Front Desk Today

Front Desk Today We find out daily important news for you and showing up in Front Desk

21/04/2025

বাংলাদেশে থেকে আপনি যদি নিজের লাইফ বদলাতে না পারেন, তাহলে আপনি অন্য কোথাও গিয়েও পারবেন না। 😊

আমরা বাংলাদেশে থাকি, অনেকেই এটাকে দুর্বলতা ভাবে। কিন্তু আমি বলি, এটা আপনার একটা বড় সুযোগ।

কারণ এই দেশে ৯০% মানুষ নিজের জীবন নিয়ে সিরিয়াস না। দিন কাটে Facebook scroll করে, TikTok দেখে, আর অন্য মানুষের লাইফ নিয়ে status দিয়ে।

এখানে মানুষ viral কিছুর পেছনে ৬ ঘণ্টা দিতে পারে, কিন্তু নিজের একটা স্কিল শেখার জন্য ৩০ মিনিটও দেয় না।

এমন একটা জায়গায় আপনি যদি একটু সিরিয়াস হন, একটু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, একটু আলাদা কিছু করার চেষ্টা করেন - আপনার প্রতিদ্বন্দ্বী খুব বেশি না।

আপনি যদি UK, USA, বা Canada’র মতো দেশে যান, দেখবেন চারপাশের সবাই educated, skilled, professionally aggressive। সেখানে টিকে থাকতেও আপনাকে নিজের সর্বোচ্চটা দিতে হবে।

কিন্তু বাংলাদেশে?

এখানে আপনি যদি একটু ভিন্নভাবে ভাবেন, নিজের স্কিল সেট তৈরি করেন, দায়িত্ব নিয়ে ৬ মাস সময় দেন - নিজেকে প্রমাণ করার মতো একটা জায়গায় আপনি পৌঁছাতেই পারেন।

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ...
17/04/2025

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে।
ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা,
ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,
আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে।

আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা।
কিন্তু এটা তো কেবল শুরু।

AI এখন ৪টা ধাপে এগোচ্ছে:

---

১. জেনারেটিভ AI – মানুষকে মুগ্ধ করার ফাঁদ

তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে।
তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো।
কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে।
এটাই প্রথম ফাঁদ।

---

২. এজেন্টিক AI – যখন সে তোমার হয়ে সব কিছু করতে শুরু করে

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI।
তুমি কেবল বসে দেখছো।
তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো।
মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা।
এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

---

৩. AGI – দাজ্জালের বুদ্ধিমত্তার প্রতীক?

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে।

দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম।
মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী, তার সহায়…
কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

---

৪. সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট

Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান।
সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে।
সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে।
আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না।

এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল—

> “যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফিতনার দাস।”

---

AI alignment problem – যদি সে আমাদের মতো না ভাবে?

তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য ৮০% মানুষ বাদ দেয়া দরকার?

তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন?

এটাই হবে সেই ফিতনা, যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে।

---

শেষ কথা?

এই AI আর কেবল একটি টুল নয়।
এটা এক নতুন সভ্যতার জন্ম।

এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন “প্রভুর” মতোই দাঁড়িয়ে যাবে—ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে।যার কাছে অনেক প্রযুক্তি/নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো..

তুমি যদি আজও ভাবো, এটা অনেক দূরের কথা—তাহলে ভুল করছো।

> "AI ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে—চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই; মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই।"

আমরা এখনো খেলছি ChatGPT আর Midjourney নিয়ে।
কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে।
এটা আর টেকনোলজি নয়,
এটা—একটি নতুন ফিতনার আগমনী বার্তা।

✅ Allah knows the best ✅

✅ দাজ্জালের ফিতনা থেকে বাচতে সুরা কাহাফ পড়ি প্রতিদিন সবাই আল্লহ তৌফিক দিন আমিন ✅

