মাসিক নকীব

মাসিক নকীব জাতীয় শিশু-কিশোর পত্রিকা

আগস্ট সংখ্যার নকীব—নতুন ভাবনা, নতুন দিগন্ত। প্রচ্ছদ রচনা, গল্প, ছড়া-কবিতা ও অনুপ্রেরণামূলক লেখায় সমৃদ্ধ এই সংখ্যাটি মিস...
10/08/2025

আগস্ট সংখ্যার নকীব—
নতুন ভাবনা, নতুন দিগন্ত। প্রচ্ছদ রচনা, গল্প, ছড়া-কবিতা ও অনুপ্রেরণামূলক লেখায় সমৃদ্ধ এই সংখ্যাটি মিস করবেন না! 📖✨

জাতীয় সাহিত্য প্রতিযোগিতা, দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী ও পুরস্কার-২০২৫লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এ...
30/07/2025

জাতীয় সাহিত্য প্রতিযোগিতা, দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী ও পুরস্কার-২০২৫
লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম-এর যুগপূর্তি উপলক্ষ্যে আগামী ২২ আগস্ট ২০২৫ শুক্রবার বেলা ২টা থেকে কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য যুগপূর্তি উৎসব ও লেখক সম্মিলন। এ আয়োজনকে কেন্দ্র করে বরাবরের মতোই লেখক ফোরাম আয়োজন করছে বিশেষ সাহিত্য প্রতিযোগিতা এবং দেয়ালিকা ও ম্যাগাজিন প্রদর্শনী।
প্রতিযোগিতার বিষয়
ছড়া-কবিতা : উন্মুক্ত
গল্প : জুলাই বিপ্লব
প্রবন্ধ : রাসুলুল্লাহ সা.-এর রাজনৈতিক দর্শন
অংশগ্রহণের নিয়মাবলি
* প্রতিযোগিতা সদস্য-অসদস্য সবার্ জন্য উন্মুক্ত। ছড়া ও গল্পে শুধু শিক্ষার্থীরা অংশ নিতে পারবে আর প্রবন্ধ সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত।
* একজন প্রতিযোগী যেকোনো একটি বিভাগে অংশ নিতে পারবে এবং শুধু একটি লেখা পাঠাতে হবে।
* ছড়া ১২ থেকে ১৬ লাইনের মধ্যে লিখতে হবে। গল্প সর্বোচ্চ ১০০০ এবং প্রবন্ধ সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
* প্রতিযোগিতার লেখা অপ্রকাশিত হতে হবে।
* প্রতিযোগিতার লেখা অপ্রকাশিত হতে হবে।
* লেখার ভাষা প্রমিত ও চলিত বাংলায় হতে হবে এবং প্রতিযোগিতায় অসদুপায় অবলম্বন করা যাবে না।
* লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
* লেখার সঙ্গে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও শ্রেণি/জামাত যুক্ত করতে হবে।
* লেখা কম্পোজ করে ওয়ার্ড ফাইলে আমাদের নির্ধারিত মেইলে পাঠাতে হবে।
* লেখা পাঠানোর শেষ সময় ১ আগস্ট ২০২৫। নির্ধারিত সময়ের পরে পাঠানো কোনো লেখা গ্রহণ করা হবে না।
* সময়ের সেরা লেখকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
* প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকবে পর্যায়ক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা সমমূল্যেরে বই ও ক্রেস্ট। এছাড়া প্রতি বিভাগে আরও ৫জন করে মোট ১৫জনকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে।
* নির্বাচিত লেখা ফোরামের যুগপূর্তি স্মারকে প্রকাশ করা হবে এবং যুগপূর্তি উৎসবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
* সব ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
যোগাযোগ
নকীব মাহমুদ
উবায়দুল হক খান
০১৭৯০১২০৬৪৪, ০১৭৩৫৮৯১৩১৯
লেখা পাঠানোর ইমেইল: [email protected].
দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী ও পুরস্কার ২০২৫
পাশাপাশি দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী ও পুরস্কারেরও আয়োজন করছে লেখক ফোরাম। এতে সেরা ৩টি দেয়ালিকা ও ৩টি ম্যাগাজিনের জন্য থাকবে পুরস্কার ও ক্রেস্ট।
অংশগ্রহণের নিয়মাবলি
* দেয়ালিকা একক, প্রতিষ্ঠান, সংগঠন বা দলগতভাবে জমা দেওয়া যাবে। একটি প্রতিষ্ঠান/সংগঠন থেকে শুধু একটি দেয়ালিকা জমা দেওয়া যাবে।
* দেয়ালিকা বাংলা ভাষায়, হাতের লেখা ও হাতে আঁকা উপাদান দ্বারা প্রস্তুতকৃত হতে হবে।
* দেয়ালিকার বিষয়বস্তু উন্মুক্ত, তবে এতে ইসলাম ও দেশবিরোধী কোনো বিষয় থাকতে পারেবে না।
* দেয়ালিকা ছেঁড়াফাড়া বা ক্ষতিগ্রস্ত হতে পারবে না।
* ম্যাগাজিন প্রদর্শনীতে অংশ নিতে যেকোনো সংখ্যা অন্তত ৩ কপি জমা দিতে হবে।
যোগাযোগ
দেয়ালিকা
হাবীবুল্লাহ সিরাজ
আবু নাঈম ফয়জুল্লাহ
০১৮৮৪৬১৪৪১৪, ০১৮১৯৫৯২৭৯৮
ম্যাগাজিন
সাজ্জাদুর রহমান
তাশরিফ আহমাদ
০১৯৩৫৪৮২১৭৯, ০১৩০৫২৮৬৩৯৯
জমা দেওয়ার ঠিকানা
৫১/৫১-এ,রিসোর্সফুল পল্টন সিটি
(৬ষ্ঠ তলা, কক্ষ নং ৬০৬-এ)
পুরানা পল্টন, ঢাকা-১০০০

