Towards Eternity - বাংলা

Towards Eternity - বাংলা ▪️Celebrity Interviews

▪️Street Interviews

▪️Islamic Speeches

▪️Funny Stuff for Young Guys

▪️Questions & Answers

▪️Short Films

আমাদের উদ্দেশ্য হল আলোর পথে সবাইকে একত্রিত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। Towards Eternity - বাংলা আপনার জীবন চলার পথে সহায়ক হলে প্রিয়জদের মাঝে ছড়িয়ে দিন। গন্তব্য অনন্তকালের দিকে ❤️✅

17/09/2025

আমি সকল আশা হারিয়ে ফেলেছি, জীবনের কাছে আমার আর কোন প্রত্যাশা নেই। আমাকে আপনি কী উপদেশ দেবেন?"

হতাশা একটি রোগের মতো, আর শয়তান চায় আমাদের জীবনকে এই অন্ধকার দিয়ে ঢেকে দিতে।
এর প্রতিকার কী?

আল্লাহ তা'য়ালাকে ভালোভাবে চেনার চেষ্টা করা।
যদি আল্লাহর প্রতি আপনার ঈমান দৃঢ় হয়, তবে হতাশ হওয়া অসম্ভব। কারণ যখনই আপনি আল্লাহ তা'য়ালার দিকে ফিরে আসেন, তখন আসলে আপনি সাহায্য চান সেই সত্তার কাছে যিনি পুরো মহাবিশ্বের স্রষ্টা, সবকিছুর মালিক। আপনি যা কিছু চান বা না চান, তা সবই তাঁর উপর নির্ভরশীল। যদি তিনি কিছু করতে চান, তিনি শুধু বলেন, 'হও' আর তা হয়ে যায়।
সাহস আসে ঈমান থেকে। আপনার ঈমান যত বাড়বে, আপনি তত সাহসী হবেন, আর আপনার আশা বেঁচে থাকবে।

যদি আপনার মনে আশা আরো বাড়াতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন।

তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে পরিপূর্ণ নূরের সুসংবাদ 🤍🌙
17/09/2025

তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে পরিপূর্ণ নূরের সুসংবাদ 🤍🌙

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِ...
17/09/2025

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ ٱلشَّهَوَٰتِ مِنَ ٱلنِّسَآءِ وَٱلۡبَنِينَ وَٱلۡقَنَٰطِيرِ ٱلۡمُقَنطَرَةِ مِنَ ٱلذَّهَبِ وَٱلۡفِضَّةِ وَٱلۡخَيۡلِ ٱلۡمُسَوَّمَةِ وَٱلۡأَنۡعَٰمِ وَٱلۡحَرۡثِۗ ذَٰلِكَ مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلۡمَآبِ

মানুষের জন্য ওই সকল বস্তুর আসক্তিকে মনোরম করা হয়েছে, যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক অর্থাৎ নারী, সন্তান, রাশিকৃত সোনা-রুপা, চিহ্নিত অশ্বরাজি, চতুষ্পদ জন্তু ও ক্ষেত-খামার। এসব ইহ-জীবনের ভোগ-সামগ্রী। (কিন্তু) স্থায়ী পরিণামের সৌন্দর্য কেবল আল্লাহরই কাছে। (সূরা আল ইমরান-১৪)

এই দুআ যার কবুল হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী সে।اللَّهُمَّ قَنْعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لِيْ فِيهِ، وَاخْلُفْ...
17/09/2025

এই দুআ যার কবুল হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ সুখী সে।

اللَّهُمَّ قَنْعْنِي بِمَا رَزَقْتَنِي، وَبَارِكْ لِيْ فِيهِ، وَاخْلُفْ عَلَى كُلِّ غَائِبَةٍ لَي بِخَيرٍ

আল্লাহ! আপনি আমাকে যা রিযিক দিয়েছেন, তাতেই আমাকে সন্তুষ্ট বানিয়ে দিন। তাতে বরকত দান করুন। এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি, তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন।

- (হাকিম, বাইহাকী। হাদিসের মানঃ সহিহ)।

শেষ গন্তব্য!
17/09/2025

শেষ গন্তব্য!

