
26/06/2025
নীরবতার গভীরে যে প্রেম
গোপনে বাঁচে অনির্বাণ শিখায়
আলোহীন পথে হেঁটে যায়
শব্দ বুনে অদৃশ্য সুতোয়।
ভাষাহীন বুননে গড়া জগৎ
স্পর্শাতীত অনুভবের অতল
শব্দ যেখানে হারায় ওজন
সেখানে থাকে না শুদ্ধ বন্ধন।
নীরবে যে চিত্র ফোটে
অপ্রকাশিত ছায়াপথে
এ নীরবতা বাজে অনন্ত
পূর্ণতা পায় যেখানে।
🤍