ShuvRo Vai শুভ্র ভাই

ShuvRo Vai শুভ্র ভাই শুভ্র মেঘের আড়ালে খুঁজে পাওয়া এক রঙ, শুধু তার সঙ্গেই মিলন হয়। আর অজানায় রয়ে যায়...??!!

23/07/2025

জীবন কতটা অনিশ্চিত, তারপর কিছু মানুষ অন্য মানুষকে ঠকায়। আমি শুধু এটাই চিন্তা করি, তাদের মনে ভয় লাগে না? একটা মানুষকে ঠকানো এতই সহজ? আপনি যাকে ঠকিয়ে ফিরে তাকালেন না। কাল যদি তার মৃ'ত্যুর খবর পান। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন তো?

14/07/2025

তুমি চাও, সব সহ্য করেই আমি থাকি৷ অবহেলা, অনাদর, দিনের পর দিন যোগাযোগহীনতায়, অনাগ্রহের পরেও তবুও যেন থেকে যাই। তোমার কাছে ভালোবাসা মানে, সবকিছুই তোমার ইশারায়, তোমার ইচ্ছেতে।

তুমি শুধু নিজের মতো ভাবো, আমার কষ্টের কথা ভাবো না। ভালোবাসা একতরফা? তবে কেন আমাকেই শুধু সহ্য করতে হবে সব?

তুমি চাও অবহেলা ভুলে গিয়ে, অনাদর সহ্য করে সবকিছু ছেড়ে, ভুলে তোমার কাছেই থাকি। অথচ তুমি সামান্য অভিমানের দেয়াল টপকাতে পারো না। তুমি কি এমন ভালোবাসো? যে ভালোবাসায় কোনো আকুলতা নেই, কাছে পাওয়ার আকাঙ্খা নেই।

তুমি চাও, সুন্দর একটি সম্পর্ক যেখানে ভালোবাসা থাকবে, তুমি ভালো থাকবে। তবে তুমি ভালোবেসে সম্পর্কটাকে সুন্দর করতে চাওনা, সম্পর্কের মানুষটার যত্ন নিয়ে তাকেও ভালো রাখতে চাওনা।

মন চাইলে কথা বলো, না চাইলে বলো না।
তুমি চাও সবকিছুই তোমার পছন্দে হোক, আমিও তাই চাই৷ তবে কেন আমার বেলায় তুমি উদাসীন? দুঃখের দিনে পাশে থাকো না, ভালোবাসো না, কথা বলো না।

তুমি ভাবো, ভালোবাসলে এতশত অভিযোগ কেন থাকবে! আমি বলি, অভিযোগ করতে হবে কেন? ভালোবাসা একতরফা? তবে কেন আমাকেই সব চেয়ে নিতে হবে, সব অবহেলা কেন আমাকেই সহ্য করতে হবে?

তুমি চাও, সময়ের হাতে সব ছেড়ে দিতে।
স্রোতের বিপরীতে হাঁটতে ভীষণ কষ্ট বলে, তুমি স্রোতে গা ভাসাতে চাও৷ কোনো আকুলতা নেই, কোনো হারানোর ভয় নেই, কোনো আকাঙ্খা নেই। নেই ভালোবাসার মানুষটার প্রতি যত্ন, অনাদরে ফেলে রাখো দিনের পর দিন!

তুমি চাও, সবকিছুই তোমার ইচ্ছেমত হোক। অথচ আমার ইচ্ছের, চাওয়া-পাওয়ার কোনো দামই নেই তোমার কাছে! তুমি চাও সবকিছু মেনে নিয়ে, সবকিছু ছেড়ে ছুঁড়ে তোমার কাছে আসি৷ অথচ তুমি সামান্য অভিমানের দেয়াল টপকাতে পারোনি!

03/07/2025

এক দিন সবাই চলে যায় কেউ থাকে না,
তবু মানুষকে ধরে রাখার কি নিদারুণ চেষ্টা।

একদিন সবকিছু পরিবর্তন হয়ে যায় ,
তবু কিছু মানুষ সেই পুরনো-তে সুখ খুঁজে পায়,
আটকে যায় ।

অর্ধ নিশিতে ঝিঁঝি পোকার ডাক যাকে এক সময় মুগ্ধ করতো, এখন চাঁদের আলো তার শরীর পুরিয়ে দেয়।

কেউ চেষ্টায় থেমে যায়, কেউ পুরোনো স্মৃতিতে আটকে যায় আবার কারো সুন্দর মুহূর্ত গুলো বিষাক্ত হয়ে ধরা দেয়।

আপনার থাকা না থাকা যদি অন্যের জীবনে এরকম প্রভাব ফেলে, তা হলে অবশ্যই তার জীবনে আপনি গুরুত্ববহন করেন। আর এটা সত্যিই ভাগ্যের বেপার।

মানুষ একটা সময় সব হারিয়ে ভাগ্যকে দোষারোপ করে, কিন্তু ভুলে যায় এক দিন সে ভাগ্যকেই অবহেলা করেছিলো।

02/07/2025

গুরুত্ব, প্রায়োরিটি, ইফোর্ট দেয়া অবশ্যই ভালো দিক এবং অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু! একতরফা অথবা ভুল জায়গা বোঝার পরও ইফোর্ট দেয়াটা বোকামি। 💔

02/06/2025

ডা'র্বি ১০ টাকা।
স্টার ১২ টাকা। রয়েল এনফিল্ড ১০ টাকা। গোল্ডলীফ ১৪ টাকা। বেনসন ২২ টাকা। কি খায়‍্যা বাঁচবো মাইনষ‍্যে ?

15/05/2025

পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম কথা তোমাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম
আহহ

17/04/2025

তারা একজন কে মনের ভেতরে রেখে, আরেকজন কে ভালোবাসি বলে! 💔

17/04/2025

_আজ বৃহস্পতিবার;

তোমার সাথে আমার দেখা নেই,কথা নেই,যোগাযোগ নেই,কিছু নেই,এতসব না থাকার মাঝেও যা আছে তা হচ্ছে, তোমার সকল স্মৃতি!💔😅

16/04/2025

মরা'রে নতুন করে মাই'রা
কি লাভ হইলো !! 😌❤️

14/04/2025

একটা ত্যানাও নাই যে চান্দিতে প্যাঁচায়া পোস্ট দিবো শুভ নববর্ষ!

12/04/2025

মানুষ ভাবে, যা পেলে সে মুক্ত হবে,
সে জালেই সে আটকা পড়ে

09/04/2025

আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে,
এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম,একদিন পূর্ণ হবো; ভেবেছিলাম,
সব পাওয়া হবে।

কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-
আমি ফাঁকা,আমার ভেতর শুন্যতার গর্জন।
যা কিছু জড়ো করেছি,
সবই মায়ার প্রতিচ্ছবি,ছুঁতে গেলেই বিলীন।

আমি শুধু এক অস্তিত্বহীন উপমা-
নামহীন, রূপহীন, শূন্যতায় গড়া।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShuvRo Vai শুভ্র ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share