Chandrojaa - চন্দ্রজা

Chandrojaa - চন্দ্রজা A foodie, a dreamer, and a mom.

Always up for an adventure, but also love my quiet moments.

সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, কারণ বিশ্বাস করি—আল্লাহ তাদেরই পাশে থাকেন, যারা অন্যের পাশে থাকে। সাহায্য করা শুধু কর্তব্য নয়, বরং ইবাদতেরই এক রূপ

28/07/2025

বিশ্বাসঘাতকতা কখনো হঠাৎ হয় না।
তা ধীরে ধীরে আসে—কথায়, ব্যবহারে, নিঃশব্দে।
সবচেয়ে বড় ধাক্কা তখনই লাগে,
যখন বিশ্বাস ভাঙে সেই মানুষটার দ্বারা,
যার ওপর চোখ বন্ধ করে ভরসা করেছিলাম।

তখন শুধু সম্পর্ক ভাঙে না—
ভেঙে যায় নিজের উপর আস্থা,
ভেঙে যায় ভালো থাকার ইচ্ছেটাও।

একটা সময় আসে যখন মনে হয়,
ভুলটা বিশ্বাস করার নয়,
ভুলটা ছিল মানুষ চিনতে না পারা।

তবু জীবন থেমে থাকে না।
বিশ্বাসঘাতকতা শেখায়—
কাকে ছাড়তে হয়, আর কাকে ধরে রাখতে হয়।

শুভ সকাল"সকাল মানে শুধু সূর্য ওঠা নয়,সকাল মানে ভেতরের ক্লান্তি ধুয়ে ফেলেআবার স্বপ্ন দেখা।এই জবা ফুলের মতো—নির্ভীক, কোমল,...
27/07/2025

শুভ সকাল

"সকাল মানে শুধু সূর্য ওঠা নয়,
সকাল মানে ভেতরের ক্লান্তি ধুয়ে ফেলে
আবার স্বপ্ন দেখা।
এই জবা ফুলের মতো—
নির্ভীক, কোমল, আর টাটকা নতুন।"

26/07/2025

অজানা সত্য:
"আপনি যখন ঘুমান, তখন আপনার মস্তিষ্ক স্মৃতি গুছিয়ে রাখে—
মানে, যেসব জিনিস আপনি সারাদিন জানেন বা শেখেন,
ঘুমের সময় তা ‘সেভ’ হয়!"

তাই বলে, ঘুম = পড়াশোনার অংশ! 😉

শুভ সকাল🌻🌻প্ল্যান ছিল ডায়েটের…আর জীবন দিলো একবাটি পুডিং।🤣🤣
26/07/2025

শুভ সকাল🌻🌻

প্ল্যান ছিল ডায়েটের…
আর জীবন দিলো একবাটি পুডিং।🤣🤣

25/07/2025

মৃত্যু – এক অনিবার্য সত্য

মৃত্যু এমন এক সত্য, যেটা কেউ অস্বীকার করতে পারে না।
চাই বা না-চাই, ভালো থাকি বা খারাপ, ধনী হই বা গরিব—শেষে গন্তব্য একটাই।
মৃত্যু কাউকে ছাড়ে না। না সে মা-বাবা, না প্রিয় মানুষ, না শিশু।

কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কী জানেন?
আমরা সবাই জানি মরতে হবে,
তবুও বাঁচার মতোই পরিকল্পনা করি,
আর হারানোর পরেই বুঝি,
যাকে আজ অবহেলা করলাম, কাল সে হয়তো থাকবেই না।

মৃত্যু একরকম আয়না।
যেখানে আমরা নিজের অহংকার, রাগ, হিংসা সবকিছু দেখেও চুপ থাকি,
কারণ ওই আয়নায় নিজেকে খুব ছোট আর অসহায় লাগে।

তবে মৃত্যু কেবল শেষ নয়।
কারো জন্য সে মুক্তি,
কারো জন্য স্মৃতির শুরু,
আর কারো জন্য অনুশোচনার দীর্ঘ নিঃশ্বাস।

25/07/2025

সবাইকে জুম্মা মুবারক

23/07/2025

আহারে আল্লাহ

23/07/2025

বাংলাদেশে যে আ বা ল টাইপের কিছু নেতা আছে না,

নতুন হইসে, অটো মেয়র হইসে ওর নতুন দল বানাইসে
তারাও মনে হয় এভাবে কথা বলতে পারবে না যেভাবে এই ছেলে টা বলসে। বুকে সাহস আছে বলতে হবে।

#মাইলস্টোন

23/07/2025

🙂

খবর পেলামবাচ্চা টা আর নাই এভাবে দৌড়াতে  দৌড়াতেই বেহেস্ত পৌছে গেছে❤️❤️❤️
22/07/2025

খবর পেলাম
বাচ্চা টা আর নাই
এভাবে দৌড়াতে দৌড়াতেই বেহেস্ত পৌছে গেছে❤️❤️❤️

22/07/2025

যে দেশের সেনাবাহিনী ছাত্রদের উপর লাঠি চার্জ করে,
ওই দেশে সেনাবাহিনী দরকার নাই।
এক দানব বের করে আরেক দানব বসাইসে গদিতে৷
দেশের মানুষ সব কই!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandrojaa - চন্দ্রজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share