
25/07/2025
সন্দ্বীপ আসনে গণঅধিকার পরিষদের প্রাথমিক পর্যায়ে মনোনীত নাছরিন
এই প্রথম চট্টগ্রাম -৩ আসনে সন্দ্বীপ থেকে নারী প্রার্থী জাতীয় নির্বাচনে লড়তে যাচ্ছেন। নুরুল হক নুর দল গণঅধিকার পরিষদের প্রাথমিক মনোনয়ন পেলেন নাছরিন আকতার লাকী। জানা যায়, নাছরিন আকতার দলের কেন্দ্রীয় সহ - নারী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়া তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পা রাখেন এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং গণঅভ্যুত্থান আন্দোলনে আহত হন।
নারী নেত্রী নাছরিন ১৯৯৭ সালে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ গোড়াই বাড়িতে জন্মগ্রহন করেন এবং সন্দ্বীপে বেড়ে উঠেন। এসএসসি ও এইচএসসি পাঠ সন্দ্বীপ শেষ করে পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিশ্ববিদ্যালয়ের গন্ডি সফলতার সাথে পারি দেন।
প্রাথমিক মনোনয়ন পেয়ে নাছরিন আকতার বলেন, "দলের প্রতি আমার আন্তরিকতা, পরিশ্রম এবং একাগ্রতার কারণে দল আমাকে মূল্যায়ন করেছেন। আমি গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাই সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এই পথচলায় প্রিয় সন্দ্বীপবাসীর আন্তরিকতা, ভালোবাসা ও সমর্থন চাই।"
দৈনিক দেশ_Dainik Desh