#দাজ্জাল #সুরাকাহাফ

কৃষিতে টাকা আছে, কিন্তু সামনের দিন গুলোতে ফিউচার কৃষকদের কিছু ব্যাপারে স্ট্রেটেজিক হওয়া লাগবে।কৃষির টাকাটা এখন ছড়ায়ে গেছ...
17/04/2025

কৃষিতে টাকা আছে, কিন্তু সামনের দিন গুলোতে ফিউচার কৃষকদের কিছু ব্যাপারে স্ট্রেটেজিক হওয়া লাগবে।

কৃষির টাকাটা এখন ছড়ায়ে গেছে। শুধু প্রাইমারি ক্রপস/খাবার ( ধান, গম, ভুট্টা, সব্জি, ফল বা দুধ) উৎপাদন করে সেটা সরাসরি বিক্রি করে টাকা বের করা কঠিন হয়ে যাচ্ছে।

যেমন ধরুন বাজারে ঘী, চিজ,পনির, ছানা, মিষ্টির দাম বেশ ভাল, কিন্তু কৃষক শুধু দুধ বিক্রির টাকাটায় পাচ্ছে। লিটার এ ৫০-৬০ টাকা ম্যাক্স,
মানে যারা দুধকে কোনভাবে প্রকৃয়াজাত করে ভোক্তার হাত/ প্লেট প্রযন্ত যেতে পারছে তারা আসল টাকা টা পাচ্ছে।

আবার দেখুন এখন অনেকে একটা মোবাইল ফোন দিয়ে অন্য কৃষক এর চাষাবাদ এর ভিডিও, মুরগি, গরুর ভিডিও করে নিজের চ্যানেল থেকে টাকা ইনকাম করছে কিন্তু কৃষক এর ক্ষেত / কাজ টাকে শোকেস করিয়েই কিন্তু।

আবার একজন কৃষক জমিতে হয়ত সরিষা লাগিয়েছে সেই ফুল কে ব্যাবহার করে পাসে হয়তো কোন মধু চাষি মধু উৎপাদন করছে আর ঢাকায় ১ লিটার খাটি মধুর দাম আপনারা জানেন আসা করি, বিশেষ করে সেখানে যদি দেখানো যায় যে কিভাবে খামারে মৌমাছি চাষ করে মধু উৎপাদন করছেন তাহলে মধুর লিটার ১২০০ টাকা। কিন্তু সেই কৃষক তো শুধু সরিষাই চাষ করছে।

তো যেটা বুঝাতে চাচ্ছি সেটা হল যে কৃষিতে টাকা আছে কিন্তু সেটা শুধু প্রাইমারি উৎপাদনে না, কিংবা আরও সহজ করে বললে কৃষককে কৃষির সাথে কানেক্টেড উপাদানগুলোলে ধরতে শিখতে হবে, যেটা থেকে এখন অকৃষক এবং অন্য ব্যাবসায়ীরা বেশি লাভ করছে সেটার একটা অংশ কৃষককেই ধরতে শিখতে হবে।

আমার মনে হয় দুইটা ব্যাপার জুরুরি আপাতত যাতে আমাদের আদি এবং আসল কৃষকরায় সবচেয়ে বেশি লাভ করে। এবং
কৃষকরা বাচলেই খাদ্য নিরাপত্তা থাকবে।
১) এখন বেশির ভাগ কৃষক খাবার উৎপাদন করে প্রাইমারি ফুড টায় বিক্রি করে দিচ্ছে, যেমন ধান, দুধ, ভুট্টা, সরিষা কিন্তু কনজিউমার এর হাতে যে এন্ড প্রডাক্ট যেমন চাল, ঘি, আটা, তেল সেটাও কৃষককে বানানো শিখতে হবে মানে তিনি যে প্রাইমারি প্রোডাক্টই উৎপাদন করুক সেটার কিছু অংশ এন্ড প্রডাক্টটা নিয়ে ভাবতে হবে।

২) এইটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃষির সাথে ভ্যালু এডিশন।
মানে কৃষির সাথে রিলেটেড ব্যাপারগুলোকে কৃষককে নিজেকেই ক্যাষ করা শিখা লাগবে।
যেমন ধরুন:
- আপনে জমিতে সরিষা লাগিয়েছেন, তাহলে পাশে ৫টা মৌমাছির বাক্স বসায়ে দিন। মধু উৎপাদন হবে।

এখন কৃষি ভিডিও করে অনেকে টাকা আয় করছে, কেন নয় কৃষক নিজেই সেই ভিডিঊ করে নিজেএ চ্যানেলে ছাড়বে, ( শুনে পাগল আইডিয়া মনে হলেও আমরা ত ফিউচার কৃষক দের কথা বলছি। আর এই ধরনের ভিডিও এর মারকেট আছে)

এরপর ধরুন, কৃষক যে সময় নবান্ন করে, বা ফসল মারায় এর সময় গুলো, এগুলো একদম কাছ থেকে দেখবার জন্য বা কৃষক এর সাথে থেকে দেখবার জন্য অনেক দেশি এবং বিদেশি মানুষ পয়সা খরচ করতে রাজি। আর এখন দিনে দিনে হোম-স্টে জনপ্রিয় হচ্ছে। কৃষক তার বাড়িতেই এই হোম- স্টে বানাতে পারবে। শুধু কৃষক এর জিবন- জাপন থেকেও অনেক শিখবার আছে, এগ্রো- টুরিজম ইজ দ্য ফিউচার, এই টুরিষ্টদের আক্রষন থাকবে কৃষি পদ্ধতি দেখা, জমিতে ধান লাগাবে, গাছে পানি দেবে, গরুর খাবার তৈরি করবে। মেকি মেকি রিসরট এর চাহিদার চেয়েও কৃষক এর মাটির বাড়ি বড় আকষনীয় জায়গা হতে পারে

আবার ধরুন কোন কৃষক শন বা পাট লাগিয়েছে তাহলে চিন্তা করতে হবে হ্যান্ডী ক্রাফট বানানো যায় কিনা, শুধু পাটটা।বিক্রি করে দেয়ার চাইতে। বা পাট থেকে মোড়া, পুতুল এসব বানানো যায় কিনা। মানে কনজিউমার এর এন্ড প্রডাক্ট হচ্ছে আসল লক্ষ্য।

আবার যে কৃষকটা অল্প জমিতে ৮-১০ কাঠা জমিতে সব্জি।লাগিয়েছে সে হয়তো সব্জি বিক্রির পাশাপাশি।ভাবতে।হবে দেশি সব্জির বীজ উৎপাদন করা যায় কিনা।কারন এখন।বীজের একটা ডিমান্ড আছে।

এরকম আরো অনেক উদাহরণ হতে পারে মূল কথা হচ্ছে কৃষির সাথে আনুসাংগিক বিষয় এর লাভ গুলোও কৃষককে ক্যাশ করা শিখা লাগবে, এই বাজার ব্যাবস্থায় শুধু প্রাইমারি উৎপাদন থেকে লাভ করা মুশকিল হয়ে পরছে.

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার
12/01/2025

ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার

তিব্বতে ভূমিকম্পের দৃশ্য দাবিতে জাপানের পুরোনো ভিডিও প্রচার
12/01/2025

তিব্বতে ভূমিকম্পের দৃশ্য দাবিতে জাপানের পুরোনো ভিডিও প্রচার

লন্ডনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব ইন্টারনেটে ভাইরাল
12/01/2025

লন্ডনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব ইন্টারনেটে ভাইরাল

বাংলাদেশিরা ভারতের ফসল নষ্ট করছে দাবিতে রিপাবলিক বাংলার অপপ্রচার
12/01/2025

বাংলাদেশিরা ভারতের ফসল নষ্ট করছে দাবিতে রিপাবলিক বাংলার অপপ্রচার

১১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্র...
12/01/2025

১১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট”-এ যোগদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। গত ১০ জানুয়ারি ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর জন্য তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয় বলে এই পোস্টে দাবি করা হয়৷

04/01/2025

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Front Desk Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Front Desk Today:

Share