
10/11/2024
"""সমাজে অবহেলিত স্ত্রী ""
একটু সময় করে কথাগুলো শুনে যাবেন?
একটা মেয়ে ভাতের অভাবে কখনো কারো ঘরের স্ত্রী হয়ে যায় না, একটা পুরুষকে সুন্দর একটা সংসার, নিজের জীবন বাজি রেখে বাবা হতে এবং আপনার পরিবারকে নিয়ে একটা পরিপূর্ণ জীবন দিতে,একটা মেয়ের জন্মের পর থেকে তার পছন্দের সবকিছু ছেড়ে এবং বাবা মা ভাই বোনকে ও ছেড়ে পুরো জীবনটা আপনার সাথে পার করে। বিনিময়ে ওই স্ত্রীকে আপনারা কি দেন - অপমান, অবহেলা, খোটা, লাঞ্ছনা, অত্যাচার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন,, আপনার স্ত্রীর কতটা কষ্ট হতে পারে। 🥺🥺দুমুঠো ভাতের অভাবে কোন মেয়ে স্ত্রী হয়ে আসে না।আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ তোমাদের স্ত্রীকে তোমাদের কাছে নেয়ামত হিসেবে পাঠালাম। আমার দেওয়া নেয়ামতকে হেফাজতে রেখো। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "" -তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, এবং স্ত্রীর সবকিছু ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপর এবং তাদের সাথে এমন কোন আচরণ কর না যাতে সে কষ্ট পায় এবং তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে,,,।।।। আর এটাও বলেছেন যে টাকা মসজিদে দিলে সোয়াব পাবেন এই একই সওয়াব পাবেন যদি ওই টাকা স্ত্রীকে দেন।
সবশেষে বলবো,,
পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক নাম হচ্ছে ""স্বামী-স্ত্রী ""
এবং সর্বশ্রেষ্ঠ সম্পর্ক নাম হচ্ছে ""স্বামী-স্ত্রী ""
আজ যে স্ত্রীকে অবহেলা করছেন --কাল সেই স্ত্রীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। আর এটা আল্লাহ নিজে বলেছেন
একজন স্বামীই পারে একজন স্ত্রীকে সুন্দর একটা জীবন দিতে 🙏🙏