Nill Kabbo- নীল কাব্য

Nill Kabbo- নীল কাব্য নিজের স্বপ্নকে এতটা সময় দিন �
যেনো আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায় �

17/07/2024

শুধুমাত্র পারিবারিক বাঁধা না থাকলে দেশের প্রায় ৮০% শিক্ষার্থী রাজপথে থাকতো!🙂

16/07/2024

❗❗সবার মনোযোগ আকর্ষণ করছি ❗❗
বর্তমানে আমাদের দেশের অবস্থা ভালো না। আমাদের দেশের তরুণ সমাজ আজকে কঠিন বিপদের মধ্যে আছে। তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। নারী, পুরুষ কাউকে রেহাই দিচ্ছে না। আমাদের কে এই তরুণ সমাজের পাশে দাঁড়াতে হবে। এরজন্য আমরা কিছু কাজ করতে পারি।আমরা সবাই কম বেশি অনেক গ্রুপে অ্যাড আছি। অনেক বিটিএস রিলেটেড এবং কে-ড্রামা রিলেটেড গ্রুপ। আমার মনে হয় ব্যাপার টা আমাদের অন্য দেশেও জানিয়ে দেওয়া উচিত। আমরা যে সকল গ্রুপে অ্যাড আছি এর মধ্যে অনেক বাহিরের দেশেরও গ্রুপ রয়েছে। তারমধ্যে অনেক দেশের মানুষ রয়েছে। আমরা একটা কাজ করতে পারি সকল গ্রুপে আমাদের অবস্থার কথা বর্ণনা করে একটা করে পোস্ট করতে পারি এতে সবার দৃষ্টি আকর্ষণ করা যাবে। আমাদের পোস্ট এপ্রুফ না করলেও তারা এই বিষয়ে ধারণা পাবে। মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা অন্য দেশ থেকে সাহায্য পেয়েছিলাম। আমাদের এবারও সাহায্যের প্রয়োজন। সব গ্রুপে ইংরেজি ক্যাপশন লিখে সবাই পোস্ট করে দেও। আগে এপ্রুফ করার জন্য অনুরোধ করবে। আমাদের চেনা জানা সব গ্রুপেও পোস্ট করে দেও। পোস্টের সাথে ট্যাগগুলো দিতে ভুলিও না। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, টুইটার, ওয়েভার্স তোমাদের মোবাইলে যত ধরনের অ্যাপস আছে সব অ্যাপসে পোস্ট করে দেও। এটা আমাদের ন্যায্য দাবী। এটা কোনো অন্যায় দাবী নয়। আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। কোটা বাতিল হলে সুবিধা কম বেশি সবাই ভোগ করবে। তাই আমাদের একতার সাথে কাজ করতে হবে। মনে রেখো রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিবো এদেশ থেকে কোটা বাতিল করেই ছাড়বো ইন শা আল্লাহ।



(সবাই এই পোস্ট টা কপি করে নিজেদের টাইম লাইন পোস্ট করে দেও। তাহলে আরও মানুষ এই লেখা টা দেখতে পাবে) 👈

15/07/2024

যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয়,সেই জুতো জুড়ো ছিড়ে যায় জলদি!
যে জামাতে তোমাকে বেশি মানায়,সে জামাতে হয়তো রং লেগে যাবে আর না হয় মাংসের ঝোল!
যে ঘড়িটা পড়লে তোমার হাত ফুটে উঠে,সেই ঘড়িটার হয়তো ব্যটারি নষ্ট হয়ে যায়,নয়তো বেল্ট!
যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়,সেই মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো থাকবে!

আসলে সব ঝামেলা এই “প্রিয়” শব্দটাকে নিয়ে। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্নে রাখি,সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে! 🤍😌

14/07/2024

এখনকার যুগে দেখতে সুন্দর হওয়া লাগে, স্মার্ট হওয়া লাগে! একটা দামি ফোন হাতে থাকা লাগে! পড়নের ড্রেস ঝলমলে থাকা লাগে! প্রচুর টাকা থাকা লাগে! সবকিছু যদি থাকে তাইলে,আপনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার কাছে পর্যাপ্ত Priority পাবেন!🙂❤️‍🩹

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nill Kabbo- নীল কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share