ভালোবাসার চিরকুট

ভালোবাসার চিরকুট আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও নেবে তো আমায়? বলো নেবে তো আমায় ?

02/09/2025

হ্যাঁ!
আপনি আমার জীবনের ম্যাজিশিয়ান।
যে কিনা আমার জীবনে ঠিক যাদুর মতো,
এসেছেন না চাইতেই মন ছুঁয়ে ফেলেছেন ।
কারণ আপনি একমাত্র মানুষ যে, কিনা আমার অশান্ত মন কে পুরোপুরি শান্ত করতে পারেন।
আপনার ভালোবাসায় দুনিয়ার কোনো কষ্ট যন্ত্রণা। আমাকে ছুঁতে পারে না ।
আপনার একটু কথা বলাতেই ,
আমার সমস্ত যন্ত্রণা এক নিমিষেই সব শেষ হয়ে যায়..! 💝🌺🌺

01/09/2025

আজ পহেলা সেপ্টেম্বর।
আন্তর্জাতিক চিঠি দিবসের শুভেচ্ছা।
প্রিয়জনকে লিখে ফেলুন, রঙিন খামের চিঠি।

pc : ভালোবাসার চিরকুট 🥰

01/09/2025

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয়,,,,
কেউ একজন যেনো বলছে হতাশ হয়ো না,, নিরাশ হয়ো না , আমি সব দেখছি , শুনছি
সব একদিন ঠিক হয়ে যাবে ,,!😊🦋

01/09/2025

বাস্তব জীবন আসলে এক রহস্যময় ভ্রমণ।..... যেখানে প্রতিটি কঠিন মুহূর্ত শেখায়, বাচার কৌশল আর মানুষ চেনার ক্ষমতা। ❤️‍🩹🌸

01/09/2025

টাকা জীবনের অনেক কিছু
টাকা হলে দেখবেন ফ্যামেলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়, বন্ধুদের ভীড়ে একটু বেশিই প্রায়োরিটি পাওয়া যায় । আত্বীয়-স্বজনের কাছে আলাদা সম্মান পাওয়া যায়, কোনো অনুষ্ঠানের বিশেষ অতিথি হওয়া যায়, আর যখন আপনার টাকা নেই, দেখবেন সব জায়গা থেকে আপনি অবহেলা পেতে শুরু করবেন, খুব কাছের মানুষদের কাছে আপনি মূল্যহীন হয়ে উঠবেন !!❤️‍🩹

28/08/2025

একদিকে নারী বলে পুরুষরা চরিত্রহীন।
অথচ নারী ছাড়া পুরুষ চরিত্রহীন হওয়া অসম্ভব!
অন্যদিকে পুরুষ বলে সমাজ নষ্টের মূল হচ্ছেন নারীর চরিত্রহীনতা, অথচ প্রত্যেক নারীর চরিত্র হরনে কোন না কোন পুরুষই জিম্মেদার, চরিত্রহীন নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীন নারীর জন্য,
পবিত্র কাউকে পেতে নিজের পবিত্রতা অত্যন্ত জরুরি।

27/08/2025

আজকে তো ২৭ আগস্ট

Happy Love Day

তোমাকে অসম্ভব ভালোবাসি জান..!
🥰

27/08/2025

নিজের থেকেও বেশি ভালোবসি তোমায় ,
কারো কথা শুনে ভুল বুঝে ছেড়ে যেও না আমায়
🥺 💔
কারণ,
তোমার হাতটা ধরে থাকতে চাই সারা জীবন ,
যেখানে শুধু ভালোবাসা থাকবে
আর থাকবো আমরা দুজন!

26/08/2025

তুমি আমার অভ্যাস হয়ে গেছো,
এখন সময় মতো তোমার সাথে,
কথা না বললে কিছু ভালো লাগে না,
নিজেকে অসহায় মনে হয়
পুরো পৃথিবী শূন্য শূন্য লাগে 🥹

24/08/2025

তুমি আমার দূরে থাকা
ভীষণ কাছের কেউ!!

এই জীবনে আর কি দেখার বাকি আছে !🙄🤣 🤣
24/08/2025

এই জীবনে আর কি দেখার বাকি আছে !🙄🤣 🤣

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার চিরকুট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share