Lovely Hiya

Lovely Hiya ইচ্ছে খুশি
(5)

27/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

গ্রামের বাড়ি আসার স্বার্থক লাগছে এদের দেখে। আমাদের উঠানে কি সৌন্দর্য।আহা!!
08/01/2024

গ্রামের বাড়ি আসার স্বার্থক লাগছে এদের দেখে। আমাদের উঠানে কি সৌন্দর্য।আহা!!

আপনার খারাপ সময়ে যে মানুষগুলো কাঁধে হাত রাখে,ভরসা দেয় তাদেরকে মনে রাখুন,,তারা অন্তত সম্পর্কে 'গিভ & টেক' পলিসি থ্রো করে...
06/01/2024

আপনার খারাপ সময়ে যে মানুষগুলো কাঁধে হাত রাখে,ভরসা দেয় তাদেরকে মনে রাখুন,,তারা অন্তত সম্পর্কে 'গিভ & টেক' পলিসি থ্রো করে না।

নতুন বছরের নতুনের আশায়

08/11/2023

উৎসাহ

আমি কখনো কারোর চোখে আমার জন্য উৎসাহ দেখিনি

উৎসাহ নিয়ে হাসির ঝুড়ি কেউ আমার উঠানে আনেনি

উৎসাহ নিয়ে পথের কাছে বন্যফুলটি দিয়ে কেউ প্রপোজ করেনি

অনেক বলার পর ও কেউ রজনীগন্ধার সুবাস নিয়ে আসেনি গন্ধ ছড়াতে

কেউ আসেনি জ্যোৎস্নারাতে হাতে হাত ধরে গল্পেরদেশে নিয়ে যেতে

কেউ উৎসাহ নিয়ে একমুঠো বাদাম নিয়ে ঘরে ফেরেনি।

মনখারাপের রাতে কেউ মাথায় হাত দিতে আসেনি

উৎসাহ নিয়ে প্রকৃতির সৌন্দর্য একসাথে দেখতে আসেনি

আসে নাই নিখোঁজ হওয়ার চেষ্টা করলেও কেউ একটা খুঁজতে।

উৎসাহ নিয়ে এক রোবটকে দেখেছি শুধু দায়িত্ব নিতে

উৎসাহ নিয়ে দেখেছি একাকীত্বের ছায়াতলে প্রানচঞ্চল কোন মানুষকে হারিয়ে যেতে

দেখেছি শুরু হওয়ার আগেই মনের অযত্নে স্বপ্নবিলাসী মানুষটাকে এক সময় হত্যা করতে......

🙄🤔🙄

19/10/2023

অনেক কিছু অপেক্ষা করছিলো ,আগে থেকে বুঝতে পারিনি🙄

15/10/2023

প্রাপ্ত বয়সের মানুষদের ন্যাকামো তার অতি আপনজন ছাড়া অন্যদের কাছে বিরক্তিকর।২৫/৩০/৪০+ বছরের মানুষ যদি ৫/১০+ বছরের মানুষদের মতো আচরণ করে,তা অন্যদের কাছে অসহ্যকর হতে পারে।তাই আচরনে লাগাম রাখুন।অতি আপনজন ছাড়া ন্যাকামো বন্দ করুন।না হলে দেখবেন আপনার আচারনের জন্য আপনার পরিচিত মানুষটি আপনাকে সম্মান করছে না,ভালো ব্যবহার করছে না

😭😭😭  শোকাহত 😭😭😭না চাইলেও ওপারে যেতে হবে।যখন তখন ই।বয়স যেন কোন ব্যাপার ই না। নিষ্ঠুর সত্য, এই পৃথিবীতে আমরা  ক্ষনিকের অত...
13/10/2023

😭😭😭 শোকাহত 😭😭😭

না চাইলেও ওপারে যেতে হবে।যখন তখন ই।বয়স যেন কোন ব্যাপার ই না। নিষ্ঠুর সত্য, এই পৃথিবীতে আমরা ক্ষনিকের অতিথি। ওপারের সাথি কেউই হবে না‌।কি নিষ্ঠুর এই বিধান তাই না?আমাদের এক কলিগের (প্রধান শিক্ষক)এক মাত্র সন্তানের মাত্র বিশ বছর বয়সে অকাল মৃত্যু। তাও আত্মহত্যা।তার পরিবার কেমন করে এই শোক সহ্য করবে জানি না।এইতো সেদিন ও ম্যাডাম তার ছেলেকে নিয়ে কতো গল্প,কতো স্বপ্ন এর কথা আমাকে শেয়ার করলেন। আজ তার সেই প্রানের কলিজাটা বলে পৃথিবীতেই নেই।কোনদিন ও তার মার বুকে আর ফিরে আসবে না। সৃষ্টিকর্তার এ কেমন বিচার জানিনা। শুধু ম্যাডামের পরিবার কে শোক সহ্য করার মতো ক্ষমতা দিন,ও শুভর আত্মা যেন স্বর্গ প্রাপ্তি হয় সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা 🙏🙏🙏

11/10/2023

কিছু কিছু মানুষ আছে যারা জলের মতো। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এদের নিজস্ব কোনো রং নেই। এদের জগতের আকাশটা কেমন ভেপসা। বেশিক্ষণ ডানা মেলে উড়া যাই না।কারন ঐ আকাশে চাঁদ আর তাঁরারা খেলা করে না, সূর্য রশ্মিতে বেঁচে থাকার গন্ধটাও কম । এখানে ষড়ঋতু হয় না।হলেও অন্যের মনকে দোলানোর মতো রংধনুর কোনো রং নেই। নিজের ইচ্ছেতে যতক্ষন ওখানে থাকা যায় সমস্যা নাই।না থাকলেও আটকাবার তাড়া নাই। অবশ্য এদের মেমোরি কিছুটা ROM এর মতো।যা ইনপুট দিয়ে বসে আছে ,নষ্ট হয়ে গেলেও RAM এর মতো হবে না।মানে সময়ের সাথে পরিবর্তন হবে না। ঠিক যারা ঐরকম জগতে বাস করে তারাই ভালো বুঝতে পারে।এমন কেউ কি ঐরকম জগতের বাসিন্দা আছেন?থাকলে হাত তুলুন 😁

#কেউ ব্যক্তি জীবনের সাথে মিলাবেন না। ফেসবুকে আমার ব্যক্তিগত সব শেয়ার করি।এটা পেজ।তাই সেভাবে ভাববেন 🙏

আমার আমি ভিতরেবাকি সব ফিল্টার 🫣😁
09/10/2023

আমার আমি ভিতরে
বাকি সব ফিল্টার 🫣😁

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Lovely Hiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share