রুপকথার গল্প পড়ো মাসিক নকীব জুলাই সংখ্যায়।
26/07/2025

রুপকথার গল্প পড়ো মাসিক নকীব জুলাই সংখ্যায়।

তোমাদের ছড়া।জুলাই সংখ্যা।
26/07/2025

তোমাদের ছড়া।
জুলাই সংখ্যা।

অজানাকে জানো নকীবের পাতায়।মাসিক নকীব,  জুলাই’২৫ সংখ্যা।
26/07/2025

অজানাকে জানো নকীবের পাতায়।
মাসিক নকীব, জুলাই’২৫ সংখ্যা।

ছড়ার ছড়াছড়ি! মাসিক নকীব, জুলাই সংখ্যা।
25/07/2025

ছড়ার ছড়াছড়ি!
মাসিক নকীব, জুলাই সংখ্যা।

কবি ও লেখক মাসউদুর রহমানের স্মৃতিগদ্য পড়ো মাসিক নকীব জুলাই সংখ্যায়।
25/07/2025

কবি ও লেখক মাসউদুর রহমানের স্মৃতিগদ্য পড়ো মাসিক নকীব জুলাই সংখ্যায়।

মহিউদ্দিন আকবর (রহি.)’র ছড়া।মাসিক নকীব, জুলাই’২৫ সংখ্যা।
25/07/2025

মহিউদ্দিন আকবর (রহি.)’র ছড়া।
মাসিক নকীব, জুলাই’২৫ সংখ্যা।

কিশোর গল্প।জুলাই সংখ্যা।
25/07/2025

কিশোর গল্প।
জুলাই সংখ্যা।

দারুণ এই ফিচারটি পড়েছো?ছাপা হয়েছে মাসিক নকীব জুলাই’২৫ সংখ্যায়।
25/07/2025

দারুণ এই ফিচারটি পড়েছো?
ছাপা হয়েছে মাসিক নকীব জুলাই’২৫ সংখ্যায়।

তোমাদের জন্য দুটি কথা। জুলাই’২৫ সংখ্যা।
25/07/2025

তোমাদের জন্য দুটি কথা।
জুলাই’২৫ সংখ্যা।

Address

৫৫/বি নোয়াখালী টাওয়ার (তৃতীয় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০
Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when মাসিক নকীব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাসিক নকীব:

Share

Category