শপথ সেই ঘোড়াসমূহের, যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। তারপর যারা (খুরের আঘাতে) অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত করে। তারপর প্রভাতকালে আক্...
17/09/2025

শপথ সেই ঘোড়াসমূহের, যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। তারপর যারা (খুরের আঘাতে) অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত করে।
তারপর প্রভাতকালে আক্রমণ চালায়।
এবং তখন ধুলো উড়ায়।
তারপর সেই সময়ই (শত্রু সৈন্যের) কোন ভীড়ের মাঝখানে ঢুকে পড়ে।
মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ।
এবং সে নিজেই এ বিষয়ে সাক্ষী।
এবং বস্তুত সে ধন-সম্পদের ঘোর আসক্ত।
তবে কি সে সেই সময় সম্পর্কে জ্ঞাত নয়, যখন কবরে যা-কিছু আছে তা বাইরে উৎক্ষিপ্ত হবে। এবং বুকের ভেতর যা-কিছু আছে, তা প্রকাশ করে দেওয়া হবে?
নিশ্চয়ই তাদের প্রতিপালক সে দিন তাদের (যে অবস্থা হবে, সে) সম্পর্কে পরিপূর্ণ অবহিত। (১-১১)

আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলি...
17/09/2025

আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহ্ তাআলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে।

আর জ্বীন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে 🕋আল-কুরআন ৫১:৫৬
17/09/2025

আর জ্বীন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে 🕋
আল-কুরআন ৫১:৫৬

"আমাদের প্রতি যে বিপদ আসে তা আমাদের কৃতকর্মেরই ফল, কিন্তু আল্লাহর দয়া অসীম—তিনি অনেক কিছুই ক্ষমা করে দেন।" 🤍
17/09/2025

"আমাদের প্রতি যে বিপদ আসে তা আমাদের কৃতকর্মেরই ফল, কিন্তু আল্লাহর দয়া অসীম—তিনি অনেক কিছুই ক্ষমা করে দেন।" 🤍

🌙 ইসলামে শান্তির বার্তা 🌙"নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে..."— [সূরা আল-আনকাবুত, আয়াত ৪৫]প্রতি...
17/09/2025

🌙 ইসলামে শান্তির বার্তা 🌙

"নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে..."
— [সূরা আল-আনকাবুত, আয়াত ৪৫]

প্রতিটি সেজদাহ আমাদের অহংকার ভেঙে দেয়, হৃদয়কে নরম করে, এবং রবের সাথে সম্পর্ককে গভীর করে। আল্লাহর নিকট যাওয়ার সবচেয়ে সুন্দর পথ হলো নামাজ।
🕋💫

17/09/2025

যায়নামাজ ভাঁজ করার খুব সহজ তিনটি ধাপ, আপনিও ফলো করতে পারেন বিশেষ করে মক্কায়।

ধাপ ১: ভেতরের দিকে ভাঁজ করা
প্রথমে আপনার জায়নামাজ ভাঁজ করুন ভেতরের দিকে, যাতে উপরের অংশ নিচের অংশ থেকে আলাদা থাকে। এভাবে ভাঁজ করবো যাতে জায়নামাজের মাথার অংশ এবং পায়ের অংশ একে অপর থেকে আলাদা এবং পরিচ্ছন্ন থাকে।

ধাপ ২: মাঝখান থেকে ভাঁজ করা
এরপর আমরা এভাবে ভাঁজ করবো যাতে জায়নামাজের মাথার অংশ এবং পায়ের অংশ একে অপর থেকে আলাদা এবং পরিচ্ছন্ন থাকে।

ধাপ ৩: সালাত আদায় করা
অবশ্যই জায়নামাজ ভাঁজ করার আগে আপনাকে আপনার সালাত যথাসময়ে আদায় করতে হবে। আমরা যেন এ ব্যাপারে গাফিল না হয়ে যাই। আল্লাহ আমাদের কবুল করুন।

আপনার বন্ধুদের সাথে এই পদ্ধতি শেয়ার করতে ভুলবেন না।

17/09/2025

"আল্লাহ এমনসব লোকদের মুক্তির পথ দেখান না, যারা তাঁর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়।"

(সূরা নাহল : ১০৭)

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Towards Eternity - বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share