Hafez Sayfuzzaman khokon

Hafez Sayfuzzaman khokon তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত
তার মানে তুমি একজন ভাল মানুষ।

""মাবুদ গো"""
মৃত্যুর সময় কালেমা নসিব করিও
لا اله الا الله محمد رسول الله.....
আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,

“প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে।” [মিশকাত]– হযরত মুহাম্মদ (সাঃ)
09/07/2025

“প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে।” [মিশকাত]
– হযরত মুহাম্মদ (সাঃ)



22/06/2025

বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর যুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।

13/06/2025

“মৃত্যুকে খুঁজো (অর্থাৎ, সাহসী হও) তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে।”
– হযরত বাকর (রাঃ)

13/06/2025

-আজ চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে না!

আল-মুমিনুন- ৬৫

12/06/2025

উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।
- সূরা আয-যারিয়াত ৫১:৫৫

01/06/2025

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। - ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ।

বিশ্ব নবী যখন কোনো রাস্তা দিয়ে যেতেন দুই পাশে সুগন্ধ ছড়িয়ে পড়তো।        - সুবহানাল্লাহ্        *** শুভ সকাল***
27/05/2025

বিশ্ব নবী যখন কোনো রাস্তা দিয়ে যেতেন দুই পাশে সুগন্ধ ছড়িয়ে পড়তো।
- সুবহানাল্লাহ্
*** শুভ সকাল***

26/05/2025

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শুনে না! আথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শুনেন।

18/05/2025

আমার জীবনের প্রতি কোনো অভিযোগ নেই..😓🥀
আলহামদুলিল্লাহ ❤️❤️

15/05/2025

আল্লাহকে মজবুতভাবে ধর, তিনিই তোমাদের অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। - সূরা আল-হাজ্জ ২২:৭৮

14/05/2025

ভালো থাকার জন্য তো এতটুকই যথেষ্ট যে সবকিছু আমার আল্লাহর নিয়ন্ত্রণে....

13/05/2025

“অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস।”
– হযরত বাকর (রাঃ)

Address

Fulbaria
1360

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Sayfuzzaman khokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hafez Sayfuzzaman khokon:

Share