
04/07/2025
হে দিন দুনিয়ার মালিক খোদা তুমি তো সব জানো কোনটা সত্য কোনটা মিথ্যা। হে আল্লাহ তুমি ন্যায়ের বিচার করো। তুমি ফেরাউনকে ধ্বংস করেছ। তুমি চাইলে সব পারো। যারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে বানিয়ে বলে। যারা অভিনয় করে চলে। তাদেরকে তুমি নিজ দায়িত্বে শাস্তি দেও আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই হে আল্লাহ তুমি আমার ভরসা। যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে আল্লাহ তার মুখে জবান কেড়ে নাও তুমি। মানুষকে দেখিয়ে দাও মিথ্যা কথার বলার ফল কি। হে আল্লাহ তুমি ফেরাউন নমরুদ কে শাস্তি দিয়েছো এখনো এই ফেরাউন নমরুদ মানুষগুলাকে শাস্তি দেও আল্লাহ। হে আল্লাহ তুমি দিনকে রাত বানাও রাতকে দিন বানাও তুমি দিনের মতো সব পরিষ্কার করে দাও আল্লাহ। তুমি ন্যায়ের বিচার করো আল্লাহ তোমার কাছে এটাই চাই আমি 😥