02/09/2025
হ্যাঁ!
আপনি আমার জীবনের ম্যাজিশিয়ান।
যে কিনা আমার জীবনে ঠিক যাদুর মতো,
এসেছেন না চাইতেই মন ছুঁয়ে ফেলেছেন ।
কারণ আপনি একমাত্র মানুষ যে, কিনা আমার অশান্ত মন কে পুরোপুরি শান্ত করতে পারেন।
আপনার ভালোবাসায় দুনিয়ার কোনো কষ্ট যন্ত্রণা। আমাকে ছুঁতে পারে না ।
আপনার একটু কথা বলাতেই ,
আমার সমস্ত যন্ত্রণা এক নিমিষেই সব শেষ হয়ে যায়..! 💝🌺🌺