Juhi Akter Moni

Juhi Akter Moni আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও নেবে তো আমায়? বলো নেবে তো আমায় ?

02/07/2025

জীবন যেমন কারো জন্য থেমে থাকে না.....
এই কথাটা যেমন সত্য......
ঠিক তেমন সত্য হলো...
পুরানো স্মৃতি ও কখনো ভুলা যায় না!
হ্যাঁ..
পার্থক্য শুধু এতুটুকুই কিছু আনন্দের সাথে
মনে পড়ে আর কিছু অতিত
ঘৃণা থেকে মনে পড়ে🥹

01/07/2025

অপরিচিত একজন মানুষের সাথে পরিচিত হওয়া, তার সাথে মায়ার সম্পর্কে জড়ানো, কাটানো কিছু সুন্দর সময়, সব মিলিয়ে ভাল একটা সময় কাটে। কোন এক সময় মায়ায় জড়ানো সম্পর্কটা ছিন্ন হয়ে যায়, রয়ে যায় শুধু তার প্রতি মায়া।

28/06/2025

- এই শহরের মানুষগুলো খুবই বেইমান...।।🙂
- তাতে আমার কি..??🤔🙄
- আমি তো গ্রামে থাকি...!!🥱😎

28/06/2025

তুমি সুধু বেঈমানী করোনী ,

তুমি আমার জীবিত দেহ টিকে দাফন দিয়েছো,

তুমি আমায় নীরবে খুন করেছো, কিন্তু কোনো প্রমাণ

রাখনি..!! 💔

23/06/2025

আদর কইরা ডাকমু জান,,
কাছে একটু আইয়া যান,,
মনের কথা হুইনা যান,,
কি যাদু~তে মারছেন আমায় ভান,,
কি যাদু~তে মারছেন আমায় ভান,,

হাতটা ধরেন না,,
ভাব নিয়েন না,,
কেন চোখের ভাষা বুঝেন না,,
জ্বালা দিয়েন না,,
দূরে যাইয়েন না,,
মইরা গেলে আমায় খুঁইজা পাইবেন না,,

ওরে কালাচাঁন তোমার -
লাগি মন করে আনচান,,
ওরে কালাচাঁদ একখান -
বাটার পান খাইয়া যান,,
ওরে কালাচাঁন তোমার -
লাগি মন করে আনচান,,
ওরে কালাচাঁন একখানা -
বাটার পান খাইয়া যান,,
বি:দ্র: আজ আমার কাউকে গান শুনাইতে ইচ্ছে করছে 🙈
কিন্তু শ্বশুরের ফুত নাই তাই আপনাদের শুনাইলাম 🙂
গানের গলা কেমন হয়ছে জানাবেন হ্যাঁ😇

23/06/2025

"মানসিক প্রশান্তির জন্য শত মানুষ নয়, দরকার কেবল একজন—যে চোখে চোখ রাখলে মনের সব ক্লান্তি মিলিয়ে যায়…
যে পাশে থাকলে মনে হয়, পৃথিবীটা এখনও সুন্দর।"
❤️❤️❤️
আজকাল বিশ্বস্ত মানুষ খুঁজে পাওয়া যেমন কঠিন, ঠিক তেমনই তাদের হারিয়ে ফেললে ফিরে পাওয়া প্রায় অসম্ভব।
তাই যাকে পেয়েছেন… ধরে রাখুন, সযত্নে।

23/06/2025

_ No one is more beautiful than you .!!
_ I only want you ....!!!

“জীবন কখনো থেমে থাকে না, সময়ের স্রোতে সব বদলায়… শুধু স্মৃতিগুলো থেকে যায়! ⏳
23/06/2025

“জীবন কখনো থেমে থাকে না, সময়ের স্রোতে সব বদলায়… শুধু স্মৃতিগুলো থেকে যায়! ⏳

23/06/2025

“যদি বৃষ্টি হতাম, তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু, এক নিমিষেই ধুয়ে দিতাম, 🫠
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!😇😇
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।”☺️☺️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juhi Akter Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share