মুখে!
বিছানা গোছাতে গিয়ে গলা ধরে আসতো বারবার!
কাছের বন্ধুরা না হয় হয়ে যেতো জীবন্ত ডাকঘর!
দুজন দু'জনের খোঁজ রাখতাম ওদের মুখে মুখে!
এভাবে বহুদিন যাবার পর ওরাও হাল ছাড়তো!
নিঃসঙ্গতা সাঁতার কাটতে ডাকতো যখন তখন!
না হয় ক্ষোভ জমিয়ে রেখে শত্রুই হতাম শেষে!
জিততে গিয়ে না হয় বারবার হারতাম দুজনই!
ছেলেমানুষী করে বুঝে যেতাম এভাবে হবে না!
ভুলে যেতে হলে সহস্র মানব জনম প্রয়োজন!
না হয় সে তাগিদেই একটা অরণ্য কিনতাম!
হতাম না হয় কবি দুজনের কেউ একজন!
এরপর আমাদের দেখা হতো বিষাদরণ্যে!
কলাপাতায় ভাত মেখে খেতাম সেখানে!
গাছের উপরে সংসার শুরু হতো ফের!
গোলপাতার বালিশ মুছে দিত ক্লান্তি!
শামুক হতো মিষ্টি পানির জলাধার!
কেওড়ার পাতা কম্বল হতো শীতে!
এভাবেও তো হতো কাছে থাকা!
না হয় এটুকুই হতো গল্প শেষে!
হিসেব-না-মেলা পরাবাস্তবেই
না হয় থেকে যেতাম দুজনে!
এই চাওয়াটা কি খুব বেশী!
জানলে কি আর নামতাম!
দেউলিয়াত্বের এ খেলায়!
যেখানে আশ্রয়হীনতা-ও
সাথে থাকেনা কারোর!
সাথে থাকে শুধু সহস্র
অজস্র না হতে পারা
তুমি আর আমিরা!
যাদের কেউ নেই
অক্ষরে শব্দেও
যারা খাদহীন
অটুট একা!
ঐশ্বরিক!
শূন্য!
━━━━━━━━━━━━
ঐশ্বরিক শূন্য
জামিল হাদী
| ' বেদুঈন মাস্তুল ' বইয়ের কবিতা | ২০২১ |