Fooduzzi recipe's by Sanz vlog

Fooduzzi recipe's by Sanz vlog Cooking is one of my favorite activities please support me everyone

📍শুভ রাএি।💐সুন্দর এ জীবনের প্রতিটা রাত সকলের সুখের ও আনন্দময় হোক💬
07/12/2024

📍শুভ রাএি।💐সুন্দর এ জীবনের প্রতিটা রাত সকলের সুখের ও আনন্দময় হোক💬

ঘরোয়াভাবে অল্প উপকরন দিয়ে সহজেই মজাদার পাস্তা রান্না😋😋
07/10/2024

ঘরোয়াভাবে অল্প উপকরন দিয়ে সহজেই মজাদার
পাস্তা রান্না😋😋

30/06/2024

ি মায়ের তৈরি ঘরে তৈরি খাবার বিক্রি করার পরিকল্পনায় আপনাদের সন্তষ্টিবিধানেই আমাদের লক্ষ্য
🫰ব্যস্ত মানুষদের জন্য সুখবর ? 🖤

#আপনাদের ব্যস্ততম জীবনকে সহজতর করতেই আমাদের উদ্যোগ ফ্রোজেনও রেডি কুক আইটেম নিয়ে।
আমরা বাসায় স্বাস্থ্য সম্মত পরিবেশে তৈরী করা খাবার নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা সিটিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ।
🫶😊 আমাদের মেন্যু লিস্ট - 👩‍🍳🧑‍🍳

#ফ্রোজেন_আইটেম -রেডি কুক আইটেম সকল খাবার ধরনের খাবার পাবেনঃ——
১/চিকেন সমুচা।
২/চিকেন কলিজা সমুচা।
৩/চিকেন রোল।
৪/চিকেন অনথন।
৫/চিকেন টিকিয়া কাবাবা
৬/চিকেন কাটলেট।
৭/পরোটা।
৮/ময়দার রুটি।
৯/আটা রুটি।
১০/লাল আটা রুটি।
১১/লুচি।
১২/আলুপুরি।
১৩/ডালপুড়ি।
১৪/ বিফ সিঙ্গারা
১৫/ কলিজা সিঙ্গারা
১৬/ বিফ সমুচা
১৭/ চিকেন চিজ বল
১৮/ পাটিসাপট পিঠা
১৯/নারকেল পিঠা
২০/ পুলি পিঠা
২১/দ্ই বোড়া
২২/ চিকেন মমো
২৩/পুডিং
২৪/ চিকেন /বিফ বার্গার
২৫/ ভেজিটেবেল মিক্স
২৬/ভেজিটেবল রাইস
২৭/চিকেন ফ্রাই
২৮/বিফ কারী
২৯/সাদা পোলাও
৩০/ চিকেন রোস্ট
৩১/ ডিম কারী
আপনারা কেন রেডি টু কুক আইটেমস কিনবেন ? শাস্তির খাবার রেডি কুক সময় বাচাতে সহজ উপায়ঃ
😋🥰 এখনি অডার করুনঃ-

১) এখানে কোন ভেজাল মিশ্রিত হয় না।
২) বাজারের ২ নাম্বার বা অপেক্ষাকৃত ক্ষতিকর। উপকরণব্যবহার না করে আমরা অরিজিনাল এবং সবচাইতে ভালো উপকরণ দিয়ে খাবার তৈরি করি।
৩) অবশ্যই আপনার সময় বাঁচাবে
৪) বাইরের পোঁড়া তেলের খাবার না খেয়ে ভালো খাবার গ্রহন করুন।
৫) অবশ্যই আমরা চেষ্টা করি সর্বোচ্চ মান অক্ষুণ্য রেখে খাবার তৈরি করা।

ডো বানাতে যা যা লাগবে ——৩ ১/২ কাপ ময়দা, ২ চা চামচ লবন, ১ চা চামচ চিনি, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ ১/৩ কাপ হালকা গরম পান...
25/06/2024

ডো বানাতে যা যা লাগবে ——
৩ ১/২ কাপ ময়দা, ২ চা চামচ লবন, ১ চা চামচ চিনি, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ ১/৩ কাপ হালকা গরম পানি, ১ চা চামচ ঈস্ট।গরম পানিতে ঈস্ট মিশিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।
দেখবেন ঈস্ট ফুলে উঠছে। বড় বলে ময়দা, লবন, চিনি, তেল ভালো ভাবে মিশান। গরম পানি মিশানো ঈস্ট দিন ময়দায়। ভালো ভাবে ময়ান দিন ১০ মিনিট, ডো টি বেশ আঠালো হবে। ডো এর চারিদিকে অলিভ অয়েল মিশিয়ে ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিন। ——

আমি সাধারণত আমার মাইক্রোওয়েভ কে ১ মিনিট গরম করে তার মধ্যে রেখে দেই।পিজ্জা সস বানাতে যা যা লাগবে

(এটা বেসিক পিজ্জা সস, যেকোনো পিজ্জায় এটি দিতে পারবেন ), ১ ১/৪ কাপ টমেটো সস / টমেটো পিউরে (রেডিমেড না থাকলে টমেটো কুচি করে কেটে অল্প অলিভ অয়েল দিয়ে জাল দিয়ে ১ ১/৪ কাপ করে নিন ), অরিগানো ১/ চা চামচ, বেসিল গুড়া ১/২ চা চামচ, পার্সলে ১/২ চা চামচ, রসুন কুঁচি ২ চা চামচ, লবন পরিমানমত, গোল মরিচ গুড়া পরিমানমত, চিনি এক চিমটি। সব একসাথে মিশিয়ে ২ মিনিট রান্না করুন।

ঘন হলে আসলে নামিয়ে ঠান্ডা করুন।পিজ্জার জন্য যা যা লাগবেচীজ (আপনার পছন্দ মত, চেডার চীজ অথবা মোজোরেলা চীজ দিবেন ) এবার আপনার পছন্দমত টপিং দিন। যেমন পেয়াজ কুঁচি, সুইট কর্ন, মাশরুম কুঁচি, জালাপেনো, মুরগির টুকরা ইত্যাদি।

ওভেন কে প্রি হিট করুন ৪৭৫ ডিগ্রিতে ২০ মিনিট, ভিতরে পিজ্জা স্টোন বা যেটাতে পিজ্জা বেক করবেন সেটা সহ দিন। এবার ডো কে দুইভাগ করে নিন। ময়দা দিয়ে রুটির মত করে মোটা করে বেলে নিন। বা চাইলে চিকন করেই বেলতে পারেন। অরিজিনাল ইতালির পিজ্জা গুলো চিকন হয়। এবার পিজ্জা স্টোন বের করে আগে রুটি দিন, রুটির উপর আগে টমেটো সস দিন। ২ টেবিল চামচ করে দিলেই হবে। তারপর আপনার পছন্দের টপিং আর চীজ ছড়িয়ে দিন। উপর দিয়ে অলিভ অয়েল দিন ১ চা চামচ। এবার পিজ্জা ওভেনে দিয়ে ২০ মিনিট বেক করুন। ১০ মিনিট পরে একবার পিজ্জা ঘুরিয়ে দিবেন, এতে সবদিক সমান ভাবে বেক হবে। গরম গরম পরিবেশন করুন মজাদার পিজ্জা
🍕🍟

22/05/2024

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fooduzzi recipe's by Sanz vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category