20/10/2024
অনেক পুরুষই চায় বিয়ের পর স্ত্রী মাঝে , ভালো একজন রাঁধুনি, ভালো একজন কাজের বুয়া যে ক্লীন ও ধোয়া মোছায় পারদর্শী , একজন ইন্টারটেইন করার সংঙ্গী , এবং তার বাচ্চা পালার মতন ধৈর্যশীল মা । কিন্তু পাশাপাশি সে পুরুষ চায় সে তার খরচ নিজে চালাক এবং নিজের ইনকাম নিজে করুক ।তার নিজের দায়িত্ব সে নিজে বহন করুক । তার হাত খরচের পয়সা সে নিজে যোগাড় করুক কিংবা একে বারেই কোন খরচ না করুক ।
কি আশ্চর্য একজন মানুষ যখন বাহিরে ইনকাম করে , তার নিজের হাত খরচ নিজে বহন করে , এবং বাহিরে একজন পুরুষের মতন সমান কাজ করে , তার থেকে এতটা আশা করা যাবে না , যে মানুষটা তার সংসারের দায়িত্ব নিবে হাউজ ওয়াইফের মতন আবার বাহিরে ইনকাম করবে তার সমকক্ষ হয়ে । স্বামীকে খুশি করতে যেয়ে যে মেয়ে ঘর ও বাহির দুটো সামলায় এক সময় সে ম্যারিড লাইফের প্রতি বিরক্ত হয়ে যায় ।
নিজের জীবন নিয়ে আপসেট হয়ে যায় ।তখন তার সংসার জীবনকে ভালো লাগে না।
তাই চাকুরীজিবী বউদের দেখবেন যখন তারা সেল্ফ ডিপেন্ড হয় তখন তারা জামাইয়ের এক্সপেকটেশন কে আর পাত্তা দেয় না। আপনি আসলে ঘরে একজন উপযুক্ত হাউজ ওয়াইফ চাইলে তাকে ভরন পোষন দেওয়ার সামর্থ্য থাকতে হবে । ভরন মানে খাবার ও মৌলিক চাহিদার নিরাপত্তা আর পোষন তার পোষাক আষাক ও তার জীবন যাত্রা করার মতন খরচ বহন করার নিশ্চয়তা । কারন সে আপনাকে বিয়ে করেছে তার কোন ছোট ছোট শখ বাদ দেওয়ার চুক্তি করে নি।
আর যদি না পারেন , তবে তার ইনকাম করাটা ভালো ভাবে গ্রহন করুন । তাকে স্পেস দেন তার দায়িত্ব নেওয়াটা যেন বোর না হয়ে উঠে ।তাকে হেল্প করুন ঘর সামলাতে । তার জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করুন । তার সাথে এমন ব্যবহার করবেন না যেন আপনার প্রতি মন উঠে যায় ।প্রবাদ আছে পেটে খেতে দিলে পিঠে প্রহার সয় । তার কাছে রেসপেক্ট পেতে চাইলে তাকেও রেসপেক্ট করুন । তার কাছে পারিবারিক ডিমান্ড করার আগে ভাবুন সে ক্লান্ত কি না ? তার মনের খেয়াল রাখুন । মেয়ে মানুষ হলো গোলাপ ফুলের মতন সে তীব্র রোদ সহ্য করতে পারে না। যত্নে লালন করতে না পারলে সে উল্টো হাঁটা দেয় ।এই যে সংসার বিমুখতা তার কারন সে ক্লান্ত হওয়ার ফল ।সে তার বাবার সংসারে রাজ কন্যার মতন ছিল কিন্তু যখন দেখে দায়িত্বের এত বোঝা সে ভয় পায় । তার মন খারাপ হয় । সে বিরক্ত হয় তার মুড সুয়িং হয় ।এই সাইকোলজীক্যাল ব্যাপার গুলো বুঝতে শিখুন ।